Pages

নারীর আকর্ষণ চিরকালই বিবাহিত পুরুষের প্রতি


নারীর আকর্ষণ চিরকালই বিবাহিত পুরুষের প্রতি


 
বিবাহিত পুরুষের প্রতি নারীর আকর্ষণ চিরকাল৷ তবে বিবাহিত পুরুষের প্রতি আকর্ষণের ফলাফলটা খুব একটা প্রীতিকর নয়৷ এতে নারীর মানসিক যন্ত্রণা বেড়ে চলে৷ এতে নারীর চরিত্রেই কলঙ্ক লাগে৷ তবে বিবাহিত বলেই যে কোনও পুরুষের প্রতি একজন নারীর আকৃর্ষণ জন্মাতে পারে না এমন কোনও কথা নেই৷ কিন্তু বিবাহিত পুরুষ হলে একটা বাধা তো থেকেই যায়৷ এসব ক্ষেত্রে খুব কম সময়ের মোহ বা জীবন উপভোগের সুযোগ থাকলেও ভবিষ্যতে ভালো কিছু হয়না৷ এই কারণেই নারীদের পাশে দাঁড়িয়েছেন বিশেষজ্ঞরা৷ বিবাহিত পুরুষের প্রতি আকর্ষণ বোদ করলে কি করবেন নারীরা সেই টিপসই রইল আপনাদের জন্য৷

আকর্ষণ সহজাত প্রবৃত্তি থেকেই আসে৷ পরিচিত হোক বা অপরিচিত বিবাহত পুরুষের প্রতি আকর্ষণ জন্মাতেই পারে৷ কিন্তু তাই বলে মনের আবেগকে রোমিও-জুলিয়েটের মত নাটকীয় করে তুলবেন না৷ তার চেয়ে মনে করুন, বিবাহিত পুরুষের এই আকর্ষণ শুধুই একটা মোহ৷ অবিবাহিত কোনও পুরুষ আপনার জীবনে আসলেই আপনার এই ক্ষণিকের মোহ ভেঙে যাবে৷

ধরে নেওয়া গলে আপনি এমন এক বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন যিনি স্মার্ট, হ্যান্ডসাম, ভদ্র৷ ঠিক যেমন আপনি চান তেমনই৷ কিন্তু ওই মানুষটি যে আপনার নয় এটা আপনাকে বুঝতে হবে৷ কারণ তাকে আপনি যতই ভালবাসুন না কেন, প্রতিদানে তার কাছ থেকে আপনি কিছুই পাবেননা৷

এমন কিছু পুরুষ রয়েছেন যারা বিয়ের পরেও অন্য নারীর সঙ্গে বা প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখতে চান৷ এক্ষেত্রে তারা স্ত্রীর সামনে নিজেরে আদর্শ স্বামী হিসেবে পরিচয় দেন৷ কিন্তু অন্যদিকে কোনও নারীর সামনে নিজেকে অসুখী প্রমাণ করে তার কাছ থেকেো ভালবাসা আদায় করতে চান৷ কিন্তু তিনি একই সঙ্গে নিজের বিবাহিত জীবন থেকে পিছু হাঁটতে চাইবেন না৷ এক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রাখুন৷ ভেবে দেখুন, যে নারী তাকে বিয়ে করেছেন তিনি তার জীবনে কতটা ঠকেছেন৷ এক্ষেত্রে আপনার নিজেকে ভাগ্যবতী মনে করা উচিত যে ওই মহিলার জায়গায় আপনি নেই৷

একজন পুরুষ বিয়ের পরও যদি অন্য নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেন তবে বুঝে নিতে হবে তার চরিত্রটাই এমন৷ আপনি তার কাছে কেবলও অন্য এক নারী৷ আপনি তার জীবনে প্রধান নন৷ আপনি না থাকলেও অন্য এক নারী আপনার জায়গা যখন তখন নিয়ে নিতে পারে৷ তাই নিজেরে টেকেন ফর গ্রান্টেডের জায়গা থেকে সরিয়ে আনুন৷

আপনাকে খুশি রাখান জন্য বিবাহিত পুরুষটি হয় নানা ধরণের উপহার, বা মনভোলানো কথা হয়ত বলবেন৷ কিন্তু কথা শুনেই গলে যাবেন না৷ কারণ এতে তিনি আরও সুযোগ পেয়ে যাবেন৷ এক্ষেত্রে ভেবে দেখুন যে পুরুষ নিজের স্ত্রী সঙ্গে প্রতারণা করতে পারেন, তিনি একদিন আপনাকেও প্রতারিত করতে পারেন৷ আপনা তাকে অবহেলা করুন৷ তিনি যগদি ব্যক্তিত্ববান হন তবে তিনি আপনার পথ থেকে সড়ে দাঁড়াবেন৷ তবে এতেও যদি তিনি না বদলান তবে বুঝে নিতে হবে তিনি আপনাকে নিজের শিকার বানাতে চান৷

যে বিবাহিত পুরুষকে আপনি খুব একটা বেশি চেনেন না তাকে যে আপনার ভাল লাগছে৷ কিন্তু ওই মানুষটি নিজেকে যেমন ভাবে প্রদর্শন করেন তিনি আদৌ সেকরম কিনা সে বিষয়ে আপনি নিশ্চিত নন৷ সেকারণেই আপনি তাকেই সেরা পুরুষের তকমা দিতে পারেন না৷ সেকারণেই তাকে চেনার পিছনে নিজের সময় ব্যয় না করে নিজের মনের মানুষটিকে খুঁজুন৷

বিবাহিত পুরুষের প্রেমে পরা একেবারেই অপরাধ নয়৷ কিন্তু যদি এমন হয় যে আপনার কেবল বিবাহিত পুরুষই ভাল লাগে তবে সেক্ষেত্রে চিন্তার বিষয় রয়েছে৷ এক্ষেত্রে নিজের বিবেকের সঙ্গে বোঝাপড়া করুন৷ কি কারণে আপনার এমন মনে হয় সেটা খুঁজে বের করুন৷ নিজের কাছে নিজের মনভাবকে আগে পরিষ্কার করুন৷

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন