Pages

প্রেম ও বিয়েঃ একটি শিক্ষামূলক গল্প

একদিন শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করলো, গুরু, প্রেম কি?
গুরু তাকে একটি গম ক্ষেতে নিয়ে গিয়ে বললেন, এখান থেকে সবথেকে সুন্দর গমের শীষটি তোমাকে নিয়ে আসতে হবে, তবে শর্ত একটাই - তুমি পিছন দিকে ফিরতে পারবেনা।

শিষ্য সারা মাঠ ঘুরে খালি হাতে ফিরে আসলো। গুরু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন খালি হাতে ফিরে আসলে?

শিষ্য উত্তর দিলো, গুরু, প্রথমে আমার একটা শিষ পছন্দ হয়েছিলো। তারপর আমি মনে করলাম এত বড় মাঠে সামনে তো আরো অনেক সুন্দর শীষ থাকতে পারে। আমি সামনের দিকে যেতে থাকলাম। কিন্তু ঐটার মতো আর একটাও পেলাম না। যেহেতু আপনি বলেছেন পিছেনে ফেরা যাবেন, তাই আমি খালি হাতেই ফিরে আসলাম।

গুরু বললেন, হে আমার শিষ্য, এটাই প্রেম।

আরেকদিন শিষ্য গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরু, বিয়ে কি?

গুরু তাকে একটা বড় বনে নিয়ে গেলেন এবং বললেন, এই বন থেকে তুমি সবচেয়ে বড় গাছটি কেটে নিয়ে আসবে। শর্ত আগের মতোই, তুমি পিছনে ফিরতে পারবেনা।

শিষ্য কিছুক্ষনের ভিতরেই একটা গাছ কেটে নিয়ে ফেরত আসলো। গুরু তাকে জিজ্ঞাসা করলেন, হে বৎস, এই বনে তো আরো অনেক বড় বড় গাছ ছিলো। তুমি কেন এই গাছটি কেটে নিয়ে এলে?

শিষ্য উত্তর দিলো, গুরুজী, এইবার আর রিস্ক নিইনাই।

গুরু বললেন, এটাই বিয়ে। বুঝেছ আমার বৎস?



(সামহোয়্যার ইন ব্লগের একটি লেখা থেকে কপি-পেষ্ট, মূল লেখাটির লিংক পাবেন এইখানে ।)



বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন