Pages

এই পথিক

আমি প্রায়ই পথ হারাই,
পথ হারাবার মতন সুখ আনন্দ
বুঝি আর কোথাও নেই
মাঝে মাঝে পথ হারালে নতুন নতুন
পথের ঠিকানা পাই খুঁজে,যায় জানা
আমি তাই কখনো কখনো ইচ্ছে করেই
হারাই
আবার অবলিলা ক্রমেও হারাই
অথচ পথ শুধূ
আমাকে ভালোবেসে করে বিভ্রান্ত
তখন পথের ফাঁদে পড়ে হারাই আনন্দ
আসল পথের ঠিকানা খুঁজি একাকী জীবন
সৈকতে
এইতো সেদিন,
সেদিন মানে আদম হাওয়ার কালে
যে পথ হায়িয়েছি তা আজও
অবধি পাইনি খুঁজে
হাটি শুধু সৃষ্টির মানচিত্র বুকে নিয়ে
মনের ভেতর আঁকি তার ছবি
এইতো আর একদিন পথ হারালাম,
পথের বাঁকে বাঁকে
যাবো উত্তরে পথ ধরলাম দক্ষিনের
কিছু দূর যেতে যেতে কে যেনো
ঘরের জানালারার পাশে দাড়িয়ে
উঁকি মেরে বললো-
এই পথিক ওভাবে এই গভীর অন্ধকারে
যাচ্ছ কোথায়
একা একা সংগে আমাকে নেও
আমি ফিরে তাকাই
যেখান থেকে এসেছিলো ভেসে সেই
অচেনা নারী কণ্ঠ
দেখি ওখানে স্থির জ্যোৎস্নার
ডানা মেলে দাড়িয়ে
কে একজন,
সে যে জ্যোৎস্না ছাড়া আর কেউ নয়
নাহ চাঁদ নাহ সূর্য না অন্ধকার
সে কি তবে সেই তুমি ?

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন