Pages

ভালবাসা- কখনো হাসায়,কখনো বা কাঁদায়

অনেক চেষ্টা করলাম ভুলে যেতে, অনেক চেষ্টা করেছিলাম ঘৃণা করতে । কিন্তু , কেনো জানি পারলাম না । নিজেকে ঘৃণা করতে পারি, কিন্তু তাকে পারি না ! কেনো ? জানি না কেনো এখনো এতো কষ্ট দেয়ার পর ও তাকেই পাগলের মতো ভালোবাসি । হয়তো সত্যিকারের ভালোবাসার পরিণাম এটাই ! অপেক্ষা আর অপেক্ষা । এমন একজনের জন্য অপেক্ষা যে কিনা কোনো দিন ও আসবে না, যে কিনা অন্যের এখন । আমি জানি আমি তাকে আর কোনো দিন ও পাবো না, কিন্তু এটা ও জানি তাকে ছাড়া বাঁচাও সম্ভব না । এতোটা ভালোবাসি যে আজীবন তার অপেক্ষায় কাটিয়ে দিতে পারি । তবু ও চাই ভালো থাকুক সে, সব কষ্ট গুলো আমাকে দিয়ে । থাকুক সে ভালো ।
অভিমান করো তবু...
-- পর করে দিও না ।।
কাছে না আস তবু...
-- হাড়িয়ে যেও না ।।
যত পারো কষ্ট দাও তবু...
-- মন ভেঙ্গো না ।।
দূরে চলে যাও যতই...
-- তবু ভুলে কিন্তু যেও না ।
I Lost My Love.

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন