Pages

♥একটা সম্পর্ক টিকিয়ে রাখার পন্থা সমূহঃ♥



১। একে অপরকে ভালবাসতে হবে ।
২। মিথ্যা কথা না বলা ।
৩। সব সময় যোগাযোগ রক্ষা করা ।
৪। সব সময় ভাল থাকা ।
৫। যখন তার কাছ থেকে অবহেলা পাবেন , ওইটাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন ।
৬। কখনোই সম্পর্ক ভেঙ্গে যায় এমন কোন কথা বলবেন না ।
৭। কোন জিনিস ঠিক না থাকা সত্ত্বেও ঠিক আছে এইটা বলবেন না ।
৮। আপনার অহংকার তার জন্যে বিসর্জন দেন । কখনোই প্রকাশ করবেন না ।
৯। আপনি যদি সরি বলেন তাহলে সে সেটা বুঝতে পারবে ।
১০। কখনোই আপনার অতীত কে বর্তমানের সাথে তুলনা করবেন না ।
১১। কখনোই আপনার অতীতের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সম্পর্কিত কোন কথা তাকে বলবেন না সম্পর্ক থাকা অবস্থায় ।
১২। দেওয়া এবং নেওয়ার অভ্যাস করুন ।
১৩। আপনার সেই মানুষটির ব্যাপারে সব সময় অবগত থাকুন ।
১৪। যখন একে অপরের সাথে ঝগড়া হয় তখন যত দ্রুত সম্ভব টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে ।
১৫। যদিও কোন ব্যক্তিই সর্ব গুনে গুণান্বিত নয় , তবুও নিজেকে তার জন্যে যোগ্য মানুষ হিসেবে তৈরি করবেন ।

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন