প্রেম পাগলামি, রফিক স্যার। সুন্দরীর প্রেমের পড়ে চেয়েছিস ভিক্ষা,
তোকে দিয়েছে আজ শুধু শিক্ষা।
অনিন্দ্রায় অনাহারে সঁপে দিয়েছিলে মন,
সে তোর পাশে থাকলো না কিছুক্ষণ।
কাটায়াছিস বহুদিন সুখ পরিহার করে,
সমস্ত ভালবাসা উজার করে দিয়েছিস তারে।
বিথা সময় করেছিস শুধু নষ্ট,
আরো পেয়েছিস মনে কষ্ট।
ওরে বাছা, প্রেম করতে হয়েছিলে কেন রাজি?
এ জন্যই তোর ভিক্ষারী দশা আজি।
এ ছিলো তোর কপালের সাজা,
যা ফিরে অবুজ ঘরে ফিরে যা।
তোকে দিয়েছে আজ শুধু শিক্ষা।
অনিন্দ্রায় অনাহারে সঁপে দিয়েছিলে মন,
সে তোর পাশে থাকলো না কিছুক্ষণ।
কাটায়াছিস বহুদিন সুখ পরিহার করে,
সমস্ত ভালবাসা উজার করে দিয়েছিস তারে।
বিথা সময় করেছিস শুধু নষ্ট,
আরো পেয়েছিস মনে কষ্ট।
ওরে বাছা, প্রেম করতে হয়েছিলে কেন রাজি?
এ জন্যই তোর ভিক্ষারী দশা আজি।
এ ছিলো তোর কপালের সাজা,
যা ফিরে অবুজ ঘরে ফিরে যা।
No comments:
Post a Comment
আপনার মন্তব্য দিন