Pages

প্রথম প্রেম কি ভুলা যায়?

Dipika-Ranabir  18-12জীবনের প্রথম প্রেম কি কখনো ভুলা যায়? তাইতো প্রেম ফুরিয়ে গেলেও সাবেক প্রেমিক রণবীর কাপুরের প্রতি টান এখনও ফুরায়নি দীপিকা পান্ডুকোনের। আর সেই টান থেকেই তিনি নিজের একটা পার্টিতে সবার আগে আমন্ত্রণ জানিয়েছেন রণবীরকে।
২১ শে ডিসেম্বর মুম্বাইতে দীপিকার নিজের অ্যাপার্টমেন্ট কিংবা জুহুর কোন ফাইভ স্টার হোটেলে দেয়া হতে পারে এই পার্টি। রণবীর কাপুর ছাড়াও পার্টিতে নিজের সব ছবির পরিচালক ও সহশিল্পীদেরও আমন্ত্রণ জানিয়েছেন দীপিকা।
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সাফল্যের পর বছরের মাঝামাঝিতে পার্টি দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘রাম-লীলা’ ছবি দুটিতে সাফল্য পেয়েছেন এ অভিনেত্রী। এ বছর সব মিলিয়ে মোট ৪ টি ছবিতে তার পরপর সাফল্য। তাই বছরের শেষদিকে আবারও পার্টি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীপিকার আমন্ত্রিত অতিথিদের তালিকায় রণবীর কাপুর ছাড়াও আছেন শাহরুখ খান, সিদ্ধার্থ মালিয়া, ইমরান খান ও তার স্ত্রী অবন্তিকা, জেনেলিয়া ডি সুজা, প্রাচী দেশাই, অভয় দেওল, ইমতিয়াজ আলী, রোহিত শেঠি, আয়ান মুখার্জি, মধুর ভান্ডারকর, সঞ্জয় লীলা বানশালি, করন জোহর, হোমি আদ জানিয়া ও ফারাহ খান। আমির ও সালমান খানকেও আমন্ত্রণ জানিয়েছেন দীপিকা।
শাহরুখের বিপরীতে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে ২০০৭ সালে যাত্রা শুরু এ অভিনেত্রীর। এ বছরে বক্স অফিসে নিজের অভাবনীয় সাফল্যের কথা কয়েক দিন আগে জনসম্মুখে স্বীকার করেন দীপিকা। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ২০১৩ আমার জন্য অনেক ভাল একটি বছর। এ বছরে আমি অনেক সাফল্য পেয়েছি। যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের সঙ্গে এই সাফল্যকে ভাগাভাগি করে নিতে চাই আমি। 

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন