এক ছেলে এক মেয়েকে খুব ভালোবাসত কিন্তু এক দুর্ঘটনাতে
মেয়েটি মারা যায় !
ছেলেটি খুব কষ্ট পায় সে দিন রাত অবিরাম কেঁদে যায়:’(
অনেকেই তাকে সান্ত্বনা দেয় কিন্তু কেউ তার কান্না থামাতে পারেনা !
এক দিন এক স্বপ্নে সে দেখেতার সেই প্রিয়তমা সম বয়সী অনেক মেয়ের সাথে স্বর্গে আছে সেটা দেখে সে খুশি হয় ;কিন্তু সে এটা দেখে অবাক হয় সবার হাতে একটা জ্বলন্ত মোমবাতি আছে কিন্তু তার প্রিয়তমার হাতে মোমবাতি থাকলেও তা নেভানো…!!
ছেলেটি তাকে বলে তোমার মোমবাতি নেভানো কেন?
মেয়ের উত্তর : আমি যখন ই এটা জ্বালাতে যাই তোমার কান্না এসে এটি ভিজিয়ে দেয় ; প্লীজ আর কেদনা !
No comments:
Post a Comment
আপনার মন্তব্য দিন