Pages

Love Story -2016

 → রফিক স্যার।
একটি সুন্দর Love Story বলছি...
চাইলে 50 সেকেন্ড ব্যয় করে
পড়তে পারেন,
.
একটা ছেলে আর একটা
মেয়ের চার বছরের ভালোবাসা।
একদিন মেয়েটি ঈদের আগে
ছেলেটির কাছে একটা সোনার
মালা গিফট চাইলো।
______ছেলেটি কিছু বললো না।
পরের দিন কলেজ যাওয়ার সময়
মেয়েটি ছেলেটিকে বললো
আমার গিফট কোথায়?
_____ছেলেটি কিছু না বলে
মেয়েটিকে একটি বেটারি সেট
পুতুল দিলো।মেয়েটি সেটা হাতে
নিয়ে রাস্তায় ছুরে ফেলে দিলো।
_____ছেলেটি যত্ন সহকারে পুতুলটি
তুলতে গেলো,এমন সময় একটা বাস
এসে ছেলেটিকে ধাক্কা দেয়।
_____ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যায়।
মেয়েটা দৌড়ে গিয়ে ছেলেটিকে
জরিয়ে
ধরে কাদতে থাকে।
এমন সময় বেটারি সেট পুতুলটি বলতে
লাগলো তোমার গিফট আমার
পকেটের ভিতর (ছেলেটার)।
যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো
তাহলে আমার পকেট (ছেলেটার)
থেকে
তোমার গিফটটা বের করো।
মেয়েটি ছেলেটির পকেটে হাত
দিয়ে দেখে
ছেলেটি তার জন্যে সত্যি গিফটটা
এনেছে।
মেয়েটি সেটা দেখে ছেলেটিকে
ধরে আবার
কাঁদতে লাগলো। আর বললো তুমি
আমায়
এতো ভালোবাসো আগে বলোনি
কেন?
কিন্তু এখন আর কেঁদে কি হবে_____??
মেয়েটি যার জন্যে কাঁদছে সে তো
আর পৃথিবীতে নেই।
তাই
# মেয়েদের বলছি যে তোমাকে
পাগলের মতো ভালোবাসে তাকে
তুমি ছাগলের মতো ঘুরাইয়োনা। অন্তত
একবার তাকে বোঝার চেষ্টা করো
তার প্রতি একটু বিস্বাস এবং ভরসা
রাখো। দেখবে পৃথিবী বদলে গেলেও
তার ভালোবাসা কখনও বদলাবে না।
So, Mind it....
thank's এইটা পড়ার জন্যে।,,,,,

পোস্টটি কেমন লাগল
জানাতে ভুলবেন না???? ??