দুটি হৃদয়ের সংশ্লেষণকে ভালোবাসা বলে। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা একটি মানবিক অনুভূতি। ভালোবাসা আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। এমন নানাভাবেই ভালোবাসা শব্দটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা এখন পর্যন্ত কেউ দিতে পেরেছেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। একেকজনের কাছে ভালোবাসার অর্থ একেক রকম। ভালোবাসা নিয়ে নিজেদের মনের কথা খুলে বলেছেন ছোট পর্দার জনপ্রিয় পাঁচ অভিনেতা ইরেশ যাকের, সজল, কল্যাণ, নিশো এবং নাঈম।
ভালোবাসা মানে যেখানে সব ভালোর অস্তিত্ব বিরাজ করে: ইরেশ যাকেরঅভিনেতা ইরেশ যাকেরের কাছে ভালোবাসা মানে যেখানে সব ভালোর অস্তিত্ব বিরাজ করে। বাস্তব জীবনে নিজেকে বোকা প্রেমিক বলেই মনে করেন ইরেশ যাকের। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘একসময় যখন প্রেম করতাম, তখন ভালোবাসা দিবসে প্রেমিকাকে কিছু উপহার দিলে ঝাড়ি খেতে হতো। কারণ, আমার উপহার তার পছন্দ হতো না। এখন ভালোবাসা দিবস কাটে অফিস করে অথবা বাসায় ঘুমিয়ে।’ বিয়ে কবে করবেন, তা নিয়তির ওপর ছেড়ে দিয়েছেন ইরেশ। পাত্রী হিসেবে পছন্দ করবেন যিনি তাঁকে ভালোবাসবেন এবং বুঝবেন।
No comments:
Post a Comment
আপনার মন্তব্য দিন