Pages

"মেয়েদের বিউটি টিপস "

স্নানের পরপর বডি লোশনে
গরম যদি লাগে,
বডি লোশনে অল্প জল
মিশিয়ে নিন আগে ।

গরমে যদি শরীরে
গন্ধ হয় ঘামের,
কোলন বা হাল্কা সুগন্ধি,
লাগান বেশী দামের ।

ঠোঁটে দিন লিপ বামের
হালকা একটু ছোঁয়া,
দুরের থেকে লাগবে দেখতে,
কমলা লেবুর কোঁয়া ।

রোদে বেরোলে সানপ্রুফ
ফাউন্ডেশন~ময়শ্চরাইজার,
ব্লাক মাসকার লাগানোর আগে
লাগান আই লাইনার ।

স্মোকিং আইয়ের জন্য
আইশ্যাডো কফি কালার,
চুলে দিন বারগ্যান্ডি
হেব্বি লাগবে এবার ।
~~~~ @ ~~~~

(রফিক স্যার)

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন