চকোলেট আর গোলাপে চিঁড়ে ভিজবে না হাতে সময় চব্বিশ ঘণ্টারও কম। পুরোনো উপহার একেবারেই নয়।২০১৪ র ভ্যালেনটাইন’স ডে-তে বিশেষ মানুষটির মন জয় করতে নতুন টিপস দিচ্ছে --রফিক স্যার।
মেগা ডেট‘হাউ আই মেট ইওর মাদার’-এ যেমন ছিল। তেমনই কালকের ডেট শুধু ডিনার আর ডেজার্টে হবে না। ও সব তো বছরের বারো মাস হতে পারে। তাই বলে ভ্যালেনটাইন’স ডে-তে? অন্য ভাবে প্ল্যান করতে হবে দিনটা। তাকে বাড়ি থেকে পিক আপ করুন ঘোড়ায় টানা গাড়িতে। ঢুকে পড়ুন কাছের কোনও বোলিং ক্লাব বা রোলার স্কেটিং ক্লাবে। অনেক জায়গা আছে যেখানে মেম্বারশিপ ছাড়াও যাওয়া যায়। তার পর রেস্তোরাঁয় সি ফুড প্ল্যাটার। ঘোড়ার গাড়ি ম্যানেজ করতে না পারলে গাড়িতেই না হয় বেরিয়ে পরুন লং ড্রাইভে।
উপহারে থাক স্বাক্ষরউপহার তো দেবেনই। কিন্তু সেটা কোনও মতেই যেন ‘বাজার থেকে কিনলাম আর দিয়ে দিলাম’ টাইপ না হয়। তা হলেই একেবারে ঘেঁটে ঘ। ভালবাসার বদলে পুরো একশো আশি ডিগ্রি ঘুরে যাবে আপনার ভ্যালেনটাইন। তেমন পরিস্থিতি যাতে না আসে, তার জন্যই উপহারে থাকতে হবে কোনও ব্যক্তিগত ছোঁয়া। সে যেমন আপনার কাছে স্পেশাল, তেমনই তার উপহারও তো হওয়া উচিত স্পেশাল। চিন্তার কিছু নেই। সমাধানে আছে প্রেস্টো। আর কী! গিফ্টের ক্রিস্টালে বসিয়ে দিন আপনাদের ছবি বা ওকে উপহার দিন আপনাদের ছবিওয়ালা টি-শার্ট।
নিজের কার্ড নিজে বানানভ্যালেনটাইন’স ডে মানেই গ্রিটিংস কার্ড। তবে জেন-ওয়াই-ভ্যালেনটাইন কিন্তু বাজার থেকে কেনা গ্রিটিংস্ কার্ডে মোটেও খুশি হবে না। কেনা কার্ডে তো আর আপনার ছোঁয়া নেই। তাই উপহারের মতো গ্রিটিংস কার্ডেও আপনার ছোঁয়া থাকা চাই। যত দামি কার্ডই হোক না কেন, নিজে হাতে বানানো কার্ডের ধারে কাছে ঘেঁষতে পারবে না কেনা কার্ড। একটু খাটুন, ভ্যালেনটাইনের জন্য গ্রিটিংস্ কার্ড নিজের হাতে বানান। একটু কষ্টের, তবে রিটার্ন ভাল। চাইলে যে কোনও ‘DIY’ ওয়েব সাইটে ঢুঁ মারুন। ওখানেই পেয়ে যাবেন বাড়িতে গ্রিটিংস্ কার্ড বানানোর ফান্ডা।
সাজুন লালেবয়ফ্রেন্ড যখন এত কিছু করছে, আপনারও তো উচিত তাকে কিছু দেওয়া। উপহার মেয়েরাও দেবেন। তবে আপনার বয়ফ্রেন্ডকে ফ্ল্যাট করতে ছোট্ট লাল ড্রেসের কোনও বিকল্প নেই। ড্রেস তো বিশেষ বিশেষ দিন পরতেই হয়। কিন্তু ভ্যালেনটাইন’স ডে তো আর শুধু বিশেষ দিন নয়। ‘বিশেষ’ বিশেষ দিন। আর প্রেমের প্রকাশ লালের থেকে আর কীসেই বা হতে পারে! তাই আপনার ভ্যালেনটাইনের মন জয় করতে বেছে নিন লাল রং। হাতে লাল গোলাপ আর চকোলেট। ভ্যালেনটাইনকে ফ্ল্যাট করতে আর
কী চাই!
বাড়ির ভিতর পিকনিক
শুনেই হয়তো ভাবছেন, এ আর নতুন কী? নাক কুঁচকোবেন না। বাড়িতে পিকনিক মানেই যে বোরিং হবে, তা তো নয়। দরকার একটু প্ল্যানিং, ব্যস্ বাড়ির ভিতরেও জিতে নেওয়া যাবে ভ্যালেনটাইনের মন। রেস্তোরাঁয় ক্যান্ডেল লাইট ডিনার তো অনেক ডেটেই করেছেন। তবে বিশেষ এই দিনটায় একটু অন্য রকম করুন। এ বার আর রেস্তোরাঁ নয়, বাড়িতেই জমবে ডিনার। রেস্তোরাঁর ডেজার্টের বদলে নিজের হাতে তৈরি করা কাপ কেক। সুগন্ধী মোমবাতি জ্বালিয়ে বাড়িতেই এ বার হোক ক্যান্ডেল লাইট ডিনার। গ্ল্যাম্পিং
ক্যাম্পিং তো অনেক হল। এ বার হোক গ্ল্যাম্পিং। উঁহু, এটা আদৌ সাদামাটা ক্যাম্পিং নয়। এ হল গ্ল্যামারাস ক্যাম্পিং। একদিনের ডেট জেন ওয়াইয়ের কাছে ছেলেখেলা। বেস্ট ভ্যালেনটাইন হতে একটু ফন্দি বার করতে হবে। ছক করে বৃহস্পতিবারের ছুটি ম্যানেজ করতে পারলেই কিন্তু টানা উইকএন্ড। পরের দিন সরস্বতী পুজো, তার পরেই শনি-রবি। চারদিনের ছুটিতে ভ্যালেনটাইনকে নিয়ে বেরিয়ে পড়ুন কোনও রোম্যান্টিক জায়গায়। তবে জায়গা বাছবার সময় মাথা খাটাবেন।
পুরোনো স্মৃতি
পুরোনো স্মৃতি সব সময় প্রিয়। তাই কাল সেরা ভ্যালেনটাইনের খেতাব পেতে সাহায্য নিন সেই পুরোনো স্মৃতির। প্রথম দিনের ডেটে যেখানে গিয়েছিলেন, যা যা করেছিলেন, এ বার সেটাই আবার করুন। ভয়ে ভয়ে সে দিন যদি জলের গ্লাস উল্টে ফেলে থাকেন, এ বার সেটাও বাদ দেবেন না। আর দিনের শেষে উপহার দিন এক সঙ্গে কাটানো সময়ের ছবিওয়ালা স্ক্র্যাপবুক।
মেগা ডেট‘হাউ আই মেট ইওর মাদার’-এ যেমন ছিল। তেমনই কালকের ডেট শুধু ডিনার আর ডেজার্টে হবে না। ও সব তো বছরের বারো মাস হতে পারে। তাই বলে ভ্যালেনটাইন’স ডে-তে? অন্য ভাবে প্ল্যান করতে হবে দিনটা। তাকে বাড়ি থেকে পিক আপ করুন ঘোড়ায় টানা গাড়িতে। ঢুকে পড়ুন কাছের কোনও বোলিং ক্লাব বা রোলার স্কেটিং ক্লাবে। অনেক জায়গা আছে যেখানে মেম্বারশিপ ছাড়াও যাওয়া যায়। তার পর রেস্তোরাঁয় সি ফুড প্ল্যাটার। ঘোড়ার গাড়ি ম্যানেজ করতে না পারলে গাড়িতেই না হয় বেরিয়ে পরুন লং ড্রাইভে।
উপহারে থাক স্বাক্ষরউপহার তো দেবেনই। কিন্তু সেটা কোনও মতেই যেন ‘বাজার থেকে কিনলাম আর দিয়ে দিলাম’ টাইপ না হয়। তা হলেই একেবারে ঘেঁটে ঘ। ভালবাসার বদলে পুরো একশো আশি ডিগ্রি ঘুরে যাবে আপনার ভ্যালেনটাইন। তেমন পরিস্থিতি যাতে না আসে, তার জন্যই উপহারে থাকতে হবে কোনও ব্যক্তিগত ছোঁয়া। সে যেমন আপনার কাছে স্পেশাল, তেমনই তার উপহারও তো হওয়া উচিত স্পেশাল। চিন্তার কিছু নেই। সমাধানে আছে প্রেস্টো। আর কী! গিফ্টের ক্রিস্টালে বসিয়ে দিন আপনাদের ছবি বা ওকে উপহার দিন আপনাদের ছবিওয়ালা টি-শার্ট।
নিজের কার্ড নিজে বানানভ্যালেনটাইন’স ডে মানেই গ্রিটিংস কার্ড। তবে জেন-ওয়াই-ভ্যালেনটাইন কিন্তু বাজার থেকে কেনা গ্রিটিংস্ কার্ডে মোটেও খুশি হবে না। কেনা কার্ডে তো আর আপনার ছোঁয়া নেই। তাই উপহারের মতো গ্রিটিংস কার্ডেও আপনার ছোঁয়া থাকা চাই। যত দামি কার্ডই হোক না কেন, নিজে হাতে বানানো কার্ডের ধারে কাছে ঘেঁষতে পারবে না কেনা কার্ড। একটু খাটুন, ভ্যালেনটাইনের জন্য গ্রিটিংস্ কার্ড নিজের হাতে বানান। একটু কষ্টের, তবে রিটার্ন ভাল। চাইলে যে কোনও ‘DIY’ ওয়েব সাইটে ঢুঁ মারুন। ওখানেই পেয়ে যাবেন বাড়িতে গ্রিটিংস্ কার্ড বানানোর ফান্ডা।
সাজুন লালেবয়ফ্রেন্ড যখন এত কিছু করছে, আপনারও তো উচিত তাকে কিছু দেওয়া। উপহার মেয়েরাও দেবেন। তবে আপনার বয়ফ্রেন্ডকে ফ্ল্যাট করতে ছোট্ট লাল ড্রেসের কোনও বিকল্প নেই। ড্রেস তো বিশেষ বিশেষ দিন পরতেই হয়। কিন্তু ভ্যালেনটাইন’স ডে তো আর শুধু বিশেষ দিন নয়। ‘বিশেষ’ বিশেষ দিন। আর প্রেমের প্রকাশ লালের থেকে আর কীসেই বা হতে পারে! তাই আপনার ভ্যালেনটাইনের মন জয় করতে বেছে নিন লাল রং। হাতে লাল গোলাপ আর চকোলেট। ভ্যালেনটাইনকে ফ্ল্যাট করতে আর
কী চাই!
বাড়ির ভিতর পিকনিক
শুনেই হয়তো ভাবছেন, এ আর নতুন কী? নাক কুঁচকোবেন না। বাড়িতে পিকনিক মানেই যে বোরিং হবে, তা তো নয়। দরকার একটু প্ল্যানিং, ব্যস্ বাড়ির ভিতরেও জিতে নেওয়া যাবে ভ্যালেনটাইনের মন। রেস্তোরাঁয় ক্যান্ডেল লাইট ডিনার তো অনেক ডেটেই করেছেন। তবে বিশেষ এই দিনটায় একটু অন্য রকম করুন। এ বার আর রেস্তোরাঁ নয়, বাড়িতেই জমবে ডিনার। রেস্তোরাঁর ডেজার্টের বদলে নিজের হাতে তৈরি করা কাপ কেক। সুগন্ধী মোমবাতি জ্বালিয়ে বাড়িতেই এ বার হোক ক্যান্ডেল লাইট ডিনার। গ্ল্যাম্পিং
ক্যাম্পিং তো অনেক হল। এ বার হোক গ্ল্যাম্পিং। উঁহু, এটা আদৌ সাদামাটা ক্যাম্পিং নয়। এ হল গ্ল্যামারাস ক্যাম্পিং। একদিনের ডেট জেন ওয়াইয়ের কাছে ছেলেখেলা। বেস্ট ভ্যালেনটাইন হতে একটু ফন্দি বার করতে হবে। ছক করে বৃহস্পতিবারের ছুটি ম্যানেজ করতে পারলেই কিন্তু টানা উইকএন্ড। পরের দিন সরস্বতী পুজো, তার পরেই শনি-রবি। চারদিনের ছুটিতে ভ্যালেনটাইনকে নিয়ে বেরিয়ে পড়ুন কোনও রোম্যান্টিক জায়গায়। তবে জায়গা বাছবার সময় মাথা খাটাবেন।
পুরোনো স্মৃতি
পুরোনো স্মৃতি সব সময় প্রিয়। তাই কাল সেরা ভ্যালেনটাইনের খেতাব পেতে সাহায্য নিন সেই পুরোনো স্মৃতির। প্রথম দিনের ডেটে যেখানে গিয়েছিলেন, যা যা করেছিলেন, এ বার সেটাই আবার করুন। ভয়ে ভয়ে সে দিন যদি জলের গ্লাস উল্টে ফেলে থাকেন, এ বার সেটাও বাদ দেবেন না। আর দিনের শেষে উপহার দিন এক সঙ্গে কাটানো সময়ের ছবিওয়ালা স্ক্র্যাপবুক।
|
No comments:
Post a Comment
আপনার মন্তব্য দিন