Pages

=>>আপনার প্রিয় মানুষটির সাথে ঈদের সময় গুলো কিভাবে কাটাবেন=>>

০১. ঈদের দিন তার পছন্দের পোযক পরতে পারেন।
০২. তাকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন।
০৩. তার পছন্দের থাবার গুলো তৈরী করে খাওয়াতে পারেন।
কিংবা তাকে ভালো কোন রেষ্টুরেন্ট এ নিয়ে গি
য়ে তার পছন্দসই থাবার খেতে পারেন।
০৪. আপনি দূরে কোথাও গেলে বার বার ফোন করে তার খোঁজ খবর নিতে পারেন।
০৫. আপনার সাধ্য অনুযায়ী ছোট থাট কিছু উপহার দিয়ে ঈদের তাত্‍পর্য বৃদ্ধি ও ঈদকালীন সময়টাকে স্মৃতিময় করে রাখতে পারেন।
 ০৬. সর্বোপরি তার চোখে চোখ রেখে মিষ্টি হাঁসি ও আন্তরিকতাপূর্ন আচারন বাঞ্চনীয়। —রফিক স্যার