Pages

প্রেম কি এবং কেন ?

যত সুখ-দুঃখ ‘প্রেম’কে নিয়ে

‘প্রেম তুমি অমর, স্বর্গীয় সুখ’

 রফিক স্যার.
‘‘সবার জীবনে প্রেম আসে, তাইতো সবাই ভালোবাসে,
প্রথম যারে লাগে ভালো যায়না ভূলা কভূ তারে।’’
জীবণ ক্ষণস্থায়ী, ‘প্রেম’ অমর। ‘প্রেম’ সত্য, প্রকৃত, চিরন্তন। পৃথিবী সৃষ্টির উষালগ্ন থেকে ‘প্রেম’ চলে আসছে। মানুষের মধ্যে নারী ও পুরুষের পরস্পরের প্রতি প্রেম, জীব প্রাণীর মধ্যে প্রেম, পশু-পাখির মধ্যে প্রেম, গাছ-গাছালীর মধ্যে প্রেম, জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে প্রেম। ‘প্রেম’ স্বর্গ থেকে আসে। প্রেমের সংজ্ঞা দেয়া কঠিন। প্রেমের বিভিন্ন রূপ। জীবনে ‘প্রেম’ ছাড়া কিছু নেই। প্রেমের কারণে পৃথিবীতে বেঁচে থাকা। প্রেমের জন্য সংসার, প্রেমের জন্য দাঙ্গা, ফাসাদ, খুন-খারাবী। প্রেমের টানে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজণদের পরিত্যাগ করে প্রেমিক-প্রেমিকার ঘর বাঁধা। ধবংসের কারণ উপস্থিত হইলেও সর্বদা ধবংস রহিত যুবক, যুবতীর ভাব বন্ধন, তাহাই ‘প্রেম’।
‘প্রেম’ কে নিয়ে লেখক, কবি, সাহিত্যিক, ছোট গল্পকার, প্রবন্ধকার,&ঔপন্যাসিক অনেক ধরণে রঙবে রঙের রোমাঞ্চকর ঘটনা, কাহিনী, হাস্য, বিষাদের কথা লিখেছেন। এক-এক রকম দৃষ্টিকোণ থেকে দেখেছেন। বিহারী লাল চক্রবর্তী বলেছেন- সবই কি ভূল ? তবে কি সকলি ভূল ? নাই কি প্রেমের মূল? আবার কখনও তিনি প্রেমিকাকে কাছে না পেয়ে ব্যর্থ পরিণতি দেখে হতাশার সুরে কথা বলেছেন- কিছুতেই যখন তোমারে না পেলাম, একেবারে আমি যেন কি হয়ে গেলাম। ‘প্রেম’ রোমান্টিক। প্রেমের ভাবনা একান্ত গভীর। ‘প্রেম’ সর্বদা আবেগ সৃষ্টি করে। মন হু হু করে। ‘প্রেম’ খুবই নিষ্ঠুর। প্রেমে’র জন্য অনেক প্রেমিক ও প্রেমিকা শিক্ষা জীবনের ইতি টানে। প্রেম অতি মূল্যবান মানিক, রত্ন। তাই ‘প্রেম’ পাবার জন্য সকলে ব্যকুল। প্রেমের জন্য প্রেমিক ও প্রেমিকা ধন রত্ন, জাতি, বর্ণ কিছুই চাহে না। চায় কেবল আত্মার মিলন। ‘প্রেম’ চিরদিনই এক মানবিক বিষয়। ধর্ম, সমাজ কিংবা অন্য কোন কড়া শাসনের সীমা সে প্রায়শই অতিক্রম করে তার আপন স্বভাবজাত শক্তিতে। ধর্মভেদ বা সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সে ‘প্রেমে’র প্রতিবন্ধকতা বা অন্তরায় নয়। কায়কোবাদের ভাষায়- কি পার্থক্য প্রেমের নিকটে, হিন্দু- মুসলমানে নাথ; নিজে প্রেমময়, জগদীশ, প্রেম শ্রেষ্ঠ সব ধর্ম হতে।
‘প্রেম’ হচ্ছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সংগীত আমার সোনার বাংলা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য এবং সোনার বাংলাদেশ, পল্লী কবি জসীম উদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’ এবং ‘সোজন বাদিয়ার ঘাট’, জীবনান্দ দাসের ‘রূপসী বাংলা’, সেক্স পিয়রের সৃষ্টি রুমি এ্যান্ড জুলিয়েট, মাইকেল মধুসূদনের ‘মেঘনাদ বধ’, আরবী কাব্যের জনক ইমরুল কায়েসের ‘প্রেম গাঁথা’ কবিতা, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। কবি দ্বিজেন্দ্রলাল বলেছেন- তাকেই বলে প্রেম যখন না থাকে Future এর চিন্তা, নাহি থাকে Shame. রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন- ‘‘প্রেমের ফাঁদ পাতা ভূবনে, কখন কে ধরা পড়ে কে জানে। শরম ছুটে হায়, গরম টুটে যায়, সলিল বহে যায় দু নয়নে।’’
‘প্রেম’ অনাগত প্রিয়ার চিত্রিত রূপের জীবন পিপাসা ও দেহ কামনা। নজরুলের ভাষায়- ‘‘যাহা কিছু সুন্দর হেরি করেছি চুম্বন, যা কিছু চুম্বন দিয়ে করেছি সুন্দর।’’ বাউল সম্রাট লালন শাহের ভাষায়- ‘‘প্রেম হইল কামের লতা, কাম ছাড়া প্রেম যথা তথা।’’
‘প্রেমে’র মাল্টিকালার রয়েছে। যে কালার এক-এক সময় লাল, নীল, হলুদ কালো সহ সুর্যের সাত রঙ ধারণ করে। ‘প্রেমে’র স্বাদ মিষ্টি, ঝাল, টক এবং তিতা। যখন প্রেমিক-প্রেমিকা একে অন্যের সান্নিধ্য পাওয়ার আশায় কোন স্থানে মিলিত হতে যায়, তখন ‘প্রেমে’র স্বাদ টক, যখন কাছে পায়, তখন প্রেমের স্বাদ মিষ্টি, যখন দু’জনের কথার সঙ্গতি না মিলে তখন প্রেমের স্বাদ ঝাল এবং যখন প্রেমিক-প্রেমিকার বিচ্ছেদ ঘটে, তখন প্রেম হয় তিতা। ‘প্রেম’ শব্দের বাংলা সমার্থক অর্থ প্রীতি, স্নেহ, ভালোবাসা,অনুরাগ, ভক্তি মিশ্রিত ভাব বিশেষ, বন্ধু, প্রিয়। আরবীতে হাববু, বেদাদুন। হিন্দীতে পিয়ার, উর্দুতে মুহাববাত এবং ইংরেজীতে লাভ ইত্যাদি। ‘প্রেম’ হচ্ছে সাকির পিয়ালা। ‘প্রেম’ হচ্ছে- বিধাতার নিয়ামত বা অশেষ দান। ‘প্রেম’ দেবতার অনুগ্রহ। ‘প্রেম’ জীবন-মরণ। তাই ‘প্রেমে’র জন্য আত্ন বিসর্জন দিতে কুন্ঠাবোধ করে না সত্যিকারের প্রেমিক-প্রেমিকা। ‘প্রেমে’র জন্য কএস হয়েছে ‘মজনু’, রাধা হয়েছে ‘ব্যাকুল’, জুলেখা হয়েছে ‘পাগল’,। চন্ডীদাস প্রিয়া রজকিনীর রূপে মুগ্ধ হয়ে ১২ বছর বড়শী নিয়ে খেলা করেছে। ইংল্যান্ডের রাজা অষ্টম এ্যাডওয়ার্ড সিংহাসন ছেড়েছে। অনেক দেশের রাজ কন্যা রাজ পরিবারের পদবী হারিয়েছে।
‘প্রেমে’র নিকট জাত, বয়স কিছুই গ্রহণ যোগ্য নয়। ‘প্রেম’ চলে আপন মহিমায়, আপন গতিতে। মানেনা শত বাধা, প্রতিকুল। প্রেম’ ঝড়, তুফান, সাইক্লোন, সুনামী, ভূমিকম্প, আগ্নেগীরি, ‘প্রেম’ আত্নার শান্তি, ‘প্রেম’ হৃদয়ের অশান্তি। প্রেমিক-প্রেমিকার জীবনের বীজ ‘প্রেম’।
‘প্রেমে’র কারণে কেই চাহে না মরতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়- মরতে চাহিনা সুন্দর ভূবনে।
‘প্রেম’ সৃষ্টি করে জীবন যুদ্ধ, রাষ্ট্রীয় সংঘাত, তৈরী করে কবি, সাহিত্যিক. দার্শনিক. অমর নাটক, সীনেমা। ‘প্রে মের’ নিকট জাত, কুল, আভিজাত্য বংশ মর্যাদা সবই সমান।
প্রেমিক-প্রেমিকা আবার অনেক ধরণের হয়ে থাকে। খেলার জগতে ক্রীকেট প্রেমী, ফুটবল প্রেমী, হকি প্রেমী, সাঁতার প্রেমী, কাবাডি প্রেমী,। শিক্ষার ভূবনে বিজ্ঞান প্রেমী, ভাষা প্রেমী, সাহিত্য প্রেমী, কম্পিউটার প্রেমী, ভূগোল প্রেমী, গণিত প্রেমী। প্রেম বিভিন্ন রসে ভরপুর। ‘প্রেম’ আধুনিককালে প্রেমিক-প্রেমিকার মোবাইলের আলাপ, এসএমএস, ইন্টারনেটের বসে চ্যাট করা।
‘প্রেম’ হচ্ছে পুত্র বা কন্যার সাথে মা-বাবার, ছাত্রের সাথে ছাত্রী, দেবতার সাথে দেবীর, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, শিক্ষকের সাথে ছাত্রের সম্পক, প্রেম হচ্ছে দেশের প্রতি জনগণের ভালোবাসা। এক কথায় ‘প্রেম’ অমরত্ব, স্বর্গ থেকে ‘প্রেমে’র জন্ম। আমি ‘প্রেম’ সম্বন্ধে লিখে এ পর্যন্ত ইতি টানলাম।  
 রফিক স্যার.

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন