Pages

লাইলাতুল ক্বদর

আজ রাত থেকে শুরু হচ্ছে রমজানের শেষ দশক যা এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এর মাঝেই লুকিয়ে রয়েছে সবচেয়ে গুরু্ত্বপূর্ণ একটি রজনী যা হাজার মাসের (প্রায় ৮৪ বছর) থেকেও উত্তম।
কিন্তু কোন নির্দিষ্ট তারিখে এই রজনীটি তা নিশ্চিত করে বলা যায় না। তাই শেষ দশকের প্রত্যেকটি রাতেই একে খুজে বের করার চেষ্টা করা উচিৎ। অনেকেই এটা করেন না।
আবার অনেকেই চাকরির কারনে রাত জাগতে পারেন না। তাই আমি একটা ছোট্ট ফরমুলা নিয়ে হাজির হচ্ছি। যাতে করে প্লান করে করলে প্রতিটি ব্যস্ত এবং চাকরিজীবিদের পক্ষেই লাইলাতুল ক্বদর তালাশ করতে সম্ভব হয়।
লাইলাতুল ক্বদর শুরু হয় মাগরিবের আযানের সাথে সাথেই তাই আপনি ইফতারির পর মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলেন। নামাজ পড়ে বাসায় এসে ১৫ মিনিট রেস্ট নিলেন তারপর ৮ রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ শেষে কোর’আনের ১০টি আয়াত পড়লেন, আর ৫টি হাদিস পড়লেন। তারপর এশার নামাজের আগ পর্যন্ত রেস্ট নিলেন (শুয়ে শুয়ে কিছু তসবিহ-তাহলিল পড়তে পারেন)। এশার নামাজ-তারাবীহ পড়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে ১০ মিনিট রেস্ট নিয়ে ৪ রাকাত নফল পড়ে ঘুমাতে গেলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি এতসব নামাজ পড়ার পরও আপনার ঘুমাতে যাওয়ার সময় ১১:৩০ এর বেশী হবে না। তারপর ৩:১৫ এর দিকে ঘুম থেকে উঠুন। উঠে আট রাকাত তাহাজ্জুদ পড়ে নিন। বাস! হয়ে গেল আপনার প্রতি দিনের লাইলাতুল ক্বদরের সন্ধান। তবে অবশ্যই কেউ যদি এর চেয়ে বেশী আমল করতে পারে তাহলে সেটা অনেক অনেক ভাল এবং বেশী পছন্দনীয়। তাই চেষ্টা করুন বেশী বেশী ইবাদত করার।

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন