Pages

জীবনে প্রথম প্রেমঃ

  • জীবনে প্রথম প্রেম ছিলো চরম হাস্যকর।
বালিকার একটা টোল পড়া হাসিই অঘটনের মূল।তবু প্রথম প্রেম ব্যাপারটা কেমন জানি।হিসেব মেলেনা ।
একমুখী ভালোবাসা।
মুখ ফুটেও বলিনি বা বলতে পারিনি।
আদিকাল থেকে প্রেম বলতে যা বুঝতাম তা হলোঃ রবী ঠাকুরের গল্পগুচ্ছ ।
কখনো সমাপ্তির মৃন্ময়ী । কখনো পোস্ট মাস্টারের রতন ।
গল্পের নিপূন চরিত্রের বাস্তব বিশ্লেষনে ব্যর্থ হয়েছিলাম।
তারপর ?
হঠ্যাত্‍ করেই শিখে যাইঃ
তোমাকে থামতেই হবে ।
তারপর থেকে অসম্ভবের বিপরীত দিকে ছুটেছি ।
কিন্তু
বারবার উল্টো হয়েছে ।
কিন্তু ভালোবাসা পরিবার ছাড়া পাইনি ।
অথচ আশেপাশে ভালোবেসে সুখী মানুষের সংখ্যা নিতান্তই কমও নয় ।
দেরী করে হলেও এখন বুঝিঃ
প্রেম ভালোবাসা গল্পের বইয়ে বা নায়কসুলভ বাকপটুতায় বেশি মানায় ।
যে ছেলে যত গুছিয়ে মিথ্যা বলে আর অভিনয় করে সে মিথ্যাকে সত্যে বদলায় মেয়েরা তাকেই ভালোবাসে বেশি ।
তবে
ছেলেরা অনেক কিছুই চায় । তবে যে বেশি দেয় তার কাছেই থেকে যায় ।
পৃথিবীতে ছেলে মেযে দুটো প্রজাতির কিছু অংশ বিপরীত প্রজাতির সরল অংশকে ঠকিয়ে যায় ।
ফলে ভালোবাসাটা কেবল স্বার্থের প্রতিশব্দে বদলে যায় ।
সত্যিকথা হচ্ছেঃ
ভালোবেসে কাউকে ধরে রাখা যায় না । আজকাল সত্যি ভালোবাসলে কষ্টই বেশি ।
এই অভিনয়ের খেলায় ইস্তফা দিয়েছি ।
মেনে নিয়েছি ব্যাকডেটেড শব্দটিকে নিজের প্রতিশব্দে ।
ভালোবাসা তোমাদের শহরে রোদের মত । আর আমি ঘরের আঁধারে জোনাকির জ্বলে উঠে নিভে যাওয়া পৃথিবীর বাসিন্দা ।
আমার পৃথিবীতে সামান্য রোদ পড়েনি কখনো ।কেবল আছে গাঢ় অন্ধকার আর ভয়ংকর শূন্যতা ।জীবনে প্রথম প্রেম ছিলো চরম হাস্যকর।
বালিকার একটা টোল পড়া হাসিই অঘটনের মূল।তবু প্রথম প্রেম ব্যাপারটা কেমন জানি।হিসেব মেলেনা ।
একমুখী ভালোবাসা।
মুখ ফুটেও বলিনি বা বলতে পারিনি।
আদিকাল থেকে প্রেম বলতে যা বুঝতাম তা হলোঃ রবী ঠাকুরের গল্পগুচ্ছ ।
কখনো সমাপ্তির মৃন্ময়ী । কখনো পোস্ট মাস্টারের রতন ।
গল্পের নিপূন চরিত্রের বাস্তব বিশ্লেষনে ব্যর্থ হয়েছিলাম।
তারপর ?
হঠ্যাত্‍ করেই শিখে যাইঃ
তোমাকে থামতেই হবে ।
তারপর থেকে অসম্ভবের বিপরীত দিকে ছুটেছি ।
কিন্তু
বারবার উল্টো হয়েছে ।
কিন্তু ভালোবাসা পরিবার ছাড়া পাইনি ।
অথচ আশেপাশে ভালোবেসে সুখী মানুষের সংখ্যা নিতান্তই কমও নয় ।
দেরী করে হলেও এখন বুঝিঃ
প্রেম ভালোবাসা গল্পের বইয়ে বা নায়কসুলভ বাকপটুতায় বেশি মানায় ।
যে ছেলে যত গুছিয়ে মিথ্যা বলে আর অভিনয় করে সে মিথ্যাকে সত্যে বদলায় মেয়েরা তাকেই ভালোবাসে বেশি ।
তবে
ছেলেরা অনেক কিছুই চায় । তবে যে বেশি দেয় তার কাছেই থেকে যায় ।
পৃথিবীতে ছেলে মেযে দুটো প্রজাতির কিছু অংশ বিপরীত প্রজাতির সরল অংশকে ঠকিয়ে যায় ।
ফলে ভালোবাসাটা কেবল স্বার্থের প্রতিশব্দে বদলে যায় ।
সত্যিকথা হচ্ছেঃ
ভালোবেসে কাউকে ধরে রাখা যায় না । আজকাল সত্যি ভালোবাসলে কষ্টই বেশি ।
এই অভিনয়ের খেলায় ইস্তফা দিয়েছি ।
মেনে নিয়েছি ব্যাকডেটেড শব্দটিকে নিজের প্রতিশব্দে ।
ভালোবাসা তোমাদের শহরে রোদের মত । আর আমি ঘরের আঁধারে জোনাকির জ্বলে উঠে নিভে যাওয়া পৃথিবীর বাসিন্দা ।
আমার পৃথিবীতে সামান্য রোদ পড়েনি কখনো ।কেবল আছে গাঢ় অন্ধকার আর ভয়ংকর শূন্যতা ।রফিক স্যার।

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন