Pages

ভাললাগা আর ভালবাসার সম্পর্ক

"বরফ আর পানি প্রায় একই বস্তু হওয়া সত্বেও তাদের মাঝে ব্যবধান এতই বেশি যে মাঝে মাঝে তা কল্পনাতীত হয়ে দাঁড়ায়। যেমন ধরুন আপনার প্রচন্ড সর্দি-কাশি লেগেছে। এবার নিশ্চই আপনি এক গ্লাস বরফ রুপের বিষ পান না করে সাধারণ এক গ্লাস পানিই পান করবেন।ভাললাগা আর ভালবাসার সম্পর্কটা অনেকটা বরফ আর পানির সম্পর্কের মত। আপনার যদি কাউকে ভাল লাগে এবং সেই ভাললাগাকে ভালবাসা ধরেন তাহলে আপনার পরবর্তী পদক্ষেপগুলো সর্দি-কাশিতে বরফ খাওয়ার মতোই হবে। মানে যাকে বলা যায় সাংঘাতিক বিপর্যয়! না পারবেন ছাড়তে, না পারবেন সম্পর্ক ধরে রাখতে।ভাললাগা হল ভালবাসার কিছু অব্যক্ত অনুভূতি। ভাললাগা আর ভালবাসা অনেকের চোখে এক, কিন্তু তারা বাস্তব অর্থে ভিন্ন। ভাললাগার সংঙ্গার সাথে ভালবাসার সংঙ্গা মেলে না। কোন কিছুকে আপনার প্রথম দেখেই ভাল লেগে যেতে পারে। সেটা বস্তু ও হতে পারে, প্রাণী ও হতে পারে তাতে কিছু যায় আসে না। জীবন পথে চলার সময় মানুষ যখন সুন্দর কিছু দেখে তখন হঠাৎ থমকে দাঁড়ায়। কেউ ছোট্ট একটা মুহূর্ত দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করে আবার তার গন্তব্যে হাঁটতে থাকে, কেউ আবার অন্যরকম আকর্ষণে আটকে যায় সেখানে। এই অন্যরকম আকর্ষণ ভাললাগা আর ভালবাসার মাঝামাঝি পর্যায়। এই পর্যায় থেকে ভালবাসা আরো বহুক্রোশ দূরে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধাপকেই অনেকে ভালবাসা ধরে নেই। সেই সাথে সুন্দর আর সাজানো-গোছানো জীবনটাকেই উল্টে ফেলি। ভাললাগা আর ভালবাসার মাঝে এরকম প্যাঁচই আমরা লাগিয়ে ফেলি যার ফলাফল শুভ হয় না।
 

** ধরুন , আমি একটি মেয়েকে ভালবাসি ,প্রতিদিন সকালে তার স্কুলে যাওয়া দেখি ।কখনও বলতে ইচ্ছা করে "আমি তোমাকে ভালবাসি"কিন্তু মেয়েটি সম্পরকে আমি কিছুই জানি নাহ।যাক , কিছুদিন পর কথা বললাম ,নাম্বার নিলাম,ফোনে কথা বলা শুরু ,শেষে এ প্রোপোজ , কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে ,তার সাথে আমার বনিবনা হচ্ছে না।অতএব , সম্পরক ব্রেকাপ ।কিন্তু কেন ? সম্পরক গড়া ভাঙ্গা কি এতোই সোজা ! আবার অনেক সম্পরক আছে ভাল আর একজনের প্রোপজে রাজি হয়ে , ব্রেকাপ করে । আজিব !ভাললাগা হল ধরুন আপনি আপনার ছোট ভাইয়ের জন্য একটি ছোট তোতে পাখি আনলেন, পাখিটি আপনার ও খুব পছন্দের।আপনার ভাইও খুশী হল।সারাদিন তাকে নিয়ে খেলা করছে আপনার ভাই।মাঝে মাঝে খাঁচা নিয়ে দোঁড়া দোঁড়ি করে।পাখিকে অযথা ভিজিয়ে দেয়,লাঠি দিয়ে গুথু দেয়।এতে পাখিটী সারাদিন অস্তির হয়ে থাকে।আর এটা দেখে আপনার মায়া হয়।এক সময় আপনার ছোট ভাইয়ের এ নির্যাতন এর উপর আপনার রাগ হয়।ভাইকে মানা করেন ,কিন্তু সে আরও বেশি কষ্ঠ দেয় পাখিটিকে।ধীরে ধীরে পাখগিটির উপর আপনার মায়া/ভাললাগা/ভালবাসা বসে গেল।আপনি যা বলেন একে।আর পাখির এই কষ্ঠ লাগবের একমাত্র উপায় পাখিকে মুক্তি দেওয়া।,কিন্তু পাখিকে আপনি ছেড়ে দিতে চাইছেন না আবার পাখিটি কষ্ঠ পাক তাও চাননা।।এখবন আপনি কি করবেন ? পাখিটি অবুঝ, তার তো কোন দোষ নেই,সে তো কখনও আপনার ছিল না ।তার চিরচেনা পরিবেশ হতে আপনি থাকে তুলে এনেছেন ,তার কষ্ঠ পাবার তো কোন নিয়ম নেই।আপয়ানর জন্যই তো পাখিটির এই কষ্ঠ।আপনি মুক্তি দিবেন এবং দিলেন।দিন যাই তো যাই।ধীরে ধীরে আপনার মনে পাখিটির জন্য কষ্ঠ বাড়তে লাগল। এ কষ্ঠবাড়ার কারন কি ? অন্য কে সুখী করতে গিয়ে আজ আপনি নিঃস্ব।আপনার ছোট ভাইটি ,পাখি চলে যাওইয়ায় কিছু দিন অভিমান কিংবা রাগ করে থাকবে ?কিন্তু কিছু ভিডিও গেম বা অন্য কোন খেলনা দিলে সে বেমালুম পাখিটির মায়া ভুলে যাবে ।কিন্তু আপনি কি কখনও পাখিটির কথা ভুলতে পারবেন ?যে আপনাকে দেখে উৎসুক করত।আপনার সাথে কথা বলতে চাইতো । আপনার ডাকে সাড়া দিত।এ এমন কি সামান্য একটা পাখির জন্য আজ আপনার চোখে পানি ?এ এমন কি যে, ঘুমের ঘোরে আপনার মুখে পাখির নাম। একি ভালাবাসা নই কি নাকি মায়া কিনবা শুধু ভাললাগা ?আপনার কাছে প্রশ্ন রইল।???
 

**আরও একটা বলি।
** একটা গোলস্প গাছে গোলাপ ফুল ফোটল।(১) আপনি গোলাপ ফুল পছন্দ করেন আবার (২)

ভালবাসেন। তাহলে আপনি কি করবেন?'
''''''''''''''ভাললাগা আর ভালবাসা একজিনিষ নয়।''''''''''''''''''''
''(১) পছন্দেরটা বলিঃ গাছ থেকে গোলাপ ফুলটি ছিড়ে নিয়ে কোঁপাই পড়বেন , তাইতো ?
(২)আর ভালবাসা হলেঃ গোলাপটি যাতে কেউ নিতে না পারে তার জন্য চারদিকে বেড়া দিবেন।ফুলটি আরও বেশি দিন যাতে সুন্দর্য ছড়াতে পারে তাই প্রতিদিন পানি দিবেন।আর ফুলের সুন্দর্য আপনাকে মুগ্ধ করে ......... এটা কি ভালবাসা নয় ? ভাললাগা আর ভালবাসার পার্থক্য বুঝছেন , ?

** প্রেম আর ভালবাসা ! বাপরে সেতো আরো বেশি কিছু !

ভালবাসা এক তরফাই হয় কিন্তু প্রেম ? প্রেম হয় দুটি মনের মিলনে । দুটি মানুষের চাওয়া পাওয়া এক হলে।কিছু স্বপ্ন।কিছু আশা। কিছু সুন্দর স্মৃতি ,ভাললাগ কিছু মুহূর্ত।কিছু দায়িত্ব,কিছু ভবিষ্যত , যা ভালবাসাই না ও থাকতে পারে , কারন আপনি যাকে ভালবাসেন সে আপনাকে ভালবাসতে নাও পারে । কি ঠিক ? নাকি জোর করে ভালবাসা কেঁড়ে নিবেন,তোমাকে না পেলে আমি আত্নহত্যা করব।তুমি আমাকে ভালবাসবে কিনা বল ? কিন্তু একবারের জন্য ভেবেছেন আপনার বাবা-মা ,যারা আপনার জন্য এতো কিছু করল , তাদের জন্য কি আপনি আত্নহত্যা করতে পারবেন ?যারা আপনাক ছোট বেলা থেকে লালন-পালন করেছে।আপনি যখন কাঁদছেন ,আপনার কান্না থামানোর জন্য আপনার আব্বু অফিসে যেতে দেরি হচ্ছে জেনেও আপনাকে নিয়ে দুটি পাক দিয়ে এলেন বাইরে থেকে,তখন আপনার কান্না থামানোর জন্য আপনার bf/gf কইছিল ? আপনি যখন ক্ষুধার জ্বালাই দুর্বল ।তখন আপনার আব্বু-আম্মু ছিল নাকি আপনার জান ছিল ? তাদের কথাও ও একবার ভাবেন। আমি আপনার জানুর বিরুধি না , আমি প্রেমেরও বিরুধিও না। আমি শুধু বলেছি , ভালবাসা প্রানী হয়না । গাছ-পালা ও হয় ।।

আপনারা ভালবাসতে শিখুন । আপরকে ভালবাসুন , কষ্ঠ নয় , আনন্দ দিতে শিখুন । ভালবাসতে না পারলে ভালবাসার অভিনয় করবেন না । ছলনা করবেন না , মহান আল্লাহ আপনাকে স্বাধীন করেছে ঠিক কিন্তু কারো মন নিয় খেলার অধিকার আপনাকে দেয়নি .....................।

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন