Pages

• আপনি কিভাবে বুঝবেন কেউ একজন আপনার প্রেমে পড়েছে কিনা?!?

01. আপনার অনেক ব্যাপারেই সে তার খুব আগ্রহ প্রকাশ করবে।
02. নানা অজুহাত তৈরি করে আপনার সাথে কথা বলতে চাইবে।
03. আপনার সাথে চোখাচোখি হলেই একটা মিষ্টি মুচকি হাঁসি দিবে।
04. যখনি সে আপনার কাছে আসবে তখনি সে খুব সাজগোজ করে আসবে।
05. আপনি দূরে কোথাও থাকলে কিংবা অনেকের মাজে থাকলেও সে ঠিকই আপনাকে খুজে বের করবে।

 • আর তখনি আপনি বুঝে নিবেন সে আপনার প্রেমে পড়েছে।                                                                                    *** মনে রাখবেন সব কিছুই সময়ের সাথে,বয়সের সাথে পুরোনো কিংবা মলিন হয়,
কিন্তু ভালোবাসা সবসময়ই সজীব ও রঙ্গিন।
 যা কখনো পুরনো কিংবা মলিন হয় না।                                                                                                                ***বন্ধুরা যদি আপনি প্রেম করে বিয়ে করেন তবে বিয়ের পরই আপনার মধুর প্রেমের সমাপ্তি ঘটবে।
যদি আপনি স্বাভাবিক ভাবে বিয়ে করেন তবে বিয়ে পর আপনার জীবনে এক নতুন প্রেমের আবির্ভাব হবে।
যা আপনাকে সবর্দা সুখী করার প্রচেষ্টায় নিয়োজিত থাকবে।
সুতরাং এখন প্রেম করতে পারছেন বলে দুঃখ করবেন না,কারন আপনার জন্য কেউ একজন প্রেমমালা হাতে নিয়ে অবশ্যই বসে আছে।
**যদি টিপসটি ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুকে ট্যাগ করতে কিংবা শেয়ার করতে ভুলবেন না যেন।
 সাথে থাকার জন্য ধন্যবাদ।                                                                                                                             *** ভালোবাসা কিংবা কোন সর্ম্পকের জগতে জোর চলে না।
এখানে ধীরে ধীরে একে অপরের মন জয় করে নিতে হয়।
 এখানে জোর খাটালে মানুষ তাকে হীনমনন্য বলে,পশু বলে                                                                                     ***জীবনে চলার পথে অনেক বাঁধা বিপত্তি আসতে পারে,তাই বলে কখনও মন খারাপ করে বসে থাকবেন না কিংবা হাল ছাড়বেন না।
জীবনে চলার পথে সকল বাঁধাকে আপনার অতিক্রম করে এগিয়ে যেতে হবে।
মনে রাখবেন কোন বাঁধাই আপনার লক্ষ্যকে ভ্রষ্ট করাতে পারবে না যতক্ষন পর্যন্ত আপনি আপনার কর্ত্যব পথে থাকবেন পাখরের মত অবিচল।
মনে রাখবেন থেলার মাঠে যদি কোন শক্ত প্রতিদন্ধী না থাকে তবে ঐ থেলাটা কথনই জমে উঠে না এবং শুরুতেই ওই থেলাটা হয়ে উঠে প্রানহীন আর বিরুক্তিকর।
 তাই আপনার মধ্যে সবদাই এই মহা মন্ত্রটা জাগ্রত থাকতে হবে "বীরের জন্য যত বাঁধা বিপত্তি ভীরু কাপুরুষদের জন্য নয়"     
 ***রফিক স্যার***