Pages

ভালোবাসা নিয়ে মজার ৯টি তথ্য:

  ভালোবাসা নিয়ে মজার ৯টি তথ্য:
১।পরিসংখ্যানে দেখা গেছে যে ,
প্রত্যেক ছেলে মানুষ বিয়ের আগে ৭ বার প্রেমে পড়ে।
২। “love” শব্দটি এসেছে সংস্কৃত lubhyati থেকে যার মানে ইচ্ছা এবং মিউজিক জগৎ এ সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ।
৩।বিয়ের আংটি সব সময় অনামিকা আঙ্গুলে পড়ানো হয়।
কারণ সেই আঙ্গুলের সাথে হার্ট এর সংযোগ আছে বলে ধরা হয়।
৪। গোলাপ ভালোবাসার প্রতীক এবং এর বিভিন্ন কালার ভালোবাসার বিভিন্ন অর্থ বহন
করে। লাল গোলাপ- প্রকৃত ভালোবাসা, লাইট পিংক গোলাপ-
ইচ্ছা; আকাঙ্খা, হলুদ গোলাপ- বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য।
৫। ছেলেরা সেই সব মেয়েদের
প্রতি বেশি আগ্রহী যাদের
কোমরের পরিধি কটিদেশের
প্রায় ৭০ ভাগ।
৬। যে স্বামী তার স্ত্রীকে প্রতিদিন সকালে কিস করে সে অন্যদের চেয়ে পাচঁ বছর বেশি বাচেঁ।
৭। যারা নতুন নতুন প্রেমে পড়ে তাদের দেহে সেরেটোনিন নামক এক প্রকার হরমোন উৎপন্ন
হওয়া কমে যায়। যার ফলে মন
কিছুটা উদাস থাকে বা বিষণ্ণতায় ভুগে।
৮। বেশিরভাগ ব্রেক-আপ
হয়ে থাকে রিলেশনের ৫-৬ মাসের মাথায়।
9. পরিসংখ্যানে দেখা গেছে প্রকৃত
প্রেমিকরা কিস করার সময় ডান গাল থেকে শুরু করে ।
মজা পেলে লাইক , সঠিক বা ভুল মনে হলে কমেন্ট , নতুন কিছু জানতে পারলে শেয়ার করুন

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন