Pages

*আক্ষেপ*

আমি বলিনি আমাকে ভালবাসতেই হবে
Share করুন আর বন্ধুদেরকে
দেখার সুযোগ করে দিন ।

ভালোবাসার অনুভূতি কোথায়? বুকেরমধ্যখানে নাকি মাথার পেছনের অংশে?যেখানেই হোক, এটা এমন এক অনুভূতি, যাআপনাকে সারাক্ষণ অন্যরকম এক চেতনায়আবিষ্ট রাখবে এবং এটা অনেকটাব্যাখ্যার অতীত। ভালোবাসা নাকিবোকাকে চালাক আর চালাককে বোকাবানিয়ে ফেলে। ব্যাপারটা যদি সত্যি না হয়ে স্রেফ কথার কথাও হয়, তবু মনে হয় পুরোপুরি বাজে কথা নয়। আসলে ভালোবাসার সেই অন্য রকম চেতনা একজন মানুষের মনকে কিছুটা হলেও আলগা করে দেয় তার পারিপার্শ্বিকতা
থেকে। উদাসীনতাই তার চরিত্রের অন্যতম বহিঃপ্রকাশ হয়ে দাঁড়ায়।এমনকি শারীরিক কষ্টের সময়ও ভালোবাসার মানুষের স্পর্শ কিংবা তারস্মৃতি কিছুটা হলেও স্বস্তি দেয়।

ভাল লাগলে LIKE please.

https://m.facebook.com/profile.php?id=268792149895891&_rdr

নতুন নতুন SMS, JOKE, FUN, PHOTO এবং আরো অনেক কিছু পাবেন এই PAGE এ ।
এই PAGE ভাল লেগে থাকলে PLEASE LIKE দিন । আপনার LIKE বৃথা যাবে না ।
কেউ শুধু একবার ভেতর থেকে বাসার দরজা খুলে দিক
আমি বাইরে থেকেতালা খুলতে খুলতে ক্লান্ত।
আমি বলিনি আমাকে ভালবাসতেই হবে
আমি শুধু বলি
আমি সব কাজ করতে পারি
শুধু কেউ খাবার সময় পাশে বসে
একবার জিজ্ঞেস করুক

  • জল লাগবে কিনা!!
আমি বলিনি আমাকে ভালবাসতেই হবে
আমি শুধু বলি
কেউ শুধু একবার এসে বলুক
তোমার চোখে জল কেন?
আমি বলিনি আমাকে আচল দিয়ে
চোখের জল মুছে দিতে হবে
আমি শুধু বলি
কেউ এসে একবার বলুক
আর কেদোনা !

ভাল লাগলে LIKE please.

ভালবাসা নিয়ে বেঁচে থেকো

একটা ছেলে প্রতিদিন রাস্তার পাশে দাড়িয়ে থাকত আর এক নজরে তাকিয়ে থেকে একটা মেয়েকে দেখতো। কিন্তু মেয়েটা তাকে পাত্তা দিত না । একবছর পরে মেয়েটা হঠাত্‍ ছেলেটার দিকে একবার তাকিয়ে তাকালো আর দেখতে পেল চোখের নিচে একটা কালো দাগ পরে গেছে । আর চেহারায় একটা রোগা রোগা ভাব। ঐদিন রাতে মেয়টার চোখে ঘুম আসলো না সারারাতশুধু এই ভেবেছিল যে ছেলেটা আমাকে এত ভালবাসে যে চেহারায় রোগা ভাব ধরে গেছেতবুও আমায় ভূলতে পারছে না বারে বারে প্রতিদিন ছুটে আসছে?
এ কি আমি সত্যি দেখছি নাকি কল্পনা? যদি সত্যি হয় তবে কি করব এখন আমি? যে আমাকে এত ভালবাসে তাকে কি করে কষ্ট দেবআমি? তারপর মেয়টা রাতের ঘুম হারাম করে ছেলেটাকে ভালবাসতেলাগলো । পরদিন মেয়েটা যখন বুকভরা ভালবাসা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তখন ছেলেটার দিকে দূর থেকে তাকাতে লাগল যখন ছেলেটা মেয়টার চোখের দিকে তাকালো তখন মেয়েটা মিস্টি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিল আমিতোমায় ভালবাসি।
কিন্তু ছেলেটা একটুও হাসলো না বরং ছেলেটার চোখ থেকে ঝর্নার মতো পানি ঝড়তে লাগলো
তখন মেয়েটা ভাবল এ হয়তো সুখেরকান্না তাই আবার চোখের ইশারায় বুঝিয়ে দিল তোমাকে আমি আর কাঁদতে দেব না।
পরদিন মেয়েটা রাস্তা দিয়ে আসছে আর দূরথেকে উঁকি দিয়ে ছেলেটাকে দেখার চেষ্টা করছে কিন্তু দেখতে পেল না । তখন মেয়েটার খুব রাগ হলো । এভাবে আরো একদিন কেটে গেল মেয়েটা অনেক কষ্ট পেতেলাগল। ৩য় দিন মেয়েটা রাস্তা দিয়ে আসছেআর সেই যায়গায় তাকিয়ে আছে ছেলেটি আগেরমতো তার অপেক্ষায় আছে কি না দেখতে। কিন্তু দেখতে পেল না । তখন মেয়েটা সেইযায়গায় গিয়ে দাড়ালো যেখানে দাড়িয়ে ছেলেটাতাকে দেখতো। তখন একাকিত্ব মেয়েটার চোখে এক বিন্দু অশ্রু এনে দিল। গাল বেয়ে এক ফোটা চোখের পানি টপ করে নিচে পড়লো তখন মেয়েটা নিচের দিকে তাকিয়ে দেখল তার একফোটা অশ্রুভেজা একটা কাগজ আর তাতে যেন কিছু লেখা আছে।
তখন মেয়েটা চিঠিটা উঠিয়ে পড়তে লাগল
.
.
.
.
.
আমি তোমার ঠোটের হাসি দেখে বুঝে গেছি তুমি আমায় ভালবেসে ফেলেছো। আমি তোমার চোখের ইশারায় বুঝে গেছি তুমি আর আমায় কাঁদতে দেবে না।
সেদিনের কান্নাটা অনেক সুখেরছিল যে তুমি আমায় একমুহুর্তের জন্যে হলেও মন উজার করে ভালবেসেছো। আবার এই ভেবে কেঁদেছি যে আমি তোমায় হাতের কাছে পেয়েও ছুঁতে পারলাম না।
কিন্তু যে আমাকে এত ভালবাসে যে আমার চোখের কান্না মুছে দিয়েছে তাকে ২ দিনের জন্য কিভাবে সারা জীবন কষ্ট দেবো? তাই আর ২ দিনের জন্যে আর আমার প্রতি তোমার আবেগ বাড়াতে আসিনি। কারন তুমি আমাকে যত ভালবাসবে তত কাঁদবে তাইচেয়েছি তোমার কান্নাটা কমাতে
জানি সব শুনে প্রশ্ন করবে কেনএত কথা বলছি?
তুমিই বলো তুমি কি কাঁদতে না যদি শুনতে আমার ক্যান্সার হয়েছে?
তুমি কি কাঁদতে না যদি আমায় ভালবাসার ২ দিন পরে তোমাকে ফেলে এই দুনিয়া ছেড়েচলে যেতাম?
সত্যি তুমি অনেক দেরি করে ফেলেছ । ডাক্তার বলেছে তুমিই নাকি আমায় আগলে ধরে রাখতে পারতে কোথাও যেতে দিতে না। যদি আমায় প্রথমে ভালবাসতে।
সত্যি তুমি অনেক দেরি করে ফেলেছ। কষ্টপেও না হয়তো এপারে আমরা এক হতে পারিনি। আমার ভালবাসা নিয়ে বেঁচে থেকো তবে নিশ্চই ওপারে দিয়ে আবার আমরাএক হতে পারব। ভাল থেকো ।
ইতি
তোমার আলো

Apni jodi kauke ekbarer jonno holeo valobeshe thaken tahole একবার ঘুরে আসুন এই পেজ থেকে । ভাল না লাগলে Like দিয়েন না । তবে ভাল লাগলে Like plz । 


https://m.facebook.com/BhalobasiTomay143?refid=5

কোন প্রকার বিঞ্জাপন ছাড়াই সম্পুর্ন নতুন একটা পেজ ।একটা ছেলে প্রতিদিন রাস্তার পাশে দাড়িয়ে থাকত আর এক নজরে তাকিয়ে থেকে একটা মেয়েকে দেখতো। কিন্তু মেয়েটা তাকে পাত্তা দিত না । একবছর পরে মেয়েটা হঠাত্‍ ছেলেটার দিকে একবার তাকিয়ে তাকালো আর দেখতে পেল চোখের নিচে একটা কালো দাগ পরে গেছে । আর চেহারায় একটা রোগা রোগা ভাব। ঐদিন রাতে মেয়টার চোখে ঘুম আসলো না সারারাতশুধু এই ভেবেছিল যে ছেলেটা আমাকে এত ভালবাসে যে চেহারায় রোগা ভাব ধরে গেছেতবুও আমায় ভূলতে পারছে না বারে বারে প্রতিদিন ছুটে আসছে?
এ কি আমি সত্যি দেখছি নাকি কল্পনা? যদি সত্যি হয় তবে কি করব এখন আমি? যে আমাকে এত ভালবাসে তাকে কি করে কষ্ট দেবআমি? তারপর মেয়টা রাতের ঘুম হারাম করে ছেলেটাকে ভালবাসতেলাগলো । পরদিন মেয়েটা যখন বুকভরা ভালবাসা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তখন ছেলেটার দিকে দূর থেকে তাকাতে লাগল যখন ছেলেটা মেয়টার চোখের দিকে তাকালো তখন মেয়েটা মিস্টি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিল আমিতোমায় ভালবাসি।
কিন্তু ছেলেটা একটুও হাসলো না বরং ছেলেটার চোখ থেকে ঝর্নার মতো পানি ঝড়তে লাগলো
তখন মেয়েটা ভাবল এ হয়তো সুখেরকান্না তাই আবার চোখের ইশারায় বুঝিয়ে দিল তোমাকে আমি আর কাঁদতে দেব না।
পরদিন মেয়েটা রাস্তা দিয়ে আসছে আর দূরথেকে উঁকি দিয়ে ছেলেটাকে দেখার চেষ্টা করছে কিন্তু দেখতে পেল না । তখন মেয়েটার খুব রাগ হলো । এভাবে আরো একদিন কেটে গেল মেয়েটা অনেক কষ্ট পেতেলাগল। ৩য় দিন মেয়েটা রাস্তা দিয়ে আসছেআর সেই যায়গায় তাকিয়ে আছে ছেলেটি আগেরমতো তার অপেক্ষায় আছে কি না দেখতে। কিন্তু দেখতে পেল না । তখন মেয়েটা সেইযায়গায় গিয়ে দাড়ালো যেখানে দাড়িয়ে ছেলেটাতাকে দেখতো। তখন একাকিত্ব মেয়েটার চোখে এক বিন্দু অশ্রু এনে দিল। গাল বেয়ে এক ফোটা চোখের পানি টপ করে নিচে পড়লো তখন মেয়েটা নিচের দিকে তাকিয়ে দেখল তার একফোটা অশ্রুভেজা একটা কাগজ আর তাতে যেন কিছু লেখা আছে।
তখন মেয়েটা চিঠিটা উঠিয়ে পড়তে লাগল.
আমি তোমার ঠোটের হাসি দেখে বুঝে গেছি তুমি আমায় ভালবেসে ফেলেছো। আমি তোমার চোখের ইশারায় বুঝে গেছি তুমি আর আমায় কাঁদতে দেবে না।
সেদিনের কান্নাটা অনেক সুখেরছিল যে তুমি আমায় একমুহুর্তের জন্যে হলেও মন উজার করে ভালবেসেছো। আবার এই ভেবে কেঁদেছি যে আমি তোমায় হাতের কাছে পেয়েও ছুঁতে পারলাম না।
কিন্তু যে আমাকে এত ভালবাসে যে আমার চোখের কান্না মুছে দিয়েছে তাকে ২ দিনের জন্য কিভাবে সারা জীবন কষ্ট দেবো? তাই আর ২ দিনের জন্যে আর আমার প্রতি তোমার আবেগ বাড়াতে আসিনি। কারন তুমি আমাকে যত ভালবাসবে তত কাঁদবে তাইচেয়েছি তোমার কান্নাটা কমাতে
জানি সব শুনে প্রশ্ন করবে কেনএত কথা বলছি?
তুমিই বলো তুমি কি কাঁদতে না যদি শুনতে আমার ক্যান্সার হয়েছে?
তুমি কি কাঁদতে না যদি আমায় ভালবাসার ২ দিন পরে তোমাকে ফেলে এই দুনিয়া ছেড়েচলে যেতাম?
সত্যি তুমি অনেক দেরি করে ফেলেছ । ডাক্তার বলেছে তুমিই নাকি আমায় আগলে ধরে রাখতে পারতে কোথাও যেতে দিতে না। যদি আমায় প্রথমে ভালবাসতে।
সত্যি তুমি অনেক দেরি করে ফেলেছ। কষ্টপেও না হয়তো এপারে আমরা এক হতে পারিনি। আমার ভালবাসা নিয়ে বেঁচে থেকো তবে নিশ্চই ওপারে দিয়ে আবার আমরাএক হতে পারব। ভাল থেকো ।
ইতি
তোমার আলো

Apni jodi kauke ekbarer jonno holeo valobeshe thaken tahole একবার ঘুরে আসুন এই পেজ থেকে । ভাল না লাগলে Like দিয়েন না । তবে ভাল লাগলে Like plz ।



ভালোবাসা পবিত্র একটি সম্পর্কের নাম

ভালোবাসা
অনেক পবিত্র একটি সম্পর্কের নাম ,
যে সম্পর্ক কে আমরা অনেকেই খুব অবহেলাকরি !
দেখা যায় ,
মেয়েটি ছেলেটিকে অনেক ভালবাসে , মন থেকে ,
কিন্তু ছেলেটি ভালবাসেনা , শুধু মাত্রমজার জন্য মেয়েটিকে পিছে পিছে ঘুরায়ে কষ্ট দেয় , আর বন্ধুদের সাথে মেয়েটিকে নিয়ে মজা উড়ায় ! '' বন্ধুতুইও ট্রাই মেরে দেখ একটা ''
আবার দেখা যায় ,
ছেলেটি মেয়েটিকে অনেক ভালবাসে , যে ভালবাসায় কোনও ধোঁকা নেই
কিন্তু মেয়েটি বুঝেও রীতিমত ছলনা করে যায় !
আর বান্ধুবিদের কে বলবে '' আরেহ একটা আবুল পুরা ! জ্বালিয়ে মারছে ! ''
দিন দিন এই পবিত্র সম্পর্ক টিকে আমরা বাজে এক খেলার দিকে ঠেলে দিচ্ছি ,
ভালবাসলে মন থেকে বাস , না হলে একাই থাকো ,
কারো মন ভেঙো না ,
সত্যিকারের ভালোবাসা একবার অনুভব করেদেখ , কত টা পবিত্র ও শান্তির
যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো , তাহলে পাথরে খোদাই করে লিখে রাখো
একদিন তুমিও কষ্ট পাবে সেই একই কারনেভালোবাসা
অনেক পবিত্র একটি সম্পর্কের নাম ,
যে সম্পর্ক কে আমরা অনেকেই খুব অবহেলাকরি !
দেখা যায় ,
মেয়েটি ছেলেটিকে অনেক ভালবাসে , মন থেকে ,
কিন্তু ছেলেটি ভালবাসেনা , শুধু মাত্রমজার জন্য মেয়েটিকে পিছে পিছে ঘুরায়ে কষ্ট দেয় , আর বন্ধুদের সাথে মেয়েটিকে নিয়ে মজা উড়ায় ! '' বন্ধুতুইও ট্রাই মেরে দেখ একটা ''
আবার দেখা যায় ,
ছেলেটি মেয়েটিকে অনেক ভালবাসে , যে ভালবাসায় কোনও ধোঁকা নেই
কিন্তু মেয়েটি বুঝেও রীতিমত ছলনা করে যায় !
আর বান্ধুবিদের কে বলবে '' আরেহ একটা আবুল পুরা ! জ্বালিয়ে মারছে ! ''
দিন দিন এই পবিত্র সম্পর্ক টিকে আমরা বাজে এক খেলার দিকে ঠেলে দিচ্ছি ,
ভালবাসলে মন থেকে বাস , না হলে একাই থাকো ,
কারো মন ভেঙো না ,
সত্যিকারের ভালোবাসা একবার অনুভব করেদেখ , কত টা পবিত্র ও শান্তির
যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো , তাহলে পাথরে খোদাই করে লিখে রাখো
একদিন তুমিও কষ্ট পাবে সেই একই কারনে
যে সত্যিকারের ভালবাসতে জানে,
সে তার প্রিয় মানুষটির
কান্নাকে আপন করে নিতে পারে।
যে সত্যিকারের ভালবাসতে জানে,
সে হাজারও কষ্টের মাঝে সেই
মানুষটিকে সুখী রাখতে পারে।
যে সত্যিকারের ভালবাসতে জানে,
সে কখনো তার ভালবাসার
মানুষটিকে ছেড়ে যেতে পারেনা!
আর যে মানুষটি ছেড়ে চলে যায়,
সে কখনো ভালবাসার যোগ্য মানুষ ছিলো

দুঃখ??

দুঃখ সবার মাঝেই থাকে !!
কিন্তু সবাই কি তা সইতে পারে ??
কেউ সয় নিরবে ,
কেউ বা বুকে জমা রাখে হাসির সুরে ,
কেউ বা সইতে না পেরে হারিয়ে যায় চিরতরে
!

আমি জানিনা মানুষ কিভাবে প্রেম
করে?
শুধু জানি চোখের আড়াল
হলে তোমায় মনে পড়ে।
শুধু জানি একটুখানি দুরে গেলেই অশ্রু
ঝরে।
তবে কি মানুষ এভাবেই
প্রেমে পড়ে?

আবেগময় ভালোবাসা

ভালবাসা- কখনো হাসায়,কখনো বা কাঁদায়!!!স্বপ্ন বুনতে শেখায়,সেই স্বপ্ন ভাঙতেও শেখায়!!!কাউকে আপন করে নিতে শেখায় আবার তাকে দূরে ঠেলে দিতেও শেখায়!!! আমাদের সবার জীবনেই কিছু আবেগময় ভালোবাসার গল্প আছে। সেই গল্পগুলো হতে পারে আপনার বাবা-মাকে ঘিরে অথবা আপনার ভাইবোনকে কেন্দ্র করে অথবা আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে।আপনাদের সেই আবেগময় গল্পগুলো দিয়েই আমরা আমাদের এই পেজটি সাজাবো। আশা করি আপনারা সাথে থাকবেন সবসময়। আপনারা আপনাদের লেখা গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন।আর এই লেখাগুলোই প্রকাশ করা হবে পর্যায়ক্রমে আপনাদের ও আমাদের এই পেজটিতে। I Lost My Love.
ভালবাসা- কখনো হাসায়, কখনো বা কাঁদায় !!! স্বপ্ন বুনতে শেখায়, সেই স্বপ্ন ভাঙতেও শেখায !!! কাউকে আপন করে নিতে শেখায় আবার তাকে দূরে ঠেলে দিতেও শেখায় !!! আমাদের সবার জীবনেই কিছু আবেগময় ভালোবাসার গল্প আছে। সেই গল্পগুলো হতে পারে আপনার বাবা-মাকে ঘিরে অথবা আপনার ভাইবোনকে কেন্দ্র করে অথবা আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে। আপনাদের সেই আবেগময় গল্পগুলো দিয়েই আমরা আমাদের এই পেজটি সাজাবো। আশা করি আপনারা সাথে থাকবেন সবসময়। আপনারা আপনাদের লেখা গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এই লেখাগুলোই প্রকাশ করা হবে পর্যায়ক্রমে  আমার এই পেজটিতে.

জীবনে প্রথম প্রেমঃ

  • জীবনে প্রথম প্রেম ছিলো চরম হাস্যকর।
বালিকার একটা টোল পড়া হাসিই অঘটনের মূল।তবু প্রথম প্রেম ব্যাপারটা কেমন জানি।হিসেব মেলেনা ।
একমুখী ভালোবাসা।
মুখ ফুটেও বলিনি বা বলতে পারিনি।
আদিকাল থেকে প্রেম বলতে যা বুঝতাম তা হলোঃ রবী ঠাকুরের গল্পগুচ্ছ ।
কখনো সমাপ্তির মৃন্ময়ী । কখনো পোস্ট মাস্টারের রতন ।
গল্পের নিপূন চরিত্রের বাস্তব বিশ্লেষনে ব্যর্থ হয়েছিলাম।
তারপর ?
হঠ্যাত্‍ করেই শিখে যাইঃ
তোমাকে থামতেই হবে ।
তারপর থেকে অসম্ভবের বিপরীত দিকে ছুটেছি ।
কিন্তু
বারবার উল্টো হয়েছে ।
কিন্তু ভালোবাসা পরিবার ছাড়া পাইনি ।
অথচ আশেপাশে ভালোবেসে সুখী মানুষের সংখ্যা নিতান্তই কমও নয় ।
দেরী করে হলেও এখন বুঝিঃ
প্রেম ভালোবাসা গল্পের বইয়ে বা নায়কসুলভ বাকপটুতায় বেশি মানায় ।
যে ছেলে যত গুছিয়ে মিথ্যা বলে আর অভিনয় করে সে মিথ্যাকে সত্যে বদলায় মেয়েরা তাকেই ভালোবাসে বেশি ।
তবে
ছেলেরা অনেক কিছুই চায় । তবে যে বেশি দেয় তার কাছেই থেকে যায় ।
পৃথিবীতে ছেলে মেযে দুটো প্রজাতির কিছু অংশ বিপরীত প্রজাতির সরল অংশকে ঠকিয়ে যায় ।
ফলে ভালোবাসাটা কেবল স্বার্থের প্রতিশব্দে বদলে যায় ।
সত্যিকথা হচ্ছেঃ
ভালোবেসে কাউকে ধরে রাখা যায় না । আজকাল সত্যি ভালোবাসলে কষ্টই বেশি ।
এই অভিনয়ের খেলায় ইস্তফা দিয়েছি ।
মেনে নিয়েছি ব্যাকডেটেড শব্দটিকে নিজের প্রতিশব্দে ।
ভালোবাসা তোমাদের শহরে রোদের মত । আর আমি ঘরের আঁধারে জোনাকির জ্বলে উঠে নিভে যাওয়া পৃথিবীর বাসিন্দা ।
আমার পৃথিবীতে সামান্য রোদ পড়েনি কখনো ।কেবল আছে গাঢ় অন্ধকার আর ভয়ংকর শূন্যতা ।জীবনে প্রথম প্রেম ছিলো চরম হাস্যকর।
বালিকার একটা টোল পড়া হাসিই অঘটনের মূল।তবু প্রথম প্রেম ব্যাপারটা কেমন জানি।হিসেব মেলেনা ।
একমুখী ভালোবাসা।
মুখ ফুটেও বলিনি বা বলতে পারিনি।
আদিকাল থেকে প্রেম বলতে যা বুঝতাম তা হলোঃ রবী ঠাকুরের গল্পগুচ্ছ ।
কখনো সমাপ্তির মৃন্ময়ী । কখনো পোস্ট মাস্টারের রতন ।
গল্পের নিপূন চরিত্রের বাস্তব বিশ্লেষনে ব্যর্থ হয়েছিলাম।
তারপর ?
হঠ্যাত্‍ করেই শিখে যাইঃ
তোমাকে থামতেই হবে ।
তারপর থেকে অসম্ভবের বিপরীত দিকে ছুটেছি ।
কিন্তু
বারবার উল্টো হয়েছে ।
কিন্তু ভালোবাসা পরিবার ছাড়া পাইনি ।
অথচ আশেপাশে ভালোবেসে সুখী মানুষের সংখ্যা নিতান্তই কমও নয় ।
দেরী করে হলেও এখন বুঝিঃ
প্রেম ভালোবাসা গল্পের বইয়ে বা নায়কসুলভ বাকপটুতায় বেশি মানায় ।
যে ছেলে যত গুছিয়ে মিথ্যা বলে আর অভিনয় করে সে মিথ্যাকে সত্যে বদলায় মেয়েরা তাকেই ভালোবাসে বেশি ।
তবে
ছেলেরা অনেক কিছুই চায় । তবে যে বেশি দেয় তার কাছেই থেকে যায় ।
পৃথিবীতে ছেলে মেযে দুটো প্রজাতির কিছু অংশ বিপরীত প্রজাতির সরল অংশকে ঠকিয়ে যায় ।
ফলে ভালোবাসাটা কেবল স্বার্থের প্রতিশব্দে বদলে যায় ।
সত্যিকথা হচ্ছেঃ
ভালোবেসে কাউকে ধরে রাখা যায় না । আজকাল সত্যি ভালোবাসলে কষ্টই বেশি ।
এই অভিনয়ের খেলায় ইস্তফা দিয়েছি ।
মেনে নিয়েছি ব্যাকডেটেড শব্দটিকে নিজের প্রতিশব্দে ।
ভালোবাসা তোমাদের শহরে রোদের মত । আর আমি ঘরের আঁধারে জোনাকির জ্বলে উঠে নিভে যাওয়া পৃথিবীর বাসিন্দা ।
আমার পৃথিবীতে সামান্য রোদ পড়েনি কখনো ।কেবল আছে গাঢ় অন্ধকার আর ভয়ংকর শূন্যতা ।রফিক স্যার।

ভালবাসা- কখনো হাসায়,কখনো বা কাঁদায়

অনেক চেষ্টা করলাম ভুলে যেতে, অনেক চেষ্টা করেছিলাম ঘৃণা করতে । কিন্তু , কেনো জানি পারলাম না । নিজেকে ঘৃণা করতে পারি, কিন্তু তাকে পারি না ! কেনো ? জানি না কেনো এখনো এতো কষ্ট দেয়ার পর ও তাকেই পাগলের মতো ভালোবাসি । হয়তো সত্যিকারের ভালোবাসার পরিণাম এটাই ! অপেক্ষা আর অপেক্ষা । এমন একজনের জন্য অপেক্ষা যে কিনা কোনো দিন ও আসবে না, যে কিনা অন্যের এখন । আমি জানি আমি তাকে আর কোনো দিন ও পাবো না, কিন্তু এটা ও জানি তাকে ছাড়া বাঁচাও সম্ভব না । এতোটা ভালোবাসি যে আজীবন তার অপেক্ষায় কাটিয়ে দিতে পারি । তবু ও চাই ভালো থাকুক সে, সব কষ্ট গুলো আমাকে দিয়ে । থাকুক সে ভালো ।
অভিমান করো তবু...
-- পর করে দিও না ।।
কাছে না আস তবু...
-- হাড়িয়ে যেও না ।।
যত পারো কষ্ট দাও তবু...
-- মন ভেঙ্গো না ।।
দূরে চলে যাও যতই...
-- তবু ভুলে কিন্তু যেও না ।
I Lost My Love.

[►ভালবাসি তাই অপেক্ষা করে যাই◄]

ভালবাসি ভালবাসি ভালবাসি/
চিৎকার করি/ আকাশ কাপিয়ে ফূৎকার দিই-
মেয়ে, তোমাকে আমি অনেক ভালবাসি।
সে ভালবাসা অসংখ্য সজ্ঞায় সজ্ঞাহীন/
সে ভালবাসা পরিণত মস্তিস্কে কল্পনার অতীত.
প্রাপ্তিহীনতাই বিধ্বস্ত এক অমলিন ভালবাসা/
অনাবিল আশার হাতছানিতে-বিনিময়হীনতায় মুখরিত-
এক আধ্যাতিক হৃদয়ের রক্তে লিখিত ভালবাসা.
কেননা এটা তোমাকে দেওয়া ভালবাসা-
তোমার জন্য লিখিত এক চিরস্থায়ী হৃদয়র কথা।
ভালবাসি মেয়ে,তোমায় অনেক ভালবাসি/
তবে কেন এত ব্যাথা এই অসীম ভালবাসার কুলে?
মেয়ে তুমি কি জানো, শুনতে কি পাও মোর নীরবতা?
এ নীরবতা শুধু তোমাকে চাই-
প্রতিটা মুহূর্তে এ নীরবতা শুধু তোমাকে খুজে বেড়াই।
ভালবাসি মেয়ে,তোমাকে আমি অনেক ভালবাসি/
দিনে দিনে কত না নৌকা ভিড় করে ভালবাসার সাগর তীরে/
কত না মাঝি পার করে ভালবাসা-
এনে দেয় শত আশা কুল হতে কুলের তরে।
সব মাঝিকে ডাকি কাছে শান্ত মনে-
বলি তাদের ব্যাকুল স্বরে ফিসফিসিয়ে-
ওহে মাঝি- নিয়ে কি যাবে মোরে??
ঐ কুলেতে -যেথায় ভালবাসার মেয়েটি বাস করে‼‼
চলে যায় সকলে-মুখটি অমলিন করে//
ও ভাই, ভাই যেও নাকো চলে।
কম্পিত স্বরে ডাক ছুড়ে দিই তাদের পানে,
নিয়ে যাও মোরে- মোর ভালবাসার ঘাটে।
বৃথা কষ্টে বেদনাধারী হয় হৃদয়-
ব্যর্থতার আড়ালে-
অশ্রূ ঝরে ফোটা ফোটা বিন্দুরূপে-অঝোর শ্রাবনে,
অনাবিল প্রত্যাশায় বসে থাকি গ্রীষ্ম-বর্ষা-শীতে।
মেয়ে ভালবাসি তোমায়-অনেক ভালবাসি/
রাত দিন এক করে ভেবেছি তোমার কথা/
স্বপ্নগুলা সঙ্গী করে লিখেছি কতনা রঙিন কবিতা..
তবু কেন কাদালে আমাকে??
কেন ভাসিয়ে দিলে কুলহীন কষ্টের সাগরে‼
তবুও নেই অভিযোগ-নেই কোনো অনুযোগ,
আমি যে এক ভালবাসার রাস্তার পরিব্রাজক।
মেয়ে তোমাকে ভালবাসার সুরে কতনা আপন কন্ঠে ডাকি।
আসবে না কভু এই অসীম ভালবাসার তীরে,
আমি যে বসে আছি একা, তোমাকে নিব বলে.
কি মেয়ে আসবে না এই হৃদয়ের ব্যাকুল অনুভূতির তটে?
অপেক্ষেয়মান হয়েও অপেক্ষা করব মেয়ে
অসীম অর্থহীন সেই অপেক্ষা।
অশ্রুসিক্ত আখি তুলে-
তোমার ঐ পথপানে চেয়ে-
আবারও বলতে চাই চিৎকার করে-
''ভালবাসি মেয়ে-তোমায় আমি সীমাহীন ভালবাসি.''
----
শরীর , মন, আর মহাকাল ঐ দিগন্ত জুড়ে আধার নেমেছে -কেমন যেন অসংজ্ঞায়িত এক বাস্তবতা । ইচ্ছেঘুড়ি আজ নেই, কাল ও আসবে না।
খুব মনে পড়ছে তোমার কথা । নতুন কিছু নয় সর্বদায় ভাবি । কখনো হয়ত বেশি কখনো হয়ত কম ।
ঘাসের উপর একবিন্দু শিশির কণা তুমি । সেই শিশির কণা সহসা শুকিয়ে গিয়েছিল।। তবুও স্বপ্ন দিয়ে , ভালবাসা দিয়ে, কল্পনা
দিয়ে এখনও তুমি আজও আমার কাছে সেই সহসা পড়া এক বিন্দু ''শিশির কণা'' ।।।বাস্তবে তুমি নেই । কলঙ্কিত ভাগ্য দুর্লভ পরিহাস এ মাতোয়ারা হয়েছে ,
''সুপ্রসন্নতার'' সুভাস এখন ও যাত্রাপথে । পথের দৈর্ঘ্য আনুমান অতিত । 'হইত' -'নইত' একটি সংশয় , অপেক্ষার কালাজ্বর এ আক্রান্ত মস্তিস্ক ।। অপেক্ষা আজ নিজেই
অপেক্ষেয়মান ।
অনেক রাতে যখন তোমারর ভাবনায় রাত্রি যাপন করি , তখন অজস্র প্রশ্নের উত্তরে আপন সত্তা আমাকেই অকথ্য ভাষায়
গালিগালাজ করে । কেন ভালবাসি তোমাকে আমি ।?। উত্তর আসে আবেগের সহমর্মিতায় অসীম ভালবাসার সখ্যতাই ৷৷
পথের ধূলা গাত্রে লালন করে যখন পিচ ঢালা রাস্তা ধরে অজানা গন্তব্য পানে হেটে চলি তখনও তোমাই ভালবাসি ।
পথের ধারে নয়ত কোন এক শপিং মল এ বসে থেকে যখন মানুষ দেখি তখন ও হাজারো মানুষের ভিরে তোমাকে খুজি । তোমার মুখের অবাস্তব অবয়ব আকি ।
বন্ধুদের আড্ডায় অথবা কোনো এক পার্কের নির্জনতায় বসে থাকি, বাতাসের সাথে একত্মতা প্রকাশ তোমাকে তখন নতুন প্রত্যয়ে
ভালবাসি ।
প্রতি প্রভাতে ঘুম থেকে উঠে তোমাকে ভাবি। নতুন দিনের নতুন স্বপ্নে তোমার মুখ আকি । পবিত্র রঙের ছান্দসিক প্রয়োগে অনুভূতির তুলির বর্ণিল আচড়ে অঙ্কিত সেই
ভালবাসা যা তোমার জন্য লেখা তোমার জন্য আজীবন স্থায়িত্তের খোলসে মোড়া ।
গভীর রাত এ নিদ্রাবিভুরতাই তোমার কল্পে একফোঁটা মূর্ছনা তৈরি হয় তখন একমুঠো আধার এর হাতে যখন দুই মুঠো স্বপ্ন বন্দী করি। একটি স্বপ্ন তোমাকে নতুন
প্রত্যয়ে আর ও বেশি ভালবাসতে পারার স্বপ্ন, অপরটি তোমার মুখে এক চিলতে হাসি সারাটি জীবন দেখতে পারার স্বপ্ন । এমনি করে প্রতি রাতে এই দুটি স্বপ্নের
পুনরাবৃতি ঘটে । অনুচ্চারিত কিছু কল্প মুহূর্তের আবেগে বাস্তবতার স্পর্শে ছন্নছাড়া গল্পে পরিনত হয় । কেননা ''একতরফা'' ভালবাসা, অপূর্ণতা আসবেই। দিগন্তের
আড়ালে আধার ঘুমিয়ে পড়ে , নতুন প্রভাত নতুন প্রত্যয়ে জেগে ওঠে । সেই ছন্নছাড়া গল্পে নতুন অধ্যায় আসে ,।। পদধূলির আস্ফালনে পথের কাব্যে স্বতন্ত্র এমনই কিছু
গল্প রেখে , এগিয়ে চলেছি আমি ।। ধুলার রাজ্যে অমলিন থেকে যায় দুই মুঠো স্বপ্নের সেই ছন্নছাড়া গল্প । তোমাকে ভালবাসার গল্প , তোমাকে ভালবেসে তীব্র আবেগের
গল্প।
অবুঝ হৃদয়ের ভালবাসা ।। জীবনের স্বতন্ত্র গল্পের একটি কথা , ছোট্ট একটি স্বপ্ন , আর একমুঠো রক্তে লিখিত ভালবাসার কাব্য ।
ইতিতে একটি কথা -
*তোমাকে গত কালও ভালবাসতাম, আজ ও ভালবাসি , আগামীকালও ইনশাহ-আল্লাহ ভালবাসব*

এখন ও শুধুই ভালবাসি তোমাকে

কয়েকদিন থেকে আকাশটা মেঘলা । প্রতিদিন বৃষ্টি আসি আসি করে আসেনা । কিন্তু কেন আসে না ? তুমি কি জানো !!

আমি জানি না , তবে মনে হয় তোমার জন্যই আসে না । প্রতিদিনের ন্যায় আজও আকাশটা অনেক মে
ঘলা । মনে হচ্ছে আজ কিছুক্ষনের মধ্যেই তুমুল বেগে বৃষ্টি আসবে । চারদিকে হিম হিম করে বাতাস বইছে । পাখিগুলো আপন নীড়ে ফিরে চলছে । অনেক সুন্দর আবহাওয়া । এই সময় কার না ভাল লাগে বলো ? আমার কাছে অনেক ভাল লাগছে ।

তোমাকে খুব মনে পড়ছে আর তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করছে ।
কিন্তু কি করবো বলো !!
আজ যে তুমি আমার পাশে নেই । তুমি যে দূরে , অনেক দূরে ।
জানি এখন আর তোমার বৃষ্টি ভালো লাগে না । তুমি বৃষ্টিতে ভিজতে চাও না । জানালার পাশ দিয়ে শুধু আনমনে বাইরে তাকিয়ে থাকো ।

আমার কথা কি তোমার একটি বারো মনে পড়ে না !!
তোমার কি মনে পড়ে না সেদিনের বৃষ্টিতে ভেজার কথা , ঐ যে সেদিন যে তুমি বললে দেখোনা বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে,, চলোনা বৃষ্টিতে ভিজি । তারপর দুজনে কত আনন্দে আত্মহারা হয়ে বৃষ্টিতে ভিজলাম । বারবার শুধু তোমার মুখের দিকে চেয়ে থাকতাম । তুমি বলতে পাগলের মতো এমন করে কি দেখছো ? এলোমেলো চুলে তোমার বৃষ্টিভেজা মুখখানা দেখতে যে বড্ড ভাল লাগে । তোমার কি এসব কিছুই মনে পড়ে না !!

জানি এখন এসব তোমার কিছুই মনে পড়ে না । এখন তুমি আর সাতরঙ্গা তুলিতে আমার জলছবি আঁক না ।
তাতে কি বলো !!
বৃষ্টি ভেজা কান্নার মতো আজও আমার হুদয় কাঁদে । কেন জানো ? শুধু তোমায় মনে করে ।
এখন আর তোমার মতো করে কেউ আমার হাত দুটো ধরে বলেনা " চলোনা একটু বৃষ্টিতে ভিজি , একটু গান করি " ।
সত্যি আজ তোমাকে খুব মিস করছি ।

এখন আর বৃষ্টি এলে ভিজি না । একা একা ভিজতে আমার ভাল লাগে না ... কিন্তু কল্পনায় ভিজি । তোমাকে নিয়ে কল্পনায় ভিজতে যে আমার বড্ড ভাল লাগে কারন আমি যে তোমাকে এখনো ভালবাসি....অনেক অনেক ভালবাসি.......

অসম্ভব সুন্দর এবং হৃদয়স্পর্শী একটি প্রেমের গল্প


এক ছেলে এক মেয়েকে খুব ভালোবাসত কিন্তু এক দুর্ঘটনাতে

মেয়েটি মারা যায় !

ছেলেটি খুব কষ্ট পায় সে দিন রাত অবিরাম কেঁদে যায়:’(
অনেকেই তাকে সান্ত্বনা দেয় কিন্তু কেউ তার কান্না থামাতে পারেনা !

এক দিন এক স্বপ্নে সে দেখেতার সেই প্রিয়তমা সম বয়সী অনেক মেয়ের সাথে স্বর্গে আছে সেটা দেখে সে খুশি হয় ;কিন্তু সে এটা দেখে অবাক হয় সবার হাতে একটা জ্বলন্ত মোমবাতি আছে কিন্তু তার প্রিয়তমার হাতে মোমবাতি থাকলেও তা নেভানো…!!

ছেলেটি তাকে বলে তোমার মোমবাতি নেভানো কেন?
মেয়ের উত্তর : আমি যখন ই এটা জ্বালাতে যাই তোমার কান্না এসে এটি ভিজিয়ে দেয় ; প্লীজ আর কেদনা !

আপনার ভালোবাসার মানুষটি প্রতিদিন যে ৫টি কথা শুনতে চায়

 সবাই চায় নিজের ভালোবাসার মানুষটিকে খুশি রাখতে। কিন্তু খুশি রাখতে চাইলেও আমরা অনেকেই জানি না কি ভাবে নিজের ভালোবাসার মানুষকে খুশি রাখতে পারি। আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছ থেকে প্রতিদিন কোন কথা গুলো শুনতে চায় আপনি কি কখনো ভেবেছেন? কি শুনতে সে ভালোবাসে কিংবা কোন কথাটি সে আপনার মুখ থেকে শুনতে চায় তা হয়তো অনেকেই বোঝেন না। ফলে আপনার ভালোবাসার মানুষটিও আশা করে হতাশ হয় আর আপনিও তাকে খুশি করার একটি সুযোগ থেকে বঞ্চিত হন। আপনার ভালোবাসার মানুষটি আপনার মুখ থেকে কোন ৫টি কথা শুনতে চায় আসুন জেনে নেয়া যাক সে সব ষিয়গুলো।

শুভ সকাল
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনার প্রিয়জনকে হাসি মুখে শুভ সকাল বলুন। আপনার প্রিয় মানুষটি আপনার মুখ থেকে শুভ সকাল শুনে মিষ্টি হাসি উপহার দিবে আপনাকে। সেই সঙ্গে সারাদিন তাঁর মন ভালো থাকবে আপনার এই দুই শব্দের এই কথাটির কারণে। তাই প্রিয় মানুষটিকে খুশি করতে প্রতিদিন ঘুম থেকে উঠে সরাসরি অথবা ফোন করে শুভ সকাল বলুন।
আমি তোমাকে অনেক ভালোবাসি
আপনি আপনার ভালোবাসার মানুষটিকে প্রতিদিনই অন্তত একবার করে বলুন ‘আমি তোমকে অনেক ভালোবাসি। এই কথাটি শুনার জন্য সবসময়েই সে অধির আগ্রহে অপেক্ষা করে। আপনি থাকে ভালোবাসার কথা জানালে আনন্দে ভরে উঠবে তাঁর মন এবং মন থেকে সে আপনাকে ভালোবাসবে আরো বেশি। আপনার প্রতি তাঁর আস্থা সৃষ্টি হবে প্রতিদিন একবার অন্তত ভালোবাসার কথা জানালে।
তোমাকে খুব সুন্দর লাগছে
আপনার ভালোবাসার মানুষটি সব সময়েই চায় আপনার চোখে তাকে যেন সুন্দর দেখাক। আর এর জন্য সে অনেক সময় নিয়ে নিজেকে গুছিয়ে রাখে। তাই প্রিয় মানুষটিকে দিনে অন্তত একবার বলুন তাকে সুন্দর দেখাচ্ছে। সৌন্দর্যের প্রশংসা করে খুব সহজেই ভালোবাসার মানুষটিকে খুশি করা যায়। এতে তাঁর আত্মবিশ্বাস বাড়বে এবং নিজেকে আরো আকর্ষনীয় করে তোলার আগ্রহ পাবে। এছাড়াও সম্পর্কের মধুরতা বাড়বে।
তোমাকে সাহায্য করি?
সবাই চায় তাঁর ভালোবাসার মানুষটি সাহায্য করুক তাকে। নারী কিংবা পুরুষ সবাই প্রিয়জনের কাছ থেকে সাহায্য চায়। তাই আপনি আপনার ভালোবাসার মানুষটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। হতে পারে সেটা ছোট কোনো কাজ অথবা বড় কোনো কাজ। আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিলে আপনার ভালোবাসার মানুষটির মন আনন্দে ভরে উঠবে এবং দুজনের সম্পর্ক আরো গভীর হবে।
তোমর রান্না মজা হয়েছে
আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য রান্না করে নিয়ে আসলে খেতে যেমনই হোক প্রশংসা করুন। কারণ কষ্ট করে রান্না করে নিয়ে আসলে প্রশংসা না করলে তাঁর মন খারাপ হয়ে যেতে পারে। তাই খুব সামান্য কিছু রান্না করে নিয়ে আসলেও খেয়ে প্রশংসা করুন। এতে সে আগ্রহ পাবে এবং খুশি হবে।

অসাধারন ১ টি ডিজিটাল ভালবাসার গল্প

Multifarious Globe

দুজন তরুণ-তরুণী একে অপরকে খুব ভালোবাসত। তাদের ভালোবাসা ছিল খুব গভীর। ধরা যাক, তাদের নাম শুভ ও মাধবী।
একদিন শুভ যখন মাধবীর ফেসবুক ওয়ালে লিখল, জানু, আই লাভ ইউ!
তখন তাদের শুভাকাঙ্ক্ষীরা সেই ওয়ালপোস্টে লাইক দিল। লাইকসংখ্যা দেখে মাধবীর সে কী আনন্দ!   অন্যদিকে হিংসুটে সমাজ একটা dislike বাটনের দাবিতে আন্দোলন শুরু করল। এ সুযোগে বিরোধীদলীয় ষড়যন্ত্রকারীরা dislike বাটনের একটা spam link তৈরি করে ফেসবুকময় ছড়িয়ে দিল। আপনারা এখনো তার ভুক্তভোগী।

একদিন মাধবী বলল, ওগো, তুমি আমাকে এত আদর করে ফেসবুকে poke দাও কেন? আমার এত্ত ভালো লাগে! তোমার poke পেয়ে আমি বারবার শিহরিত হই!
শুভ খুশি হয়ে বলল,
আমার ঘরের দরজা খুলে দেখো, টেবিলের ওপরে আমার পিসির মাউস তো শুধু তোমাকে poke দেওয়ার জন্যই! যত দিন আমার মাউস অক্ষত থাকবে, তত দিন তোমায় দিয়ে যাব ভালোবাসার poke; প্রমিজ!

যা-ই হোক, ভালোই চলছিল তাদের প্রেম। সারা দিন ইনবক্স মেসেজিং, দিনে ১০-১২টা ওয়ালপোস্ট, পাঁচটা স্ট্যাটাস, একটা নোট। আহা! একেই তো বলে প্রেম!
শুভর পরিবার মেনে নিলেও হঠাৎ ঝামেলা করলেন মাধবীর বাবা-মা। তাঁরা কিছুতেই এ সম্পর্ক মেনে নিলেন না। তাই বাধ্য হয়ে পালিয়ে তারা বিয়ে করে ফেলল।
তারা একটা গ্রুপ খুলল। closed গ্রুপ। মেম্বার শুধু তারা দুজন। সেখানেই তারা ঘরসংসার শুরু করল। গ্রুপের ওয়ালেই সব সাংসারিক কাজকর্ম, ভালোবাসার আদান-প্রদান সম্পন্ন হতে থাকল। 
একসময় তাদের পরিবারের লোকজন এ খবর জেনে গেল। মাধবীর মা কাঁদতে কাঁদতে বললেন,
হায়রে। আমার পোড়া কপাল। কত ইচ্ছা ছিল মেয়ের বিয়েতে ফেসবুকে একটা event খুলব। কত লোককে invite করব। কিছুই হলো না রেএএএএ!

মাধবীর বাবা রেগে গিয়ে বললেন,
আমি এ বিয়ে মানি না। বিয়ের প্রমাণ কোথায়? বিয়ের একটা রীতিনীতি আছে। সমাজের কাছে আমি মুখ দেখাব কীভাবে? বিয়ে করতে হলে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করতে হয়। সেখানে ছেলেমেয়ে উভয় পক্ষকে confirm করতে হয়। তোমরা তা করোনি।

শুভ বলল,
মাই ডিয়ার ফাদার ইন ল, আমরা তা করেছি! আপনাকে বহু আগে আমরা block করেছি। তাই আপনি দেখেননি।
মাধবীর বাবা আরও রেগে বললেন,
কী, এত বড় স্পর্ধা! কোথায় সেটা? আমাকে দেখাও।
শুভ নিজের প্রোফাইল থেকে তাঁকে হিস্টোরিক্যাল ওই পোস্ট দেখাল। মাধবীর বাবা অবজ্ঞার হাসি হেসে বললেন, ছোহ! ওই পোস্টে মাত্র ১১ জন লাইক দিয়েছে। এত কম লাইকে বিয়ে সম্পন্ন হয় না।
এবার শুভ চিৎকার করে উঠল,
ফাদার ইন ল, আমাদের ফ্রেন্ডলিস্ট গরিব হতে পারে, কিন্তু আমাদের হূদয়ে ভালোবাসা আছে। ভুলে যাবেন না, লাইক দিয়ে ভালোবাসা কেনা যায় না!
মাধবীর বাবা রাগে-ক্ষোভে বললেন,
ছোটলোক ফেসবুকার কোথাকার! জাকারবার্গ আমার বন্ধু। আমি এখনই তোমার নামে রিপোর্ট করব!

এ কথা শুনে মাধবী কেঁদে ফেলল।
না, বাবা, নাআআআ! তুমি আমার নামে রিপোর্ট কোরো। তবু তোমাদের জামাইয়ের ক্ষতি কোরো না। আমার রিলেশনশিপ স্ট্যাটাস তুমি মুছে দিয়ো নাআআআ! তোমার দোহাই লাগে...

মাধবীর বাবা বললেন, ছি! মেয়ে, তোমার এত অধঃপতন! আমি আজই তোমাকে আমাদের ফেসবুক ফ্যামিলির daughter লিস্ট থেকে রিমুভ করব। মাধবীর মা, আমার ল্যাপটপটা নিয়ে এসো।

মাধবীর মা ভয়ে ভয়ে ল্যাপটপ এনে দিলেন। সঙ্গে সঙ্গে মাধবীর বাবা ফেসবুকে লগইন করার জন্য ঝাঁপিয়ে পড়লেন ল্যাপটপের ওপর।
মাধবীর মা বললেন, ওগো, তুমি 
শান্ত হও। তোমার ল্যাপটপের 
শরীর ভালো না। এত অস্থির হলে যদি একেবারে নষ্ট হয়ে যায়!
আর এদিকে শুভ মাধবীর হাত ধরে বলল, চলো মাধবী, আমরা আমাদের ছোট্ট গ্রুপে ফিরে যাই। আভিজাত্যের বড়াই থাকলে ভালোবাসা জন্মায় না। 
তারা ফিরে গেল তাদের ছোট্ট গ্রুপে।
এরপর একদিন দুর্বৃত্তরা মাধবীর বাবার ফেসবুক আইডি হ্যাক করে ফেলল। হ্যাকাররা সেই আইডি ব্যবহার করে নানা অপকর্ম করতে লাগল। এতে মাধবীর বাবার মানসম্মান ধুলোয় মিশে গেল।
কিছুদিন পরে বহু কষ্টে বন্ধু জাকারবার্গের সহায়তায় আইডি পুনরুদ্ধারে সক্ষম হলেন তিনি। 
কিন্তু এরপর থেকে ডেইলি লাইক সংখ্যা কমে গেল। মাধবীর বাবা বুঝতে পারলেন যে এত দিন 
তিনি যা পেয়েছেন তা শুধুই খ্যাতি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাঁর 
খ্যাতি শেষ হয়ে গেছে। 
তিনি কারও ভালোবাসা, শ্রদ্ধা 
পাননি। আসলেই লাইক দিয়ে 
ভালোবাসা কেনা যায় না।
মাধবীর বাবা তাঁর ভুল স্বীকার করলেন। বুকে টেনে নিলেন শুভ ও মাধবীকে। ফ্যামিলি লিস্টে এই দুজনকে অ্যাড করে নিলেন। এরপর তিনি তাঁর বিশাল বিশাল ফেসবুক পেজের adminship দিয়ে দিতে চাইলেন জামাই শুভকে।
তবে শুভ একজন আদর্শ ফেসবুকার। সে জীবনেও মাধবী ছাড়া কোনো নারীকে ফ্রেন্ড রিকোয়স্টে পাঠায়নি। তাই নিজ আদর্শে অবিচল শুভ হাসিমুখে মাধবীর বাবার এ উপহার প্রত্যাখ্যান করল।

তারপর ফাদার ইন ল আর 
মাদার ইন লকে দুখানা 
শ্রদ্ধা-মিশ্রিত fb poke (সালামের আরেক version) দিয়ে বিদায় 
নিল শুভ।

তারপর সুখে-শান্তিতে ছোট্ট 
গ্রুপে ঘরসংসার করতে লাগল শুভ আর মাধবী। মাঝেমধ্যে মায়াবী সন্ধ্যায় সূর্যের বিদায়ক্ষণে গিটার 
হাতে মাধবীর প্রোফাইলে চোখ 
রেখে শুভ গেয়ে ওঠে—

পড়ে না চোখের পলক!
কী তোমার pro pic-এর ঝলক!
দোহাই লাগে pro pic তোমার
একটু hide করো!
আমি মরেই যাব
ডিঅ্যাক্টিভেটেড হব
লগইন করাতে পারবে না কেউ!

অপেক্ষার নাম ভালবাসা


কেউ শখে বলে কেউ আবার সুখে বলে ভালবাসি ।
কেউ আবেগ দিয়ে বিন্দু বিন্দু করে ব্যাক্তিগত সাগর বানায়
কেউ সৈকতের বাতাসে ভালবাসা ছুড়ে দেখে চিত্রটা যথার্থ হল কিনা ।
কেউ আকাশের শেষ তারার মত নিরব হয়ে বুক পকেটে অন্ধকার জমায় ।
কেউ হাত সামনে বাড়িয়ে দিতে হাতের রেখার দিকে বারবার তাকায়
কেউ হাত বুকের ডানদিকে একটু উপরে তুলে ডানে বামে নাড়াচড়া করে ।
কেউ পাঁচ টাকার গোলাপে গুঁজে দেয় পাঁচশ বিশ্বাস ।
কেউ মুঠোফোনে গোলকধাঁধা একে সেন্ড বাটনে টিপ দেয়
কেউ প্রিয় অক্ষরগুলো খামে বন্দি করে আলতো করে ডাকবাক্সে ঢুকায় ।
কেউ লজ্জার মাথা খেয়ে ঠোঁটের খাঁচা খোলে দেয় ।
কেউ পাঞ্জাবী আর লম্বা চুলে কাব্য খুঁজে উদাস
কেউ সত্যকে মিথ্যের কাফনে মোড়ে কবর দেয় ।
কেউ ইমেইল কে ডাকপিয়ন বানিয়ে নীচে লিখে দেয় ইতি তোমার প্রিয় ।
কেউ জানালার রেলিং ধরে বাহিরে অপলক চেয়ে থাকে
কেউ দরজায় দাঁড়িয়ে কলিং বেল না টিপে ফিরে আসে ।
কেউ পাহাড়ের বিপরীতে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিধ্বনির অপেক্ষা করে
কেউ সূর্যের প্রতিফলিত আলো হাতে নিয়ে চুমু খেয়ে আবার আকাশে উড়ায় ।
কেউ অন্য কথার মাঝখানে হঠাৎ করে বলে উঠে ভালবাসি ।

একটি অপূর্ণ ভালবাসার গল্প

একটি অপূর্ণ ভালবাসার গল্পবিশেষ দ্রষ্টব্য : এই সিরিজ পোষ্টটি অনেকেই পড়বেন তা জানি। আমি সব সত্য ঘটনা এবং আসল নাম ব্যবহার করেই
লিখবো। হয়তো যে মেয়েকে আমি ভালবেসেছিলাম তাকে অনেকেই চিনবেন বা আনাদের কারো নিজেদের কেউ হলেও হতে পারে। তবে হ্যা আমি এখানে এমন কিছুই লিখবো না বা মিথ্যা কিচুই মেয়ার করবো না যেটা আপনাদের চোখে খারাপ লাগবে। আর যাদের সাথে হয়তো এই মেয়ের পারিবারিক সম্পর্ক আছে তারা দয়া করে আমাকে বা তাকে নিয়ে খারাপ ধারনা নিবেন না। কারন, প্রেম ভালবাসা মানুষই করে। কারও পরিচিত এর মধ্যে হয়ে কারও অপরিচিত।

বয়স চলছে ২২। ২১ টি ভালবাসা দিবস, ২১টি পহেলা বৈশাখ পার হয়ে গেছে। আরো কত কি যে পার হইছে তা না-ই বা বললাম। নিজের মনের মধ্যে এই ২২ বছরে অনেক কিছুরই পূর্নতা আসছে। কিন্তু অপূর্ণতাও আছে তার চাইতে অনেক বেশি। আসলে আমি আমার বন্ধ সার্কেলের মধ্যে অনেকটা আলাদা প্রকৃতির ছিলাম। এখন অবশ্যই নিজের মাঝে অনেক পরিবর্তন আনতে বাধ্য হইছে সময়ের প্রয়োজনেই। আলাদা প্রকৃতির হবার কারনে অনেকের অনেক কটু কথাও হজম করতে হয়েছে। বন্ধুরা একের পর এক প্রেম করে আর ছ্যাকা দেয়/খায় । আমি মোটামুটি মজাই নিতাম ওদের সেইসব কার্যকলাপ থেকে। কিন্তু প্রকাশ করতাম না যে, আমি যে ভরা যৌবন উতলায় পড়তেছে। আমারো যে, দরকার প্রেম-ভালবাসা করার দরকার। কিন্তু, আমি মেয়েদের প্রতি একদমই ইন্টারেষ্টেড ছিলাম না। এমনটা কেন ছিলাম জানি না।
তবে হ্যা, আমার একটি ভ্রমন পিপাসু মন আছে। যেকোন জায়গায় দূরে হোক আর কাছে আমার যাওয়া চাই। প্রতি বছরের ন্যায় গত বছর(২০১০) এর বন্ধুরা মিলে ঠিক করলাম সিলেট ট্যুর এর। যেই কথা সেই কাজ। রওনা দিলাম সবাই মিলে, নানান ঝড় ঝাপটা উপেক্ষা করে শেষে পৌছাইলাম সিলেট এ। ৫ দিনের সফর অনেক আনন্দের সাখে শেষ করে ফিরলাম রংপুর(আমার বাড়ি)। পুরো একদিন বিশ্রাম নেয়ার পর যথারীতি আমার কার্যক্রম শুরু করলাম। পিসিতে বসলাম, ফেইসবুক অন করে সবার সাথে অনেক মজা করলাম, ট্যুরের অনেক ছবি আপলোড করলাম। এভাবেই কেটে যাচ্ছিল আমার স্বাভাবিক জীবনযাপন। তবে কে জানতো যে, এরই মাঝে আমার না চাওয়া ভালবাসা আমার সাথে দেখা করবে অপ্রত্যাশিত ভাবে ….
শুরু যেখানে ..
আমি কতটা ইন্টারনেট এবং ফেইসবুক আসক্ত তা লিখে বুঝাতে পারবো না। প্রতি দিনের মত ঠিক সেদিনও(তারিখ মানে নাই) ফেইসবুক ওপেন রেখে কাজ করচিলাম। সময়টা মে বি বিকেল ৪.৩০ মিনিট হবে। হঠাত একটি মেয়ে আমাকে ফেইসবুকে নক করে। যদিও আমি ফেসবুকে আগে থেকেই মেয়েদের সাথে তেমন একটা ইন্টারেক্ট করতাম না। স্বাভাবিকভাবে এই মেয়েকেও ইন্টারেক্ট করি নাই। কিন্তু সেই মেয়ে আমার সাখে অনবরত কথা বলতেছিল। বাধ্য হয়ে আমি কাজ অফ করে বলতেছিলাম। কথা বার্তার এক পর্যায়ে জানতে পারলাম সে আমার শহরের্ই(রংপুর) মেয়ে। এবং আমারে থেকে কিছু দূরেই থাকে। কিন্তু কোথায় থাকে তা জানতে চাইলে বলে নাই। আসলে মেয়েরা স্বভাবতই এমন। কিছু বলতে চায় না সহজে। যাকগে, এভাবে প্রায় প্রতিদিনই কথা হত। এমন মোটামুটি একটা ভাল সম্পর্ক তৈরী হল।
কিছু দিন পর জানতে পারলাম ঐ মেয়ে আমার বেষ্ট ফ্রেন্ড এর ভাগনি হয়। বলে রাখা ভাল আমার বেষ্ট ফ্রেন্ড আমার চাইতে বয়সে অনেক সিনিয়র মেয়ে এবং তিনি ঢাকায় থাকেন, তার সম্পর্কে বিস্তারিত বলাটা এখানে সম্ভব না। তাতে কি, বন্ধুত্ব তো বয়স বা ছেলে-মেয়ে মানে না। আমার এই বেষ্ট ফ্রেন্ড এমন একজন মানুষ যে কি না আমার লাইফের অনেক গুরুপ্তপূর্ণ একটি মানুষ। এভাবে আরো অনেক কিছুই জানলাম সেই মেয়ের ব্যাপারে, যেমন: কি করে, ফ্যামিলিতে কে কে আছে ইত্যাদি। রীতিমত কথা হত আমাদের। ও আমাকে আপনি বলে সম্বোধন করতো আমি তুমি করে। সময় গড়ানোর সাথে সাথে ওর সাথে আমার ভালই বন্ধুত্ব হয়েছিল। আমি কখনও ভাবতে পারি নাই যে, দ্বিতীয় কোন মেয়ের সাথে আমার এতটা ভাল বন্ধুত্ব হবে।
আরো সময় গড়ানোর সাথে সাথে আমার মনে কেমন যেন একটা অস্বাভাবিকত্ব কাজ করতে শুরু করলো। ওর সাথে কথা না বলতে পারলে আমার রাতের ঘুমটাও হারাম হয়ে যেত। আসলে তখনও বুঝতে পারি নাই যে, আমি ওকে ভালবেসে ফেলছি। কি করবো বুঝতে পারতাম না। শুধু ওকে নিয়েই ভাবতাম সারাক্ষন। আসলেই যে এসব ভালবাসার সিমটম তা বুঝলাম কযেক মাস পড়েই। একের পর এক প্রতিদিন আমাদের কথা হত ফেসবুকে, ইয়াহু মেসেন্জারে। বেশির ভাগ দিন গেছে রাত ২টা-৩টা পর্যন্ত চ্যাটিং করছি। আসলে শুধু যে ওর সাখেই কথা বলতাম তা নয়। ওর রংপুরস্থ খালা যে কি না ওদের সাথেই থাকতো উনার সাথেও কথা হত।
এভাবে প্রায় তিন-চার মাস পার হল। কোন কিছুই যে আর আমার ভাল লাগতেছিল না। ওর সাথে এর আগে দেখাও হয় নাই। দেখা হবার ঘটনাতো আরো পরে আসছে। ভাবতে লাগলাম ওর সাথে দেখা করলে কেমন হয়। কিন্ত না পরে ডিসিশন পরিবর্তন করলাম। এভাবে দেখা করা আমাদের জন্যও খারাপ হতে পারে। তাই চুপ মেরে গেলাম। শুধু ভেবেই চলছি ওর কথা।
হঠাত একদিন, ওর ফেইসবুক প্রোফাইল এর ছবি পরিবর্তন দেখলাম। ব্যাপারটি প্রথমে এতটা গভীরভাবে দেখি নাই প্রথমে। কিন্তু ২/১ দিন পরেই বুঝতে পারলাম আমার কাম ফিনিস করছে এই ছবি। এইবার বুঝতে পারলাম তবে হ্যা, প্রেম আমাকে পেয়ে বসেছে ভাল ভাবেই। ওর সেই ছবির চাহনি দেখলে যে কেউ !! আমি না হয়েও পাড়লাম না। তখন আসলেই এই কথাটির স্বার্থকতা বুঝলাম যে, “নারীরা আসলেই অনেক মায়াবী হয়”।

নিষিদ্ধ ভালবাসা

ভুমিকা

প্রেম মানুষের জীবনে বলে আসেনা। এই গল্পের প্রধান চরিত্র একটি ছেলে, যে প্রান দিয়ে ভালবাসত তার প্রেমিকাকে। তাদের ভালবাসা ছিল, পৃথিবীর দুই মেরুর মতন, একজন উত্তর মেরু আর একজন দক্ষিণ মেরু। দু’জনের মাঝের টান ছিল এতটাই প্রবল, যেন চুম্বকের অদৃশ্য আকর্ষণ। দু’জনার ভালবাসায় কোন ফাঁকি ছিল না, কোন প্রতারণা ছিল না, একে অপরকে নিজেদের প্রানের চেয়ে বেশি ভালবাসত। যেমন দুই মেরু একত্র হতে পারেনা এই পৃথিবীর জন্য, সেই রকম এই দু’জনার ভালবাসার মাঝে আসে কঠিন পৃথিবীর ন্যায় অন্যায়। সেই রকম এক গল্প এই ছেলেটার, যে আপনাদের সামনে নিজের জীবনের কিছু ঝরা পাতা খুলে নিয়ে এসেছে, আপনাদের শোনাতে।

আমন্ত্রন
সন ২০০০, নভেম্বর মাসের শেষের দিকে, আমি তখন কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। এই পৃথিবীর বুকে আমার বাইশটা বসন্ত কেটে গেছে। বাবা মায়ের এক মাত্র ছেলে আমি, অভিমন্যু তালুকদার। কলকাতায় শীত এমনিতে একটু দেরি করেই আসে। শীতের সকাল, চারদিকে একটু কুয়াশা আর ঘাসের আগায় শিশির বিন্দু মন টাকে কেমন ভাললাগা ভালবাসায় ভরিয়ে দেয়। দিন টা ছিল রবিবার, হাতে কোন বিশেষ কাজ ছিল না তাই বসার ঘরে বসে খবরের কাগজের পাতা উলটাচ্ছিলাম এক কাপ চা নিয়ে। আমাদের বাড়ি দু’তলা, নিচের তলায় ভাড়াটে আর দোতলাটা আমাদের। মা রান্না ঘরে রান্না করছিল আর বাবা প্রত্যেক দিনের মতন বাজারে গিয়েছিলেন। এমন সময় কলিংবেল বেজে উঠলো।
মা রান্না ঘর থেকে ডাক দিয়ে বলল “অভি একবার নিচে গিয়ে দেখত কে এলো? হয়তো খবরের কাগজ ওয়ালা টাকা নিতে এসেছে।”
নিচে নেমে দরজা খুলতেই দেখি সামনে একজন মধ্য বয়স্ক ভদ্রলোক এবং একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে।
আমি ভদ্রলোককে জিজ্ঞেস করাতে উত্তর দিলেন যে আমার মা বাড়িতে আছেন কি না? আমি মাথা নেড়ে জানিয়ে দেই যে মা বাড়িতে আছেন। বসার ঘরে বসার সময় ভদ্রলোক নিজের পরিচয় দিলেন যে তিনি আমার এক দুর সম্পর্কের মামা হন, সাথে তার স্ত্রী।
মা বসার ঘরে ঢুকেই চমকে গেল “কিরে শশাঙ্খ কি খবর? কত দিন পরে দেখা, আর এটা তোর বউ, মেঘনা? ভালো ভালো। এত দিন পরে মনে পড়লো আমাদের কথা?”
মা আমাকে পরিচয় করিয়ে দিল, শশাঙ্খ আমার দুর সম্পর্কের মামা। তাদের বাড়ি বসিরহাট অঞ্চলে, কোলকাতা থেকে দুরে, গ্রামে। শশাঙ্খরা তিন ভাই, তিন বোন। ছোটো ভাই সুব্রতর বিয়ে, তাই নেমন্তন্ন করতে এসেছে। সব থেকে ছোটো বোন এখন অবিবাহিতা আর ভাইয়ের বিয়ের পরে ছোটো বোনের জন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে।
আমার মা স্কুল টিচার, মায়ের স্কুল আর তাদের বাড়ি কাছাকাছি। মা যখন নতুন নতুন স্কুলে পড়াতে শুরু করে, তখন বেশ কয়েক বছর মা তাদের বাড়িতে ছিলেন। সেই সব অনেক পুরানো কথা। কথায় কথায় আর জানতে পারলাম যে, আমার জন্মের বছর দু’এক আগে, আমার মায়ের দুর সম্পর্কের মাসি, শশাঙ্খর মা, তার কনিষ্ঠ সন্তানের জন্ম দেন। শশাঙ্খের ছোটো বোন, শুচিস্মিতা। বাড়ির সবার ছোটো বলে শুচিস্মিতা সবার আদরের।
আমার জন্ম হয়েছিল মায়ের মাসির বাড়িতে, কিন্তু আমার যখন ***** বছর বয়স তখন আমরা কলকাতায় চলে আসি, তাই আমার সেই ছেলেবেলার কোন কথা মনে নেই।
মা আমাকে গল্প বলত, কি ভাবে শুচিস্মিতা আমাকে নিয়ে ঘুরে বেড়াত আমের বাগানে, পুকুর ধারে। খেলত আমার সাথে। ওর চেয়ে আমিই ছোটো ছিলাম তাই আমাকে নিয়েই ওর খেলা চলত। কিন্তু আমার সেই সব ছোটো বেলার কথা কিছুই মনে ছিল না। আমি অবাক হয়ে শুনছিলাম ওদের গল্প।
গ্রামে সবার অনেক বড় বড় সংসার হয়ে থাকে, শশাঙ্খদের ও বড় সংসার, সবাই একসাথে থাকে একান্নবর্তি পরিবার। শশাঙ্খর একটি পুত্র সন্তান আছে, স্কুলে পড়ে।
মা জানিয়ে দিলেন যে সুব্রতর বিয়েতে আমরা যাবো, আমন্ত্রন রক্ষা করতে। আমার জেনে বেশ ভালো লাগলো যে অনেক অনেক দিন পরে কোন আত্মিয়ের বিয়েতে যাবো। আমি জীবনের বেশির ভাগ সময় বাংলার বাইরে কাটিয়েছি। পড়াশুনা বাইরে, শুধু কলেজ করতে তিন বছর কলকাতায়। তাই বিয়েতে যাবো শুনে বেশ আনন্দিত হয়ে উঠলাম। তার সাথে সাথে মনের কোণে উঁকি মারল এক বার শুচিস্মিতার সাথে দেখা করার। কে সেই কন্যে যার সাথে আমি ছোটো বেলায় অনেক খেলেছি? মনের ভেতরে এক আকুল ইচ্ছে জেগে ওঠে শুচিস্মিতাকে দেখার।
প্রথম দেখা
সুব্রতর বিয়ে, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। বিয়ের দিন সকাল বেলা, বেশ ঠাণ্ডা ঠাণ্ডা ভাব, সোনালী রদ্দুর মাখা সকাল বেলায় আমরা বেড়িয়ে পড়েছিলাম মায়ের মাসির বাড়ি যাবার জন্য। দমদম থেকে বসিরহাট অনেক দুর, বাস কিছুক্ষণ পরে শহর ছাড়িয়ে ধান ক্ষেতের মাঝখান থেকে দৌড়তে শুরু করে। জানালার ধারে বসে আমি সেই ছেলেবেলার ধুয়ে যাওয়া কথা স্মরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। শুচিস্মিতা, নাম শুনে যেন মনের কোণে উঁকি মেরে ছিল এক ভাললাগার ভাষা। কেমন দেখতে মেয়েটা, যে আমার সাথে ছোটো বেলায় খেলত, আম কুড়াত আম বাগানে, পুকুর পাড়ে আমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াত। শীতের সময়ে আমাকে বুকে চেপে ধরে ঠাণ্ডা দুরে সরিয়ে রাখত। আমি হারিয়ে গেছিলাম আমার পুরানো স্মৃতি রোমন্থনে, কিন্তু বিশেষ কিছু মনে পড়ে না আমার।
এমন সময় মা ডাক দিলেন “বসিরহাট কাছাকাছি আসছে, এর পরের স্টপে আমাদের নামতে হবে।” বসিরহাটের দু’টো স্টপ আগেই আমরা নেমে পড়লাম, মা জানালেন যে মায়ের মাসির বাড়ি বাস রাস্তা থেকে মাইল তিনেক দুরে, আমাদের হেঁটে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে রিক্সা পাওয়া যায় না?
তার উত্তরে বাবা বেশ গম্ভির গলায় জানিয়ে দিলেন “ব্যাটা, গ্রামে এসেছিস, গ্রামের হাওয়া বাতাস অনেক শুদ্ধ, বুক ভরে নিঃশ্বাস নিয়ে নে। এই হাওয়া তো আর দমদমে পাবি না।”
পিতৃ বাক্য, কে বা খণ্ডন করিতে পারে। তাই মাথা নাড়িয়ে সম্মতি জানাই ঠিক আছে পায়ে হেঁটে না হয় যাবো।
অনেক খানি হাঁটার পরে আমরা মায়ের মাসির বাড়ি পৌঁছলাম। বাড়িটা সত্যি বেশ বড়, পুরানো আমলের গ্রামের বাড়ি। মায়ের মামা অনেক জমিজমা ছিল, বেশ বড় চাষি ছিলেন। অনেক আগে তিনি দেহ রক্ষা করেছেন। তিনি চলে যাবার পরে, শশাঙ্খর দাদা, সুমন্ত বাড়ির হাল ধরেন এবং বাকিদের মানুষ করেন। নিজে আর পড়াশুনা করতে পারেননি, কিন্তু বাকি সবার পড়াশুনা চালিয়ে গেছেন। তিনি এখন চাষবাস দেখেন। বিয়ের বাড়ি চারদিকে লোকে লোকারণ্য, সানাই বেজে চলেছে, মানুষের কোলাহল, চেঁচামেচি তারাহুর যেন সবার লেগে আছে। আমি একদম নতুন এই রকম পরিবেশে, এই প্রথম কোন আত্মিয়ের বিয়ে বাড়িতে গেছিলাম আমি। সবাই আমার অচেনা অজানা। মা আমার সাথে পরিচয় করিয়ে দিলেন পরিবারের বাকিদের সাথে। আমার মন পরে ছিল শুচিস্মিতা কে দেখার জন্য। জিজ্ঞেস করতে দ্বিধা বোধ করছিলাম, কি করে জিজ্ঞেস করি যে শুচিস্মিতা কোথায়? লোকে কি ভাববে। অবশেষে মা মেঘনা মামি কে জিজ্ঞেস করলেন যে শুচিস্মিতা কোথায়। আমার তো নাম টা শুনেই মন চঞ্চল হয়ে উঠল। মেঘনা মামি উত্তর দিলেন যে যেহেতু শুচিস্মিতা বাড়ির সবার ছোটো তাই হবে হয়ত বন্ধু বান্ধবীদের সাথে কোথাও গল্প করছে বা দুষ্টুমি করে বেড়াচ্ছে। ঠিক সেই সময় এক দল মেয়ে আমাদের পাশ দিয়ে যাচ্ছিল।
মেঘনা মামি ওদের মধ্যে একটা মেয়েকে ডেকে বললেন “পরী এদিকে আয়, দেখ উলুপি দি এসেছে।”
ঐ দলের মধ্যে থেকে একটি মেয়ে এসে মায়ের পায়ে হাত দিয়ে প্রনাম করল, আমি ভাবলাম তার মানে এটাই শুচিস্মিতা।
মা মেয়েটির চিবুকে হাত দিয়ে মাথায় একটি ছোটো চুমু খেয়ে আশীর্বাদ করে বললেন “তুই তো অনেক বড় হয়ে গেছিস রে।” মেয়েটি মাকে দুহাতে জড়িয়ে ধরল।
আমি আড় চোখে শুচিস্মিতার দিকে তাকিয়ে থাকলাম, উপচে পড়া যৌবন সুধা পান করতে থাকলাম। মেয়েটি বেশ ভালো দেখতে, মাঝারি গড়ন, বেশি পাতলা নয় বেশ গোলগাল দেখতে। গায়ের রঙ যেন মাখনের মতন ফর্সা আর ত্বক মাখনের মতন মসৃণ। মাথার চুল বেশ ঘন কালো, লম্বা মনে হল, ঘাড়ের কাছে একটা খোঁপায় বাঁধা তাতে আবার জুঁই ফুল গাঁথা। পরনে ঝলমলে হাল্কা গোলাপি রঙের হাতকাটা সালোয়ার কামিজ। সকালের সূর্যের রদ্দুর যেন পিছলে পড়ছে হাতের ত্বকের ওপরে। মুখাবয়াব ডিম্বআকৃতি, হাসলে দুই গালে টোল পরে তাতে হাসিটা আর বেশি মিষ্টি দেখায়। বাঁকা কাজল আঁকা ভুরু দুটি যেন কালো চাবুক, চোখ দুটি বেশ বড় আর দুষ্টুমিতে ভরা, টিকালো নাক। গলায় একটি পাতলা সোনার চেন ঝিকিমিকি করছে, সাথে একটি সোনার লকেট। কানে সোনার দুলে দুটি মুক্ত বসান। মাথা নাড়িয়ে হাসার ফলে কানের দুল দুটি বেশ নড়ে চড়ে উঠছে সাথে আমার বুকের ভেতরটা হেলেদুলে উঠছে।
আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে মাকে জিজ্ঞেস করে “এটা নিশ্চয় তোমার পুত্র, অভিমন্যু?”
মা উত্তর দিলেন “হ্যাঁ, তোর মনে আছে, ছোটো বেলায় কত খেলতিস তোরা। তুই যেখানে জেতিস সাথে ওকে নিয়ে জেতিস?”
আমার দিকে একটা মিচকি হেসে বলে “বাঃ বা, অনেক বড় হয়ে গেছে তো।” আমি তো থ হয়ে ছিলাম এতক্ষণ ওর রূপ দেখে, গলার স্বর শুনে সম্বিৎ ফিরে পেয়ে একটু হেসে দেই ওর দিকে।
মায়ের দিকে ফিরে বলল “উলুপিদি আমি পরে তোমার সাথে কথা বলব, আমার না অনেক কাজ।” তারপরে আমার দিকে তাকিয়ে বলল “তুমি আমাকে পরী ডাকতে পারো, সবাই আমাকে তাই ডাকে।”
মেঘনা মামি ওর দিকে তাকিয়ে বললেন “তোর তো কোন কাজ নেই শুধু আড্ডা মারা ছাড়া”
কথা শুনে মেঘনা মামিকে জড়িয়ে ধরে পরী বলল “আরে বউদি, এটা তো আমাদের মজা করার সময়।” বলেই বাকি সব বান্ধবীদের সাথে হারিয়ে গেল ভিড়ের মধ্যে। আমার নাকে লেগে রইল শুধু জুঁই ফুলের গন্ধ। আমি তো পাগল প্রায়।
মা এবং মামি কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে ভিড়ের সাথে মিশে গেলেন। আমি কি করি, কাউকে তো চিনিনা। এমনিতে আমি একটু মুখ চোরা স্বভাবের ছেলে ছিলাম, লোকের সাথে মিশতে আমার সময় লাগতো। বাড়ির বিশেষ কাউকে চিনিনা জানিনা তাই এক কাপ কফি নিয়ে ছাদে উঠে গেলাম।
ছাদে উঠে কফি কাপে চুমুক দিতে দিতে এদিক ওদিক দেখতে থাকলাম, গ্রামের সৌন্দর্য। দেখতে দেখতে এক কোনায় দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই দেখি সেই মেয়েদের দল, বাড়ির উঠানে দাঁড়িয়ে গল্প করছে। অত গুলো মেয়েদের মাঝে পরী কে যেন ঠিক একটা রাজরানির মতন দেখতে লাগছিল। যেন কোন রাজকন্যে সখি পরিবেষ্টিত হয়ে কেলি করছে। আমি ওপর থেকে দাঁড়িয়ে আবার পরীর রূপের চমকে হারিয়ে গেলাম। দৃষ্টি যেন নড়েনা দুই সুগোল বক্ষ থেকে। চেপে বসা কামিজ বুকের অবয়াবের ছবি জানান দেয়, পাতলা হয়ে আসা কোমর তার পরেই নিটোল নিতম্ব। মনের ভেতরে যেন ছ্যাঁক করে উঠলো। পাপী মন, যাবে কোথায়, মেয়ে দেখলে হল আর কি। আপন মনে হেসে ফেলি, একি আমি কি আমার দুর সম্পর্কের আত্মীয়া, মায়ের দুর সম্পর্কের বোনের দিকে ঝুঁকে যাচ্ছি?
কিছু পরে মেয়েদের দলটা বাড়ির উঠান থেকে ভেতরে হারিয়ে যায়। সারাটা বিকেল কিছুই করার নেই। আমি একা একা ঘুরে বেড়াতে থাকি ছাদে।
সৌন্দর্যের সম্মোহন
নিঃসঙ্গ একা একা ছাদের ওপরে আমি ঘুরে বেড়াতে থাকলাম। বারে বারে চোখের সামনে ভেসে ওঠে পরীর বিমুগ্ধ সৌন্দর্য। মনে হল যেন প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গেছি। হটাৎ করে মনের এক কোণে ভয় ঢোকে, যদি পরী আমার সাথে কথা না বলে? তারপরে ভাবলাম, কেন কথা বলবে না, আমি তো এক দুর সম্পর্কের আত্মীয় হই। শীত কালের রাঙ্গা সূর্য পশ্চিম আকাশের কোলে ঢলে পড়েছে। বিয়ে বাড়ি আলোয় আলোকিত, চারদিকে মানুষের ভিড়, সবাই সেজেগুজে বরযাত্রী যাবার জন্য তৈরি। সবাই যেন নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য উন্মুখ। নিচে নেমে জানতে পারলাম যে, কনের বাড়ি অনেক দুর, রাণাঘাট নামে একটি জায়গা। বসিরহাট থেকে প্রায় ঘন্টা চারেকের পথ। বিয়ের লগ্ন সেই মধ্যরাত্রে। বাঙালি বাড়ির বিয়ে বলে কথা আর আমি নিজে বাংলার বাইরে কাটালে কি হবে, আমি ধুতি পাঞ্জাবী পড়তে ভালবাসতাম খুব। তাই সেদিন আমি ঘিয়ে রঙের তসরের পাঞ্জাবী আর ঘিয়ে রঙের ধাক্কা পাড়ের ধুতি পড়েছিলাম। সুব্রত ছাড়া আর কেউ ধুতি পরেনি তাই নিজেকে কেমন যেন বেমানান লাগছিল, সবাই তাকিয়ে দেখছিল আমাকে। আমি একটু অসস্থিতে পড়ে গেছিলাম। অত লোকের মাঝে আমি বড় একা বোধ করছিলাম, বিশেষ কাউকে চিনতাম না তাই, গল্প করার লোক খুঁজে পাইনি। একদিকে দাঁড়িয়ে শুধু পরীর কথাই বারবার মনের মধ্যে ঘুরেফিরে চক্কর দিচ্ছিল।
এমন সময়, পেছন থেকে কেউ আমার হাতা ধরে টান মারে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি একটি বাচ্চা ছেলে আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে।
আমি ছেলেটাকে জিজ্ঞেস করি “কি হয়েছে?”
ছেলেটার মুখের দুষ্টুমির হাসি আমাকে উত্তর দিল “আমি দুষ্টু, আমার নাম দুষ্টু আমি তোমার শশাঙ্ক মামার ছেলে।”
আমি হেসে দুষ্টুর চুলে বিলি কেটে দিয়ে বললাম “বাঃ বেশ তো। কি ব্যাপার ডাকছ কেন?”
—“আমার ছোটো পিপি পরী, তোমাকে উঠানে ডাকছে।”
আমি জিজ্ঞেস করি “কেন?”
সরল মুখে শয়তানির হাসি হেসে উত্তর দেয় দুষ্টু “আমি কি জানি, নিজে গিয়ে জিজ্ঞেস করে নাও।” বলেই দৌড়ে পালিয়ে গেল।
আমি তো আহ্লাদে আটখানা, মনের ভেতরে ময়ুর পেখম তুলে নাচতে শুরু করে দিয়েছে, এক দেখায় যাকে ভালবেসে ফেলেছি সে ডাকছে আমাকে। প্রবল উত্তেজনায় ডিসেম্বরের ঠাণ্ডার মধ্যে কপালে ঘাম দিতে শুরু করে দিয়েছে। উঠানে নেমে দেখলাম যে পরী আরও অন্য অনেক মহিলার সাথে দাঁড়িয়ে গল্প করছে, সাথে আমার মা আছেন। বুকের মধ্যে ভাললাগার বেলুনটা হটাৎ করে চুপসে গেলো। ক্ষণিকের জন্য মনমরা হয়ে পড়লাম।
আমায় দেখে মা কাছে ডাক দিয়ে বললেন “কি রে, সাড়া দিন কোথায় ছিলিস তুই?”
পরী মায়ের দেখাদেখি হেসে আমায় জিজ্ঞেস করল “হ্যাঁ অভিমান্যু, কোথায় ছিলে সারাদিন? দেখা পাইনি তোমার।”
আমি তো মুখ ফস্কে প্রায় বলে ফেলেছিলাম যে, তোমার কথা ভাবছিলাম সারাদিন, কখন একটু দর্শন দেবে।
মা জানিয়ে দিলেন যে বরযাত্রীর বাস সন্ধ্যে ছ’টায় ছাড়বে, আমি যেখানে থাকি না কেন আমি যেন সময় মতন বাসে চেপে যাই।
মায়ের কথা শুনে পরী আমার পাশে এসে আমার হাত ধরে মাকে আশ্বাস দিয়ে বলল “চিন্তা করোনা উলুপিদি, ছোটো বেলায় যেমন চোখে চোখে রাখতাম, ঠিক সেই রকম করে রাখব।”
আমি পরীর দিকে তাকিয়ে দেখি, সুন্দরী কি সুন্দর করে সেজেছে। পরনে কালো সিল্কের সাড়ী, তাতে সোনালী সুতোর কাজ। চুলে খোঁপা, কানে সোনার দুল ঝলমল করছে। আমার মনে হল যেন, স্বর্গের কোন অপ্সরা মর্ত্যে নেমে এসেছে। হাতের ছোঁয়া পাওয়া মাত্রই আমার রোমকূপ গুলো খাড়া হয়ে গেল। নাকে সেই জুঁই ফুলে সুবাস লাগতেই মন আকুল হয়ে উঠলো। পাশে দাঁড়িয়ে পরী, আমার চেয়ে ইঞ্ছি চারেক ছোটো হবে, আমার কাঁধের কাছে মাথা। মুখ পানে চেয়ে দেখি, রূপ যেন ফেটে পড়ছে। টিকালো নাক, বাঁকা ভুরু, কাজলে আঁকা দু’নয়ন, গোলাপের পাপড়ির মতন নরম ঠোঁট দুটি। মনে হচ্ছিল যেন এখুনি জড়িয়ে ধরি। আমার হাঁ করা মুখের দিকে চেয়ে আমায় বলল ওর পাশে হাঁটতে।
উঠানে ওপর দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম, আমার বাঁ পাশে পরী। আমার তো কথা বন্দ, সুন্দরী এক নারী আমার পাশে হাঁটছে এই ভেবে, চেয়েও যেটা বেশি সেটা হচ্ছে যে আমি তো ওর রূপের জালে জড়িয়ে প্রেমে পড়ে গেছি।
পরী আমায় জিজ্ঞেস করল “তোমার ছোটো বেলার কথা কিছু মনে নেই?”
নির্বাক আমি, মাথা নাড়িয়ে জানিয়ে দিলাম “না”।
পরী কথা বলে চলেছে, আমি চুপ করে শুনে চলেছি “তুমি নাকি পড়াশুনায় অনেক ভালো?”
বাধ্য ছেলের মতন মাথা নাড়া দেই আবার “হ্যাঁ”
আমার দিকে তাকিয়ে হেসে বলল “তোমাকে এই ধুতি পাঞ্জাবীতে দারুন দেখাচ্ছে। সব সময় পড় এইরকম ড্রেস?”
আমার কানে তো পরীর মিঠে আওয়াজ ভ্রমরের গুঞ্জনের মতন লাগছিল, আমি কথা কি বলব শুধু শুনে যাচ্ছিলাম।
“আমি বি.এস.সি পড়েছি, ফিসিক্স নিয়ে। তুমিও তো এক স্ট্রিমে তাই না।”
মাথা নাড়িয়ে উত্তর দেই “হ্যাঁ”
হটাৎ করে পরীর গলার স্বর একটু ভারী হয়ে আসে “আমি আর পড়তে চাই, এম.এস.সি। কিন্তু আমার বাড়ির লোক আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। উলুপিদি কে দাকার আইডিয়া আমার ছিল। উলুপিদি পড়াশুনা করে স্কুল টিচার হয়েছেন, আমাদের স্কুলে পড়াতেন উলুপিদি। আমিও উলুপিদির মতন পড়াশুনা করে স্কুল টিচার হব। আমি জানি উলুপিদি বললে আমার মা না করবে না।”
পরী হাঁটছে আমার পাশে আমার হাত ধরে, কোমল আঙ্গুলের পরশে শরীরে শিহরণ খেলে বেড়াচ্ছে মাঝে মাঝে। কখন কখন আমার আঙ্গুল গুলো ওর নরম আঙুলের সাথে ছুঁয়ে যাচ্ছে। আলতো ছোঁয়ায় আমার শিরদাঁড়ায় মাঝে মাঝে এক বিদ্যুৎ তরঙ্গ নেচে চলে যাচ্ছে। ওর দিকে মুখ ঘুরিয়ে তাকাতেই আমার চোখ আটকে গেল উদ্ধত বুকের ওপরে, শারীর আঁচলের নিচে ঢাকা কোমল বক্ষ, বক্ষ মাঝে গভীর খাঁজ, উফফ সেই গভীর খাঁজ দেখে মাথা ঠিক রাখা দায়।
পরী থামেনি, কথা বলেই চলেছে “আমি তোমার মাকে, সব জানিয়েছি আর উলুপিদি বলেছেন যে সময় মতন আমার মায়ের সাথে কথা বলবেন। আমি জানি আমার মা, উলুপিদির কথা অমান্য করবে না। আমি শুনেছি যে উলুপিদি নাকি আমাকে ছোটো বেলায় নিজের মেয়ের মতন ভালবাসত, আর আমার মা উলুপিদির কথা শুনত। জানিনা এর মাঝে কি হয়েছে, কেন এতদিন ধরে আমাদের বাড়ির কেউ উলুপিদির খোঁজ নেয়নি। কিছু দিন আগে যখন মা উলুপিদির কথা বলেছিল তার সাথে বলেছিল যে তোমার মাকে খুব মিস করে আমার মা। আমি জানি তোমার মা যদি আমার মাকে কিছু বলে তাহলে আমার মা সেটা অমান্য করবে না।” তারপরে আমার দিকে তাকিয়ে বলে “কি অভিমন্যু, আমার মা আমাকে পড়তে দেবে? বল না।”
এতক্ষণ ধরে পরীর কথা শুনছিলাম ঠিক তবে মনটা অন্য কিছুতে পরেছিল। আমি আকাশের দিকে তাকিয়ে বুক ভরে একটা নিঃশ্বাস নেই, ভাবতে থাকি কি উত্তর দেব।
আমার কাছে কোন উত্তর না পেয়ে আমার দিকে তাকিয়ে একটু রেগে যায় পরী “সেই তখন থেকে শুধু আমি কতাহ বলে যাচ্ছি, তুমি কি বোবা, কথা বলতে জাননা? শুধু তখন থেকে গাধার মতন মাথা নাড়িয়ে চলেছ। কিছু তো হ্যাঁ কিংবা না, উত্তর তো দেবে নাকি?”
বলে ফেলি যা হবার হবে, বুকের মাঝে রক্ত চঞ্চল হয়ে ওঠে। আমি বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে, আকাশের দিকে তাকিয়ে বলে ফেল “পরী; তুমি না, খুব সুন্দরী দেখতে।” বলার পরেই আমি চোখ বন্দ করে নেই, গালে আসন্ন চপেটাঘাত বরিষণ হতে চলেছে এখুনি, তার প্রতীক্ষায়।
সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দাঁড়িয়ে পড়ল পরী, আমার দিকে মুখ তুলে তাকিয়ে বলল “আমার কোন কথা শোননি তাহলে? আর এমন বদমাশ ছেলে আমি জীবনে দুটো দেখিনি। জানো কি সম্পর্কে আমি তোমার মাসি হই?” তারপরে আমার হাতে আলতো করে চাঁটি মেরে বলল “তুমি না সত্যি খুব বদ।”
উঠানের এক কোণে দাঁড়িয়ে আমরা, এদিকে আলো একটু কম, পরী আমার সামনে দাঁড়িয়ে।
আমি বড় একটা নিঃশ্বাস নিয়ে সর্ব শক্তি যোগাড় করে বলি “আমি সত্যি বলছি, তোমার সব কথা আমি শুনছিলাম, কিন্তু জানো, তুমি না ভারী সুন্দরী।”
আমার কথা শুনে খিলখিল করে হেসে ফেলে পরী, হাসিতে যেন মুক্ত ঝরে পড়ছে “থ্যানক্স ফর কমপ্লিমেন্টস। ভারী বদ তুমি, সেটা মানতে হবে।”
আমি জিজ্ঞেস করি “তোমার বান্ধবীরা কোথায় গেল? কাউকে তো সাথে দেখছি না।”
পরী জানাল যে ওর বান্ধবীদের বউভাতে নিমন্ত্রন করা হয়েছে তাই কেউ সাথে নেই; আর যেহেতু বাড়ির সব থেকে ছোটো তাই বান্ধবীরা চলে যাওয়ার পড়ে খুব একা একা মনে হচ্ছিল ওর। কথা শুনে মনে হল হাত বাড়িয়ে পরীর দু’হাত নিজের মুঠোয় নিয়ে নেই। ঠিক সেই সময়ে আমার মা ডাক দিলেন যে বাস ছাড়ছে আমাদের বাসে উঠতে হবে। কপাল চাপড়ে মনে মনে বললাম হে ভগবান, এখুনি কি মায়ের ডাক দেওয়ার ছিল?
পরী আমার দিকে তাকিয়ে বুঝে গেছিল যে, আমি হাত বাড়িয়েছি ওর দিকে। সেটা বুঝে মিচকি হেসে দৌড়ে চলে গেল বাসের দিকে। যাবার আগে ফিসফিস করে বলে গেল “আমি বাসে ওয়েট করব কিন্তু…”
প্রথম চুম্বন
সবার সাথে আমি বাসে উঠে পড়লাম। বেশ বড় লাক্সারি বাস। বাব মা, আত্মীয় সজ্জন সবাই বসে। বরযাত্রী ভর্তি বাস কোলাহলে মুখর হয়ে উঠেছে। আমার চোখ থেকে থেকে শুধু পরীকে খোঁজে, কোথায় গেল। কিছুক্ষণ পরে পরী কে দেখতে পেয়ে যেন ধড়ে প্রান ফিরে পেলাম আমি। যাক, বাবা আছে তাহলে।
আমাকে দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠে “অভিমন্যু এদিকে এসো, আমি বসার জায়গা দেখে রেখেছি।”
আমি প্রভুভক্ত গাধার মতন চুপ করে পরীর পাশে গিয়ে বসে পরি। জানালার দিকের সিটে পরী আর তার পাশে আমি। বাস চলতে শুরু করে। বাসের মধ্যে এত চেঁচামেচি সবাই যেন হাটে এসেছে, চেঁচিয়ে কথা না বললে নিজের কথাই কানে যায় না। এই চেঁচামেচির মধ্যে থেকে মা বলে উঠলেন যে নিয়ে বিয়েবাড়ি পৌঁছতে অনেক দেরি, সবাই গানের খেলা খেললে সময় কেটে যাবে। সবাই এক কথায় সায় দেয়, হ্যাঁ হ্যাঁ হয়ে যাক একটু নাচ গান। কিন্তু প্রশ্ন, শুরু কে করবে। বাসের মধ্যে যারা বয়স্ক তারা বলে উঠলেন যে কচিকাঁচারা শুরু করুক।
পরী চুপটি করে আমার গা ঘেঁসে বসে, বাসের দুলুনিতে মাঝে মাঝে হাতে হাত ঠেকে যাচ্ছে। মাঝে মাঝে পরী আমার দিকে ভুরু কুঁচকে তাকায় আর কোন কথা না বলে জানালার বাইরে তাকিয়ে থাকে। আমি তো প্রমাদ গুনছিলাম বসে বসে, সন্ধ্যেবেলায় মনে হয় আমি একটা এটম বম্ব ফেলেছি তাই চুপ করে থাকাটাই বিচক্ষণের কাজ।
এমন সময়ে সামনের থেকে কেউ চেঁচিয়ে ওঠে “আরে, পরী কোথায়, পরী? বাস ছাড়ার পড়ে কোন সারা শব্দ নেই। পরীর তো এমন হবার কথা নয়।”
আমি পরীর কানের কাছে ফিসফিস করে বললাম “এই যে, কি হয়েছে, এত চুপচাপ কেন? আমি কি কিছু উল্টোপাল্টা বলেছি যার জন্য রাগ করে বসে আছো? সবাই তোমাকে খুঁজছে, কিছু তো বল।”
আমার দিকে শ্যেন দৃষ্টি হেনে কাতর স্বরে বলল “আমি ভাবলাম যে তুমি আমার কথা শুনছিলে। কিন্তু তুমি আমার একটা কথা শোননি। তুমি কিছু বোঝো না। আমি পড়তে চাই, আমি উলুপিদির মতন স্কুল টিচার হতে চাই।”
“আই এম সরি পরী, কিন্তু সত্যি বলছি আমি তোমার সব কথা শুনেছি। এবারে তো উত্তর দাও, সবাই তোমাকে খুঁজছে।”
আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম, ডাগর চোখের কোণে এক ফোঁটা অশ্রু টলমল করছে। তার সাথে আমার হৃৎপিণ্ডটা কেমন যেন টলমল করে উঠলো। দীপ্তিময় রমণী আমার পরী, জানে কি করে মনের ভাব লুকাতে হয়।
নিচের ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিয়ে চেঁচিয়ে ওঠে “এই যে আমি, কে খুঁজছে আমাকে?” পরীর আওয়াজ শুনে সবাই সামনে ডাকে।
সিট ছেড়ে দাঁড়িয়ে আমার দিকে ফিরে বলল “বেরতে দেবে তো নাকি?”
সিট গুলোর মাঝে জায়গা খুব কম, সামনের সিটের সাথে নিজেকে চেপে ধরে বের হবার চেষ্টা করে পরী। আমার হাতের ওপরে পরীর নিটোল নিতম্বের ছোঁয়া লাগে। সেই ছোঁয়া পেয়ে আমার শরীরে বিদ্যুতের শিহরণ খেলে যায়। বের হওয়ার সময়ে পরীর পিঠ আমার থুতনি ছুঁয়ে যায়, মখমলের মতন ত্বক পরীর। আমি ওর পাতলা কোমর ধরে ওকে বের হবার জন্য সাহায্য করি। কোমরে আমার হাতের পরশ পেয়ে কেঁপে ওঠে পরী। আমি ইচ্ছে করে পরীর কোমল কটিদেশে আলতো করে চাপ দেই।
আমার দিকে ঘুরে তাকায়, নাক কুঁচকে দুষ্টু হেসে বলে “দুষ্টুমি হচ্ছে? আমি এখুনি আসছি।”
বরের ছোটো বোন, বাড়ির সব থেকে ছোটো মেয়ে, চুলবুলি পরী সবার প্রিয়। গলা বড় মিষ্টি তার ওপরে আবার সুন্দর গান করতে পারে পরী। আত্মীয় সজ্জনের ভিড়ে হারিয়ে যায় পরী। সামনের সবাই ছোটো বড় রা গান নাচ শুরু করে দিয়েছে। রাতের অন্ধকার কেটে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বরযাত্রীর বাস। আমি চুপ করে বসে দেখতে থাকি পরী কে, মাঝে মাঝে ভাবি, হারিয়ে গেল নাকি। না আমারই ভুল, পরী আমার দিকে মাঝে মাঝেই তাকিয়ে দেখছিল আর চোখ দিয়ে ইশারা করে আমায় ডাকছিল। আমি অসামাজিক প্রাণী, সবার সাথে ঠিক করে মিশতে সময় লাগে তাই বারেবারে ইশারা করে ওর ডাক প্রত্যাখান করে দিচ্ছিলাম। বাসের মধ্যে নেচে নেচে সবাই ক্লান্ত হয়ে পড়ে কিছুক্ষণ পরে। কোন একজন বললেন নাচ ছেড়ে নিজের সিটে বসে গানের খেলা করতে।
পরী আমার দিকে আড় চোখে তাকিয়ে গান শুরু করে “পিয়া তু আব তো আজা, সোলা সাওন আকে বেহকে……” গানের সাথে সাথে আমার দিকে তাকিয়ে যেন বুঝাতে চাইছিল, কি রকম মানুষ তুমি, এত ডাকছি তাও আসনা?
গান শুনে আর পরীর তাকানো দেখে অনেকেই আমার দিকে তাকাতে শুরু করে দিল, আমি একটু খানি মাথা নিচু করে এদিক ওদিকে তাকাই। বাসে বাবা মা, মামা মামিরা সবাই বসে আর পরী যা জুড়েছে তার মধ্যে।
গান শেষ হয়ে যাওয়া মাত্র আমার মনে হল, না কিছু করা দরকার, অনেক হয়েছে চুপ করে বসে থাকা। আমি বুকের মাঝে সাহস যোগাড় করে গেয়ে উঠলাম “তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিবানা সনম……” তৎকালীন সব থেকে প্রচলিত সিনেমার গান।
আমার হেড় গলার গান শুনে পরী অবাক হয়ে যায়, তার সাথে বাসের বাকি লোকজন অবাক চোখে তাকিয়ে থাকে আমার দিকে। সবার মুখে যেন একটা প্রশ্ন কে এই ছেলেটা।
পরী সবার প্রশ্ন দেখে আমার সাহায্যের জন্য এগিয়ে আসে, উত্তর দেয় “ইনি হলেন অভিমন্যু, উলুপিদির ছেলে।” তারপরে মায়ের দিকে তাকায়।
বাসের অনেকেই মায়ের দিকে তাকিয়ে বলে “আরে উলুপিদি, তোমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে।”
পরী ততক্ষণে আমার পাশে চলে এসেছে, আমার হাত ধড়ে বাকি সবার উদ্দেশ্যে বলে যে সবাই যখন গানের খেলা খেলছে তখন আর দাঁড়িয়ে থাকা কেন, সবাই নিজের নিজের সিটে বসে খেলতে পারে। এই কথা শুনে তো আমি যেন হাটে স্বর্গ পেলাম, বাপরে, সবাই যেন ছিনিয়ে নিয়ে গেছিল পরীকে। এবারে আমি একটু ওর পাশে বসতে পারবো। যে যার নিজের সিটে গিয়ে বসে পড়ে, গানের সুর এদিক ওদিক থেকে ভেসে আসতে শুরু করে। আমি বাইরের দিকে পা রেখে সিটে বসে। পরী আমার পেছনে, সিটের ওপরে হাঁটু মুড়ে বসে, আমার দু’কাঁধে হাত দিয়ে ভর করে বসে। আমি কোমল বক্ষের স্পর্শ অনুভব করি ঘাড়ে, আমার মাথার ওপরে থুতনি রেখে হাত দুটি কাঁধের দু’পাশ দিয়ে সামনে ঝুলিয়ে দেয়। বাসের দুলুনিতে আমার ঘাড়ে পরীর কোমল বক্ষের ঘর্ষণে বেশ গরম হয়ে যায়। গানের খেলা যথারীতি চলতে থাকে। মাঝে মাঝে আমার চুলে বিলি কেটে দেয় পরী।
আমি একবার দেখলাম যে মা আমাদের দিকে আড় চোখে একবার দেখে নিল যে আমরা কি করছি।
বেশ কিছুক্ষণ পরে, এক এক করে সবাই ক্লান্ত হয়ে চুপ হয়ে যায়। পরী জিজ্ঞেস করে সবাই কে যে কারুর কি আর গান গাওয়ার মতন শক্তি নেই? মা বললেন যে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, সবাই যেন একটু বিশ্রাম নিয়ে নেয়। রাত প্রায় সাড়ে আটটা বাজে, আমরা আর আধ ঘন্টার মধ্যে রানাঘাট পৌঁছে যাবো। বিশ্রাম না নিলে বিয়ে বাড়িতে সবাই কে ভুতের মতন দেখাবে। আমার মা স্কুল টিচার, গলায় আওয়াজে সবাই চুপ করে মেনে নিলেন।
বাস হুহু করে রাতের অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে গন্তব্য স্থলের পানে। পরী জানালার পাশে, আমার ডান কাঁধে মাথা রেখে চুপ করে বসে থাকে। জানালা, একটু খানি খোলা, ডিসেম্বরের কনকনে ঠাণ্ডা হাওয়া মুখে লাগে, মাঝে মাঝে ঠাণ্ডায় কেঁপে ওঠে পরী। কোন গরম জামা কাপড় আনেনি, নিজের সাজ ঢেকে যাবে তাই। ছোটো দাদার বিয়ে, নিজেকে তো স্বর্গের অপ্সরার সাথে পাল্লা দিয়ে সাজিয়েছে। আমি ওর মৃদু কম্পন অনুভব করে বুঝতে পারলাম যে ওর ঠাণ্ডা লাগছে। আমার কাঁধের মায়ের দেওয়া কাশ্মিরি শাল খানি ওর গায়ে জড়িয়ে দিলাম।
আমি ডান হাত দিয়ে ওর কাঁধ স্পর্শ করে জিজ্ঞেস করলাম “কি হল এত চুপচাপ কেন?”
আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল “আমি না একদম বোকা। এত ঠাণ্ডা জেনেও কিছু আনিনি।”
আমি কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম “তুমি শুধু মাত্র বোকা নও, তুমি সুন্দরী গাধি।”
নাক কুঁচকে আমার দিকে তাকিয়ে হেসে বলে “ধুত, তুমি না একদম বদ।”
“আমি কিছু জিজ্ঞেস করতে পারি কি?” আমি জিজ্ঞেস করেলাম পরীকে।
“কি” বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে উলটো জিজ্ঞেস করল।
“তোমার কলেজ কেমন ছিল?”
“তেমন কিছু না, এই কেটে গেছে।” ঠোঁট উল্টে উত্তর দেয় পরী।
বুক ভরে নিঃশ্বাস নিয়ে ধুম করে জিজ্ঞেস করে বসি “তোমার কোন বয়ফ্রেন্ড ছিল না কলেজে?”
পরী আমার দিকে, বড় বড় চোখ করে মুখ তুলে তাকাতেই আমাদের মুখ দুটি পরস্পরের একদম কাছে চলে এসেছিল। আমাকে জিজ্ঞেস করল “এই রকম প্রশ্ন করার মানে?” আমার সারা মুখের ওপরে পরীর উষ্ণ প্রশ্বাস ঢেউ খেলে বেড়ায়।
আমি উত্তর শুনে চাহনি দেখে তোতলাতে শুরু করে দিলাম “মানে মানে, আমি এই বলছিলাম যে, তুমি সুন্দরী, তার ওপরে বুদ্ধিমতী, সেই জন্য আমি ভাবলাম যে তোমার অনেক বয়ফ্রেন্ড থাকবে নিশ্চয় কলেজে।”
নাক কুঁচকে আমার দিকে দুষ্টুমি ভরা হাসি হেসে বলে “হুম, কোথাও কি কিছু জ্বলছে নাকি? কিছু পোড়ার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে? আমাকে চুপিচুপি করে দেখা হচ্ছে তাই না দুষ্টু ছেলে। দেখে নে অভি।”
অভি, আমার নাম ওর মুখে আমার নাম অভিমন্যু থেকে অভি হয়ে গেছে, আমি তো আহ্লাদে আটখানা। বুকের মধ্যে খুশী যেন আর ধরেনা।
আমি বড় একটা নিঃশ্বাস নিয়ে সামনের দিকে তাকিয়ে উত্তর দিলাম “আরে না না, আমি তো এমনি এমনি জিজ্ঞেস করেছি, আমি কেন কারুর নামে জ্বলে পুরে মরব” কিন্তু সত্যি সত্যি আমি কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়েছিলাম সেদিন ওই অজানা অচেনা মানুষটির ওপরে, যদিও তখন উত্তর দেয়নি পরী।
“না না, আমার কোন বয়ফ্রেন্ড নেই” আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম “কলেজে অনেক বন্ধু বান্ধবী ছিল, কিন্তু কেউ এই রকম ভাবে স্পেশাল ছিল না। অনেক ছেলেরা ঘোরা ঘুরি করেছে আমার চারপাশে কিন্তু কোনদিন আমার সেই রকম কিছু মনে হয়নি, যাকে বলবে একটা টান বা অন্য কিছু। আজ পর্যন্ত সেই রকম কাউকে চোখে পরেনি আমার।”
“তার মানে তুমি কি তোমার চার পাশে সব দরজা জানালা বন্ধ করে বসে আছো, কাউকে মনের ভেতরে ঢুকতে দেবে না বলে?” আমি ধুম করে জিজ্ঞেস করে ফেলি।
আমার দিকে তাকিয়ে হেসে বলে “আমি আজ পর্যন্ত সেই রকম কাউকে পাইনি” আমি ওর মুখের দিকে তাকিয়ে ওর কথা বোঝার চেষ্টা করছিলাম, কি বলতে চাইছে। আমার দিকে মিষ্টি হেসে উত্তর দিল “আমি আজ পর্যন্ত বলেছি, এখন পর্যন্ত বলিনি কিন্তু…… বুদ্ধু ছেলে।” বলেই খিলখিল করে হেসে ফেলে।
মনের প্রাঙ্গনে যেন ময়ুর নেচে ওঠে, তাহলে প্রেমে পড়েছে পরী, হাতে যেন স্বর্গ পেলাম আমি।
আমি জিজ্ঞেস করি “আচ্ছা একটা কথা বল, বিকেল বেলা উঠানে অত কথা শুনাতে গেলে কেন আমায়?”
“আমার কেমন যেন হটাৎ করে মনে হল তোমায় বলি, তাই বলে ফেললাম, কেন জানিনা।” তারপরে মিষ্টি করে বকার সুরে বলল “এখন চুপ করো, আমাকে একটু শুতে দাও।”
আমার গা ঘেঁসে, ডান কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়লো পরী। আমি ডান হাত দিয়ে ওর পাতলা কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিলাম, শীত কালে আমার গায়ের উষ্ণতা পেয়ে আরও যেন আমার পাশ ঘেঁসে বসল। আমি আলতো করে ওর কোমরের কোমল ত্বকে হাত বোলাতে লাগলাম। বাসের ভেতরের নিষ্প্রভ আলোতে, পরীকে যেন ঠিক এক জলপরীর মতন দেখতে লাগছিল, স্বর্গ থেকে মর্তে নেমে আমার কোল ঘেঁসে চুপটি করে শুয়ে আছে।
বেশ কিছুক্ষণ পরে সামনের দিক থেকে কেউ বলে উঠলো যে কনের বাড়ি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে বাস।
আমি পরীকে আলতো করে নাড়িয়ে দিয়ে উঠানোর চেষ্টা করলাম “ওঠ, এসে গেছি প্রায়, নামতে হবে তো”
ঘুম জড়ানো চোখে আমার দিকে তাকিয়ে বলে “না এত তাড়াতাড়ি কেন, আমি একটু ঘুমাব।”
কিছুক্ষণের মধ্যেই বাস কনের বাড়ির সামনে পৌঁছে গেল। পরী তখন পর্যন্ত আমার কাঁধে মাথা দিয়ে শুয়ে।
মা আমাদের সিটের পাশে এসে পরী কে ডাক দিলেন “পরী, সোনা মা আমার, দেখ আমারা এসে গেছি নামতে হবে এবারে ওঠ।” মায়ের কথা শুনে মনে হল, মা সত্যি অনেক ভালবাসে পরী কে, মনে হয় নিজের মেয়ের মতন ভালবাসে।
মায়ের ডাক শুনে তড়িঘড়ি করে চোখ খুলে উঠে বসে পরী, উলটো হাতে মুখ খানি মুছে নিয়ে নিজের ছোটো পার্স থেকে সাজার জিনিস বের করে নিজেকে ঠিক করে নেয়। বাস থেকে সবাই নেমে গেছে, বাসে শুধু আমি আর পরী বসে। ওকে ছেড়ে আমি কি করে নামি। আমি ওর দিকে তাকিয়ে দেখি, পরী নিজের মেকআপ নিয়ে খুব ব্যাস্ত।
আমার ভেতরে প্রবল একটি ইচ্ছে জাগে, মনে হয় এই খালি বাসের মধ্যে জড়িয়ে ধরে একটা ছোট্ট চুমু খেয়ে নেই। আমি উঠে দাঁড়িয়ে, পরীর দিকে ঝুঁকে পড়লাম। মাথার ওপরে আমার উষ্ণ প্রশ্বাস অনুভব করে আমার দিকে মুখ উঁচু করে তাকায়, আমাদের চার চক্ষু এক হয়। আমি ওর গভীর কালো চোখের মাঝে ভালবাসার ছোঁয়া দেখতে পাই। সময় যেন থমকে দাঁড়িয়ে আমাদের চার পাশে, আমি বুকের ভেতর থেকে শেষ সাহস টুকু গুছিয়ে নিয়ে ঝুঁকে পড়ি ওর মাথার ওপরে। কপালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিয়ে বুক ভরে ওর মাথার আঘ্রাণ নিজের ভেতরে টেনে নেই।
তারপরে আর কিছু জানিনা, আমি চুমু খেয়ে আর পেছনে দেখিনা, এক লাফে বাস থেকে নেমে পড়ি।
কান্না হাসির খেলা
আমি বাস থেকে নামতেই, দেখি মা আমাকে ডেকে এক কোনায় নিয়ে গেল। আমার বুকের মাঝে ঝড় শুরু হয়ে যায়, এই বুঝি সব জানাজানি হয়ে গেছে আর তার খেসারত এখন গুনতে হবে। বুকের ধুকপুকানি সহস্র গুন বেড়ে যায়। তার বদলে মা আমাকে জিজ্ঞেস করেন যে, বড় যাত্রী রাত এগারোটার মধ্যে খেয়ে দেয়ে ফিরে যাবে বসিরহাট, আমি ফিরতে চাই না আমি এখানে থাকতে চাই। আমি জানালাম, যে হেতু বাঙালি বিয়ে আমি অনেক দিন পরে দেখছি, সেজন্যে আমি রাতে থাকতে চাই। মা আমাকে থাকার জন্য অনুমতি দিয়ে দিলেন। আমি তো জেনে বেশ খুশী হলাম যে মা আমার আর পরীর কথা কিছু জানেন না।
কনের বাড়িতে বর যাত্রী উপস্থিত। সানাই বাজছে, চারদিকে হইহল্লা বেশ একটা রমরমা ব্যাপার স্যাপার। আমার চোখ থেকে থেকে পরী কে খোঁজে, কিন্তু মেয়েটা ভিড়ে কোথাও হারিয়ে গেছে। বরের ছোটো বোন, তার রকম সকম আলাদা, বেশ উৎফুল্ল মনে হচ্ছে। আমি একা একা একদিকে দাঁড়িয়ে বিয়ে বাড়ির ভিড় আর সাজসজ্জা উপভোগ করছিলাম।
এর মধ্যে এক সময়ে পরী আমার কাছে এসে জিজ্ঞেস করল “কি গো, চুপ করে বসে কেন?” কথা বলার সময়ে লক্ষ্য করলাম যে আমার দিকে না তাকিয়ে আমাকে জিজ্ঞেস করল কথা টা।
উত্তরে বললাম যে “তোমার সাথে সব সময়ে অনেক মেয়েরা থাকে, আমি খুব অড ফিল করি। তুমি এঞ্জয় করো।”
“ঠিক আছে, বসে থাকো। তবে সময় মতন খেয়ে নিও, এগারটার মধ্যে বাস ছাড়বে। সবাই বাড়ি ফিরে যাবে শুধু, বড়দা আর সুব্রতদার দুই বন্ধু থাকবে।”
আমি বললাম যে, আমার মা আমাকে রাতে থাকার অনুমতি দিয়ে দিয়েছেন, আমি রাতে বিয়েবাড়ি তেই থাকছি।
অনেক ক্ষণ পড়ে আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করল “কি? তার মানে কি আমাকেও থাকতে হবে?”
আমি ওর দিকে হেসে বললাম “সেটা তো তোমার ইচ্ছে, আমি কি করে জানবো তুমি থাকবে কি না।”
“ঠিক আছে সময় হলে দেখতে পারবে।” পরী আমার দিকে একটু কটমট করে তাকিয়ে উত্তর দিল।
কিছুই করার নেই, আমি এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকি। কিছুক্ষণ পরে বরযাত্রীর খাওয়া শেষ হয়, সবাই বাড়ি ফেরার জন্য প্রস্তুত। এর মধ্যে দেখি পরী বায়না ধরেছে যে সে রাতে থাকবে। আমি বুঝতে পারিনি যে এই রকম কিছু একটা করবে।
মা বললেন “পরী, কোন মেয়েরা রাতে থাকছে না, তুই কি করে থাকবি বল। তোর মা কি বলবে তাহলে?”
মায়ের গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলে “আমাকে নাকি তুমি তোমার মেয়ের মতন ভালবাসো। প্লিস রাতে থাকতে দাও, প্লিস প্লিস।”
আমাকে কাছে ডেকে মা বললেন “এই ছেলে, পরী রাতে থাকতে চায়, ওর দিকে নজর রাখিস।”
আমার মনের অবস্থা ঠিক বর্ষা কালের চাতক পাখীর মতন, জল খুঁজে পেলাম মনে হল। খুশী টাকে বুকের মাঝে লুকিয়ে রেখে, বাধ্য ছেলের মতন মাথা নেড়ে বললাম যে ঠিক আছে আমি নজর রাখব। মনের ভেতরে ফুলঝুরি ফুটছিল, হয়ত অবচেতন মনে যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছিলাম বলে।
পরী মায়ের গলা জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলে “আমার সোনা দিদি। আমি একদম ঠিক থাকব।”
কিছু পরে বরযাত্রী বাসে চেপে বেড়িয়ে পরে বসিরহাটের দিকে। বরযাত্রী চলে যাবার পরেই দেখি পরী আবার ভিড়ের মধ্যে উধাও হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে দেখি যে মেয়েটা আমার শাল গায়ে দিয়ে বিয়ের মন্ডপের দিকে হেঁটে যাচ্ছে। চলন যেন এক মাদকতা মাখানো ছন্দ, শরীরে কেমন একটা দুলুনি লেগে। পেছন থেকে দেখতে দেখতে মনে হচ্ছিল যেন জড়িয়ে ধরি।
রাত গভীর হয়ে চলে, বিয়ে বাড়ির লোকজন ধিরে ধিরে কমে আসে। রাতে থাকার মতন আমি, পরী, বড় মামা সুমন্ত আর সুব্রতর দুই বন্ধু। বিয়ের লগ্ন আসন্ন, রাত বারোটা বাজে। আমি আর পরী দু’জনে ছাদনা তলায় দাঁড়িয়ে, আগুনের দিকে তাকিয়ে। মাঝে মাঝে পরীর আঙ্গুল আমার হাত ছুঁয়ে যায়, থেকে থেকে আমার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে বেড়ায়। আমার দিকে না তাকিয়ে পরী আমার গা ঘেঁসে দাঁড়িয়ে ছিল, আমি ওর মুখের দিকে তাকাতে সাহস করে উঠতে পারছিলাম না। দু’জনেই বিবাহের অগ্নির দিকে দৃষ্টি নিক্ষেপ করে মৌন ভাবে দাঁড়িয়ে ছিলাম।
বেশ কিছুক্ষণ পরে এক মহিলা এসে পরী কে জিজ্ঞেস করে যে শোবে নাকি? আমি আড় চোখে ওর দিকে তাকিয়ে দেখি যে ও মাথা নেড়ে জানিয়ে দেয় যে যাবে না।
কিছুক্ষণ পরে আমি ওকে জিজ্ঞেস করে যে আমার সাথে একটু হাঁটবে? সম্মতি জানায়, আমি আর পরী রাতের অন্ধকারে বাড়ির সামনের রাস্তা দিয়ে ধিরে ধিরে হাঁটতে থাকি। ডিসেম্বরের কনকনে ঠাণ্ডা, আমার শাল টাকে গায়ের ওপরে ভালো করে জড়িয়ে নেয়, হাত দুটি বুকের কাছে ভাঁজ করা। কারুর মুখে কোন কথা নেই, চুপচাপ দু’জনে নিস্তব্ধ রাতে হেঁটে চললাম। শীত কালের রাত, চারদিক চুপচাপ, আমার বুকের মাঝের জায়গাটা হটাৎ করে কুব খালি মনে হয়। মনে হল খালি খালি হেঁটে চলেছি, কেউ এক’জন কে কথা শুরু করা উচিৎ।
আমি আড় চোখে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম “কি হয়েছে, এত চুপচাপ কেন?”
নিচের দিকে তাকিয়ে হাঁটছিল পরী, মৃদু কম্পিত স্বরে উত্তর দেয় “কি হয়েছে! যেন তুমি কিছু জানোনা কি হয়েছে।”
“আমি কি করেছি” প্রশ্ন করি আমি।
“আচ্ছা, যেন তুমি কিছুই করো নি” কিছুক্ষণ চুপ করে থাকার পরে “জানো আমার কি হয়েছিল? আমার ওপরে যেন একটা বজ্রবিদ্যুৎ ঝলসে পড়েছিল।”
আমি কম্পিত স্বরে বলি “আমি কেমন যেন হয়ে গেছিলাম, আমার খুব ইচ্ছে করছিল তাই হটাৎ করে……”
পরী তখন পর্যন্ত মাথা উঠিয়ে আমার দিকে তাকায়নি, নিজের পায়ের দিকে তাকিয়ে হেঁটে চলেছে আমার পাশে “নড়াচড়ার শক্তিটুকু ছিলনা আমার। তুমি নেমে যাবার পরে, অনেকক্ষণ আমি চুপ করে বসেছিলাম। আমার শরীর কাঠ হয়ে গেছিল, কেমন যেন অবশ হয়ে গেছিলাম আমি।”
আমি আলতো করে দু’কাঁধ ছুঁয়ে রাস্তার মাঝে ওর সামনে দাঁড়িয়ে পড়ি। ওর মুখের দিকে তাকিয়ে থাকি আমি, চিবুকে তর্জনী ঠেকিয়ে আলতো করে ওর সুন্দর চেহারা তুলে ধরি। দু’চোখ বন্ধ, চোখের পাতা সুন্দর করে সাজানো লম্বা পালকে, আমি তাকিয়ে থাকি এক দৃষ্টে ঐ সুন্দর মুখপানে। ঠোঁট দুটি তিরতির করে কাঁপছে, আসন্ন কিছু আশার আকাঙ্খায়। হাত দুটি ভাঁজ করে বুকের ওপরে রাখা, শাল গায়ের সাথে আস্টেপিস্টে জড়িয়ে ধরে। আমি একটু ঝুঁকে যাই ওর সুন্দর মুখের ওপরে আমাদের ঠোঁট জোড়া খুব কাছে। আমি সারা মুখে ওর উষ্ণ প্রশ্বাস অনুভব করি, এত কাছে দাঁড়িয়ে আমরা, আমি যেন ওর হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজ পর্যন্ত শুনতে পাই। বুকের মাঝে উত্তাল তরঙ্গ বারংবার আছাড় খাচ্ছে যেন, পরীর বক্ষদ্বয় নিঃশ্বাস নেওয়ার ফলে ক্রমাগত ওঠানামা করছে আমার চোখের সামনে। দৃষ্টি থেকে থেকে আটকে যায়, বুকের খাঁজে। আমি মাথা নামিয়ে নিয়ে আলতো করে নাক দিয়ে ওর নাক ছুঁই, দু’জনেই ঘেমে গেছিলাম। ওর নাকের ঘাম আমার নাকে স্পর্শ করে, কেঁপে ওঠে পরী। ঠোঁট দুটি স্পর্শ করার প্রবল কামনা জাগে মনের গভীরে। পরী দাঁড়িয়ে, যেন কিছু শুনতে চায় আমার কাছে কিংবা নিবিড় চুম্বনের অধীর অপেক্ষায়। আমি সাহস যোগাড় করে উঠতে পারিনা সেই চুম্বনটি আঁকার জন্য।
এমন সময় হটাৎ করে পরী চোখ খোলে। দু’নয়নে অশ্রু টলমল করছে, নাকের পাটা ফুলে উঠেছে, নাকের ডগা লাল। ধরা গলায় বলে ওঠে “না, না। এটা সম্ভব নয় অভি। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও।” মাথা নামিয়ে, চোখে জল নিয়ে আমার সামনে থেকে দৌড়ে চলে যায় পরী।
আমি দাঁড়ায়ে একলা, সেই রাতের অন্ধকারে। বুকে মধ্যে থেকে একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে পরে। নিজেকে খুব একা মনে হয়, যেন এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি যেন অজানা এক গ্রহে হারিয়ে গেছি। একটা সিগারেট ধরাই আমি। মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে, “আমি কে? আমি কি? কে এই অভিমন্যু?” বুকের কোন এক কোনা থেকে উত্তর আসে “জীবন যুদ্ধে পরাজিত এক মানুষ, তুমি” আমার দু’চোখে জল চলে আসে, সেটা কি সিগারেটের ধোঁয়ায় না পরাজয়ের, জানিনা বা জানতে চেষ্টা করিনি আমি। আমার কি অধিকার আছে কারুর সন্মান কারুর ধারনা অথবা অনুভুতিকে যন্ত্রণা দেবার। আমার কোন অধিকার নেই, শুচিস্মিতার কে অসম্মান করার বা তার হৃদয়ে যন্ত্রণা দেবার। আমি হেরে গেছি এই পৃথিবীতে, নিজের কাছে। আমি আমার এক দুর সম্পর্কের আত্মীয়ার প্রেমে পড়েছি, সে আমার প্রেমে পড়েছে। আমাদের সম্পর্ক সমগ্র সভ্যতার চোখে নিষিদ্ধ। আমাদের এই সভ্যতা সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে হয় জীবনে, তাকে এড়িয়ে কি করে জীবন কাটানো সম্ভব? কিছুতেই সেটা সম্ভব নয়।
বিধ্বস্ত পরাজিত, বুকের মাঝে এক তোলপাড় নিয়ে ফিরে যাবার জন্য পা বাড়াই। ঠিক সেই সময়ে আমাকে কেউ ডাক দেয়, মাথা উঠিয়ে দেখি, সুব্রতর এক বন্ধু আমাকে ডাকছে। বিয়ের পালা শেষ, বর কনে এবারে খেতে বসবে তাই ডাক পড়েছে আমার।
প্যান্ডালে ঢুকে দেখি, পরী এক কোনায় মাথা নিচু করে এক দৃষ্টিতে নিভে যাওয়া আগুনের দিকে তাকিয়ে বসে আছে। নাকের ডগা লাল চোখের পাতা ভারী, চোখের কোনে জল। মনে হল ফুঁপিয়ে কাঁদছে, থেকে থেকে মৃদু ভাবে পিঠ ওঠানামা করছে। আমি প্রমাদ গুনলাম, আমি কেন এলাম, কেন ওকে কাঁদিয়ে দিলাম। যা ঘটে চলেছে সেটা ঠিক না ভুল জানিনা।
এমন সময়, কনের মা এসে পরী কে জিজ্ঞেস করে “কি হল, একা একা কেন বসে? তোমাকে সবাই খাওয়ার টেবিলে খুঁজছে। তোমার নতুন বউদি তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করে বসে আছে।”
ডাক শুনে, পরী সোজা হয়ে বসে, চোখের জল মুছে মিষ্টি হাসে। কনের মা, ওকে নিয়ে খাবার জায়গায় ঢুকে পরে। আমি ও পেছন পেছন ঢুকে পড়লাম খেতে। ঢুকে দেখি, ও নতুন বউয়ের পাশে বসে বেশ গল্প করছে হাসছে। কিন্তু কেন যেন আমার মনে হচ্ছিল যে সেই পুরানো নারী, যে এইখানে এসেছিল, সে যেন হারিয়ে গেছে। আমি একটা কোনায় বসে চুপ করে খাওয়া সেরে নিলাম। পুরো সময়টাই কেউ কারুর দিকে তাকাই নি।
খাওয়া দাওয়া শেষে, সবাই যে যার নিজের কাজে চলে যায়। বর কনে কে নিয়ে সুব্রতর বন্ধুরা বাসর জাগতে চলে গেল। পরীকে সাথে নিয়ে কনের মা চলে যান।
আমি একা একটা চেয়ার টেনে বিয়ের জায়গায় বসে থাকি। ডিসেম্বরের কনকনে ঠাণ্ডা কিন্তু আমার যেরকম মনের অবস্থা, তাতে ঠাণ্ডা বিশেষ লাগেনা। একটা সিগারেট জ্বালিয়ে, নিভে যাওয়া আগুনের থেকে নির্গত ধোঁয়ার পানে এক ভাবে চেয়ে বসে থাকি। মাথার মধ্যে যেন কিছুই নেই, কোন চিন্তা নেই একদম খালি।
জানিনা রাত কটা বাজে, ঘড়ি থাকলেও সেটা আর দেখা হয়ে ওঠেনা। এমন সময়ে নাকে এসে লাগে জুঁই ফুলের গন্ধ, কাঁধে ওপরে আলতো ছোঁয়া, এসেছে তাহলে আমার কাছে, আমি তো ভেবেছিলাম হয়তো আর আসবে না। আমি একটা চেয়ার টেনে পাশে বসার ইশারা করি। পরী চেয়ারটা টেনে নিয়ে আমার সামনে বসে পরে। ভাবলেশহীন চোখে ওর দিকে মুখ তুলে তাকিয়ে থাকি। ওর লাল ঠোঁটে মিষ্টি একটা বাঁকা হাসি মাখা।
আমায় জিজ্ঞেস করে “ঠাণ্ডা লাগছে?”
অনেক ক্ষণ পরে ওর আওয়াজ শুনে মনে হল যেন কিছু ফিরে পেলাম আমি। মাথা নাড়াই “হ্যাঁ ঠাণ্ডা তো লাগছে।”
“আমি আর একটা শাল এনেছি তোমার জন্য।”
“আমার শাল টা আমাকে দেবে না?”
মাথা নাড়িয়ে চোখে হাসে মাখিয়ে বলে “না, এই শাল আমি দেব না, এটা আমার। চিরদিনের জন্য আমার।”
মৃদু হেসে বলি আমি “ঠিক আছে, আমার রানীর যা ইচ্ছে তাই হোক।”
বকে দিল আমাকে “অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি, শুধু সিগারেট খেয়ে চলেছ।”
আমি আঙ্গুল থেকে সিগারেট টা মাটিতে ফেলে বললাম “ঠিক আছে বাবা, এই নাও আর খাচ্ছিনা।”
“তুমি আজ রাতে এখানে থাকলে কেন?”
“আমি কোনদিন কোন কাছের আত্মীয়র বিয়ে দেখিনি তাই পুরোটা এঞ্জয় করতে রয়ে গেলাম।”
আবার বকে দিল আমাকে “তাহলে তুমি আমার জন্য থাকনি?”
আমি অবাক “কোন লেডিস রাতে স্টে করেনি, তো আমি কি করে জানবো যে তুমি স্টে করবে কি করবে না।”
আমার হাতের ওপরে মৃদু চাপর মেরে বলে “তুমি একটা আস্ত গাধা। আমাকে একবারের জন্য জিজ্ঞেস করলে না কেন? একবারের জন্য ভেবে দেখলে না আমি অতটা রাস্তা একা একা কি করে ফিরব?”
“তোমাকে বোঝা বড় দায়, পরী। আমি সত্যি কিছুতেই বুঝে উঠতে পারছিনা তোমাকে। বাসে সবাই তোমার চেনা জানা, তুমি একা কেন হবে?”
অভিমানীনি পরী বলে ওঠে “তোমরা ছেলেরা কখন বুঝবে না আমাদের।” রেগে আমার সামনে থেকে উঠে যায়।
আমি ওর হাত দুটি হাতের মধ্যে নিয়ে কাতর স্বরে বলি “প্লিস যেওনা। বস একটু।”
“কেন বসতে যাবো আমি? তুমি তো এখানে আমার জন্য বসে নয়। একা একা বসে থাকো।”
“প্লিস মাফ করে দাও। সরি। রিয়ালি সরি।”
আমি টেনে ওকে আমার বাঁ পাশে বসিয়ে দিলাম, আমার বাঁ কাঁধে মাথা রেখে আমার হাতে নিজের হাতের মধ্যে নিয়ে আমার আঙ্গুল গুলো নিয়ে নাড়াচারা করে।
ফিসফিস করে বললাম আমি “পরী, আমি সত্যি জানিনা, আমাদের সম্পর্কে আমাদের কোথায় নিয়ে যাবে। আমি জানিনা এর কি পরিণতি।”
কাঁপা গলায় বলে “আমি জানতে চাই না এর পরিণতি, অভি। আমি বর্তমানে বাঁচতে চাই, জীবন টাকে সম্পূর্ণ ভাবে উপভোগ করতে চাই। আমি ভবিষ্যৎ দেখিনি, দেখতে চাইনা।”
আমি বাঁ হাত দিয়ে পাতলা কোমর জড়িয়ে ধরে কোমল কটিদেশে আঙ্গুল বুলাতে থাকি, আস্তে আস্তে হাত চলে যায় কোমল পেটের পাশে। পরী আমার গা ঘেঁসে বসে আমার শরীরের উষ্ণতা টুকু নিজের শরীরে অনুভব করার জন্য। ডান হাতে ওর ডান হাত নিয়ে ঠোঁটের কাছে নিয়ে আসি আমি। হাতের উলটো দিকে আলতো করে একটা চুমু খাই আমি। আমার দিকে অর্ধ নিমিলত নয়নে তাকিয়ে, দু’চোখ দিয়ে যেন ভালোবাসার অশ্রু ঝরে পড়ছে। গায়ের গন্ধে আমার বুকের ভেতর টা আনচান করে ওঠে, আমি ওর তর্জনীটা ঠোঁটের মধ্যে নিয়ে আলত করে চুষি।
মিষ্টি স্বরে কঁকিয়ে ওঠে “উমমম…… প্লিস এরকম করো না, আমার ভেতরটা কেমন যেন চিনচিন করছে, অভি।”
আঙ্গুলে বের করে নিতে চেষ্টা চালায় পরী, কিন্তু সাথে সাথে আমার ঘাড়ে গর্দানে নাক আর ঠোঁট ঘসতে শুরু করে দেয়। আমার সারা শরীরে কেমন যেন একটা আগুন ধরে যায়। আমি ওর আঙ্গুল নিয়ে ক্রমাগত চুষে যাই, থামিনা। আমার প্রগার বাহু বন্ধনে সাপের মতন আড়ামড়া খেয়ে চলে “প্লিস… দুষ্টুমি করে না সোনা।”
আমি আমার চোয়ালে পরীর নরম ঠোঁটের স্পর্শ অনুভব করি, আলতো করে জিব দিয়ে আমার চোয়াল চেটে দেয়, মাঝে মাঝে ছোটো ছোটো চুমু খেতে থাকে। দু’জনের মাঝে ভালবাসার বহ্নিশিখা জ্বলে ওঠে।
আমি ওর হাত ছেড়ে ওর মুখপানে তাকিয়ে থাকি, ও আমার পাঞ্জাবির কলার হাতের মুঠোর মধ্যে শক্ত করে ধরে থাকে। ডাগর কালো নয়নে আবেগের শিখা জ্বলে ওঠে, সেই নয়নের আগুন যেন আমার অন্তরাত্মা পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দেয়। আমি ডান হাতের তালু ওর বাম গালের ওপরে রেখে কপালে আলতো করে একটা চুমু খাই।
কেঁপে ওঠে পরী, আমার ঠোঁটের পরশে। ধিরে ধিরে আমার ঠোঁট নিচে নামে, ধনুকের মতন বাঁকা ভুরুর ওপরে আলতো করে চুমু খাই, চোখ বন্ধ করে নেয় পরী। আমি চোখের পাতার ওপরে আলতো করে ঠোঁট ছোঁয়াই। নাক দিয়ে ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস নির্গত হয়। নাকের ডগায় আলত করে ঠোঁট ছুঁইয়ে দেই আমি। দু’জোড়া ঠোঁটের মিলনের আসন্ন সময় নিকটবর্তী, উৎকণ্ঠায় কেঁপে ওঠে পরী আমার নিবিড়ঘন বাহু বন্ধনে।
অবশেষে ঠোঁট জোড়া মেলে, প্রথমে মৃদু স্পর্শ। ঠোঁটের ওপরে আমার স্পর্শ অনুভব করে আমার কলার নিজের মুঠোর মধ্যে শক্ত করে ধরে থাকে। আমার ওপরের ঠোঁট কামড়ে ধরে পরী, আমার বুকের ওপরে ওর কোমল বুক পিষে যায়। কিছুক্ষণের মধ্যে, ঠোঁট জোড়া নিয়ে খেলা শুরু হয়ে যায় দু’জনার। আমি আমার ঠোঁটের ওপরে মখমলের মতন জিবের ছোঁয়া অনুভব করি, আমার সারা শরীরে খেলে বেড়ায় এক শিহরণ।
সময় যেন থমকে দাঁড়িয়ে আমাদের চারপাশে, পৃথিবীর আজ যেন শেষ দিন, কালকের সূর্য যেন উদয় হবেনা। আমি ওর কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেই। আমার মুখটি নিজের হাতের মাঝে অঞ্জলির ন্যায় তুলে ধরে। আমরা এই প্রথম চুম্বন টাকে শেষ করে দিতে চাই না, প্রানপনে চাইছিলাম যেন সময় শেষ না হয়। কনকনে ঠাণ্ডা রাতে, প্রেমের অগ্নি স্ফুলিঙ্গ থেকে থেকে ঠিকরে ছড়িয়ে পড়ছে চারদিকে। আমি ডান হাত নিয়ে যাই ওর মাথার পেছনে, আবেশের বশে, চুলের ক্লিপ খুলতে চেষ্টা করি।
কি যে ভুল করেছিলাম, আমার ঠোঁট ছেড়ে হেসে বলে “প্লিস আমার খোঁপা খুলো না। আমি চাই না আমাদের দেখে কেউ কিছু ধরে বসে।”
দীর্ঘ চুম্বন আর সোহাগের আদরে আমাদের নিঃশ্বাস ঘন হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যেন, উত্তাল সমুদ্র তিরে দুই কপোত কপোতী অনাবিল আনন্দে তরী ভাসানোর প্রস্তুতি করছে। আমার মন খুশীতে ভরে গেল, পরীর চোখে ভালোবাসার পরশ দেখে। আবার যেন খুঁজে পেলাম আমার হারিয়ে যাওয়া রমণীকে। ওর দু’চোখে জেগে ওঠে সেই হারিয়ে যাওয়া রোমাঞ্চ, পুরানো সেই দুষ্টু মিষ্টি পরী আমার সামনে বসে।
আমি ইচ্ছে করে ঠোঁট চাটি, আমার ঠোঁটে ওর লিপস্টিকের রঙের সাথে ওর পরশ লেগে, জিব দিয়ে সেই মিষ্টি ছোঁয়া টাকে অনুভব করে নিতে চেষ্টা করি।
“উমমমমম… তোমার ঠোঁট দুটো যা মিষ্টি না, কি যে বলি তোমায়।”
“হ্যাঁ অনেক হয়েছে, যাঃ দুষ্টু ছেলে তুমি, সেটা আর বলতে।”
মন আমার খুশীতে ভরে যায় সেই পুরানো পরী কে দেখে।
চেয়ার ছেড়ে উঠে পরে ও, আমার হাত ধরে টান দেয় “দেখো প্রায় চারটে বাজে। রেস্ট নেওয়া দরকার। তুমি কি কখন টায়ার্ড হও না?”
আমি মজা করে বলি “তুমি কাছে থাকলে টায়ার্ডনেস থোরি আমার কাছে আসে।”
“হ্যাঁ অনেক আদিখ্যেতা হয়েছে। আচ্ছা, শোন, মাসিমা বরযাত্রীর রেস্ট নেওয়ার জন্য একটা রুমের ব্যাবস্থা করেছিলেন। যাবে নাকি সেখানে শুতে? ছোড়দার বন্ধুরা তো ছোড়দার সাথে বাসর জাগছে, কেউ নেই ঐ রুমে।”
“হুম, কিন্তু তোমার বড়দা তো ঐ রুমে থাকতে পারেন?”
“যাঃ বাবা, আমি একদম ভুলে গেছিলাম। তো কি করবে, এই ঠাণ্ডার মধ্যে বসে থাকবো নাকি আমরা?”
আমি ওর হাত ধরে টান মেরে কোলের ওপরে বসিয়ে দেই “তুমি তো কাছে আছো, তাহলে কি ঠাণ্ডা কি ক্লান্তি। সবাই কে তাড়িয়ে দেব আমি।”
আদুরে গলায় বলে ওঠে পরী “কিন্তু আমাদের এইরকম অবস্থায় যে কেউ দেখে ফেলতে পারে। ব্যাপারটা তাহলে খুব সাঙ্ঘাতিক হয়ে যাবে যদি ধরা পরে যাই।”
“তাহলে তুমি কি বল করতে?” আমি ওর ক্ষীণ কটিদেশ দু’হাতে জড়িয়ে আর নিবিড় করে নেই ওকে আমার বুকের কাছে।
“আমাকে কোল থেকে তো উঠতে দেবে নাকি? না সারা রাত আমরা এই রকম ভাবে গল্প করে যাবো?” দু’হাতে আমার গলা জড়িয়ে ধরে, প্রগাড় হয়ে যায় বাহুবন্ধনি “আমি চাই না আজকের রাত টা শেষ হোক, চাই না সকালের সূর্য ওঠা।”
দু’হাতে ক্ষীণ কটিদেশ প্রগাড় বাহুবেষ্টনীতে আবদ্ধ করে ধরি, রমণীর কোমল নিতম্বের চাপে পিষ্ট হয়ে যায় আমার দুই জঙ্ঘা।
দুহাতে গলা জড়িয়ে, মাথার চুলে বিলি কাটতে থাকে। আমার কানে ফিস ফিস করে অনুরোধ করে “প্লিস একটা গান গাও?”
আমি প্রায় চেঁচিয়ে উঠি “ড্যাম সিট্* পরী, রাস্তার কুত্তা গুলো আমাকে গান থামাতে বলবে তাহলে।”
“উম, তুমি না বাসে গান গেয়েছিলে? এবারে আমার জন্য গান গাও।”
“চলো অনেক হয়েছে, ছেলেখেলা। সূর্য উঠবে হয়তো কিছুক্ষণের মধ্যে।”
“হ্যাঁ গো, আমাদের এবারে ভেতরে যাওয়া উচিৎ।”