Pages

প্রেম আর ভালোবাসা!
এটা দুটা শব্দ খুব কাছাকাছি হলেও এদের গুরুত্ব ও ব্যবহার ভিন্ন ভিন্ন।
ভালোবাসা একটা সার্বজনীন শব্দ, যা ছোট, বড়, ভাই, বোন, শিক্ষক, ছাত্র, ছাত্রী, বন্ধু, বান্ধবী ইত্যাদি সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়।
কিন্তু প্রেম সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় না।
এটা কেবল বিশেষ কারো জন্যই প্রযোজ্য।
ভালোবাসা হলো কারো প্রতি একটা বিশেষ মায়া ও মমতা নাম।
আর প্রেম হলো এগুলোর উর্দ্ধে আর ভালোবাসার সর্বোচ্চ রুপ।