
এস এস সি দিলাম। তার সাথে মাঝেমধ্যে দেখা হয়েছিল। পরীক্ষার রেজাল্ট দিল। গোল্ডন A+ পেলাম। আমি একদিন গার্লস স্কুলের পেছন দিয়ে বাড়ি যাচ্ছিলাম। তার সাথে দেখা হল।সে আমাকে বলল, আপনি গোল্ডেন A+ পাইছেন, আমি কত যে খুশি হইছি। তার কথা শুনে "i was flattered''এরপর ধীরে ধীরে তাকে ভালো লাগতে থাকে। একদিন বিকেলে তার সাথে দেখা হলো। সে ফর্সা ছিল। প্রচন্ড গরম সে সময়। তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। আমি তাকে বললাম, তোমাকে খুব সুন্দর লাগছে। she was flattered. নতুন বছর এল। তাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা চলছিল। আমি আর আমার কয়েক বন্ধু গার্লস স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম। সে দুতলার বারান্দায় দাড়িয়েছিল। আমি আমার এক বন্ধুর ঘাড়ে হাত রেখে তাকে hi দিচ্ছিলাম। সে ও আমাকে hi দিচ্ছিল।
মানুষের ভাগ্যে সুখ বেশিদিন সহ্য হয় না। তার বাবা বদলি হয়ে এই শহর ছেড়ে অন্য শহরে চলে গেল। তার সাথে আমার শেষবার দেখা হয়েছিল ৩০শে মে। আমি তাকে নাম ধরে অনেকবার ডেকেছিলাম। সে কোন উত্তর দেয়নি। আমি জানি, সে এখন কোথায় আছে। মাঝে মাঝে তার প্রতি খুব রাগ হয়। চলেই যদি যাবে, তাহলে কেন স্বপ্ন দেখালে? তুমি কি আমাকে ভালোবাসনি? আমার কথা কি তোমার মনে পড়েনা? তোমাকে দোষ দিব না। সব দোষ আমার। হয়ত বেঁচে থাকলে তোমার সাথে দেখা হবে। কিন্তু তোমাকে কোন প্রশ্ন করব না। তোমার প্রতি আমার কোন চাওয়া, অভিযোগ নাই। যারে ভালোবাসি, তার কি কোন খারাপ চাইতে পারি?পারি না। একবার শুধু তোমাকে দেখতে চাই।
No comments:
Post a Comment
আপনার মন্তব্য দিন