Pages

♥আই লাভ ইউ বা আমি তোমাকে ভালবাসি♥

►যখন তুমি কাউকে খুব বেশি ভালবাসবে, তখন ই
সে তোমার ভালবাসার পরীক্ষা নিতে শুরু করবে,
না না ভাবে তোমাকে কষ্ট দিবে, অপমান করবে।
কারণ মেয়েটা দেখতে চাইবে এত অপমান,
ঘৃণা করার পর ও তুমি তাকে ভালোবাসো কিনা।
কিন্তু মেয়েদের এরকম করাটা হয় মহা ভুল, কারণ
ছেলেরা কারো অবহেলা পছন্দ করে না। আরে আপু
যাকে ভালবাসবে তাকে এত পরীক্ষা কর কেন? কেন
তাকে অকারণে কষ্ট দাও? পরে যখন
ছেলেটা তোমার অবহেলা পেয়ে চলে যায়, তখন
তুমি তাকে ভালবাসতে শুরু কর। বড়ই অদ্ভুত
মেয়েদের চিন্তা-ভাবনা।
ছেলেদের বলছি যে তোমাকে অবহেলা করে, অপমান
করে তাকে বার বার ভালবাসি কথাটা বলার দরকার
নেই, কারণ যে ভালবাসার সে তোমাকে এমনিতেই
ভালবাসবে, তুমি যেমন আছো, যে অবস্থায়
আছো সেভাবেই তোমাকে ভালবাসবো,
তাকে ইমপ্রেস করার জন্য রোমিও সাজার দরকার
নেই। ভালবাসতে কোন কারণ লাগে না, কোন
পজিশন লাগে না, লাগে শুধু একটা পবিত্র মন
যে মনে তোমার ভালবাসার মানুষটির জন্য অফুরন্ত
ভালবাসা থাকবে।
একটা কথা মনে রেখ বন্ধু, নিষ্ঠুর এই
পৃথিবীতে সবাই স্বার্থ খুঁজে, স্বার্থ ছাড়া মানুষ
কোন কাজ করে না (একমাত্র বাবা-মা ছাড়া)
কিছু মানুষ আছে যারা তোমার
জীবনে আসবে স্বার্থ হাসিল করার জন্য, তারপর
জীবনটাকে নতুনভাবে সাজিয়ে/জীবনের মূল্য
বুঝিয়ে, নিঃশব্দে চলে যাবে, আর রেখে যাবে কিছু
অদ্ভুত স্মৃতি যা তুমি কখনই ভুলতে পারবে না।
যদি এসব থেকে মুক্তি পেতে চাও,
তাহলে তোমাকেও স্বার্থপর হতে হবে।
জীবনেও চলার পথে হাজারটা মেয়ে তোমার
জীবনে আসবে যাবে। মেয়েরা বাসের মত,
একটি চলে যায় আরেকটি আসে, কিন্ত ঐ সব
গুলো বাসের মধ্যে একটি বাস এমন
যে তোমাকে তোমার বাড়ি পোঁছায়।
আর সেই বাসটিকে কখনও মিস করতে নেই............
.....
♦সেই কাঙ্ক্ষিত বাসটি সঠিক সময়ে তোমার
জীবনে আসবে, তার আগে অনেক গুলো ভুল বাস
এসে, ভুল গন্তব্যে নামিয়ে তোমার জীবনটা তছনছ
করে দিতে পারে, এক্ষেত্রে অনেক ছেলেরাই
ভেঙ্গে পরে, কিন্তু বন্ধুরা ভেঙ্গে গেলে চলবে না।
পবিত্র মনে সঠিক মানুষটির জন্য অপেক্ষা কর,
সেই মানুষটি সঠিক সময়ে তোমার
জীবনে এসে অগোছালো জীবনটাকে গুছিয়ে তুলবে।
অনেক মেয়েরাই বলে যে "সব ছেলেরাই প্রতারক"
আসলেই সব ছেলেরাই কি প্রতারক??
কোন মেয়ে কি তার বুকে হাত
রেখে বলতে পারবে যে "সব মেয়েরা ভালো"
একটি খারাপ ছেলের জন্য আপনি কেন
বাকিদেরকে দোষ দিবেন??
ছেলেরাও দিল ফাটিয়ে ভালবাসতে জানে, শুধু সেই
ভালোবাসা দেখার মত চোখ থাকতে হয়।
কোন শর্ত বা অঙ্গীকার
দিয়ে ভালোবাসা টিকে থাকে না,
ভালোবাসা টিকে থাকে পবিত্র বিশ্বাসের ওপর।
ভালোবাসা পেতে ও দিতে প্রয়োজন সুন্দর
একটা পবিত্র মন। বিশ্বাস হল ভালবাসার প্রধান
সূত্র ও ভালবাসার মূল বস্তু।
♦পরিশেষে ছেলে-
মেয়ে সবাইকে বলছি কাউকে ভালবাসার
আগে নিজেকে ভালোবাসো, তাহলে অপরের
ভালবাসার মর্যাদা বুঝতে পারবে ।
►বিঃদ্রঃ সব মেয়েরা/ছেলেরা সমান নয়,
পোস্টটি সবার উদ্দেশ্য করে লেখা হয়নি, কিছু
টাইপের মানুষ আছে যারা এমন করে, আর
ভালো ছেলে/মেয়ে আছে বলেই
আজো পৃথিবীতে সত্যিকারের
ভালোবাসা টিকে আছে।
পোস্টে একতরফা ভাবে মেয়েদের কথায় বলেছি,
এবং যারা ওরকম শুধুমাত্র তাদের কথায় বলা হয়েছে,
বাকি যারা ভাল তারা রাগ করবেন না।
রফিক স্যার।

1 comment:

  1. ****আস্সালামু আলাইকুম****
    New Omor Telecom -এর পক্ষ থেকে প্রবাসি ভাইদের প্রতি ভালবাসা জানাই |
    New Omor Telecom নিয়ে এলো সবচেয়ে কম খরচে বাংলাদেশ,ওমান, কাতার,, দুবাই, সৌদি আরব, ইন্ডিয়া, পাকিস্তান লেবানন, সহ বিশ্বের সব দেশে HD ভয়েজ কোয়ালিটিতে কথা বলার সুযোগ |
    (তন্ময়) +8801923895220
    ⏩আপনি কি কম খরচে HD voice কোয়ালিটির লাইন খুজছেন??
    ⏩আপনি কি কম সময়ে voip ব্যবসা উন্নতি করতে চান??
    ⏩আপনি কি দেশে রেখে আসা প্রিয় মানুষদের সাথে ১০০% HD voice কোয়লিটিতে পরিষ্কার কথা বলতে চান??
    ⏩আপনি কি নিজের নামে রিসেলার নিতে চান?
    ⏩আপনি কি সার্ভার নিতে চান??
    ⏩আপনি কি flexi or bkash সার্ভার নিতে চান??
    তাহলে দেরি না করে এখনি ফোন করুন
    (Omor) 8801923895220
    What's app + IMO + viber =
    ******+8801923895220****
    Skype : New.Omor
    যোগাযোগ করুন আমার সাথে সরাসরি কথা বলুন
    ⏩ডেমো একাউন্ট নিয়ে আমাদের কল রেট যাচাই করুন
    BD Grey 0.0142 =7000
    BD IGW 0.0190= 5200
    BD HDCable 0.0132= 7000
    IND TATA CLI 0.0089= 11235
    IND Non CLI 0.0064=15625
    PAK Gray 0.0115=8500
    ✯✯✯100$=only 7000bdt.✯✯
    ⏩ ফ্রি টেস্ট পিন নিয়ে ভয়েজ কোয়ালিটি চেক করুন |
    তারপর চিন্তা করে লাইন নিয়ে কথা বলুন অথবা ব্যবসা শুরু করুন স্রস্টার নামে
    আমাদের কোম্পানির মুল লক্ষ আপনাদের সঠিব ভাবে ২৪ঘন্টা সপ্তাহে ৭দিন সেবা দিতে|
    (Omor) +8801923895220
    What's app + IMO + viber =Tango = line
    ******+8801923895220****
    Skype : New Omor Voip
    ****** ভালো থাকুন******
    ***পোস্ট টি পরার জন্য ধন্যবাদ**

    ReplyDelete

আপনার মন্তব্য দিন