যে কোন নারী তার নিজের সৌন্দর্য নিয়ে সবসময় খুব চিন্তিত থাকেন। কারণ নারীরা সবসময়ই মনে করেন আমি কি দেখতে সুন্দর? আবার অনেকেই মনে মনে বলে থাকেন যে আমি দেখতে একটুও ভালো না! কিন্তু এই ধরণের ধারণা গুলো শুধু আপনার মনে প্রভাব ফেলে না এর সাথে আপনার জীবনেও প্রভাব ফেলে। যেমন ধরুন কোন নারী যখন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন তখন তারা তাদের মনের অজান্তেই বিভিন্ন অসম্পূর্ণতার কথা ভাবেন. আর একটু যদি চিকন হতাম, আর একটু যদি ফর্সা হতাম, চুল গুলো যদি আরও সুন্দর হত এই ধরণের বিভিন্ন চিন্তা নারীদের মনে প্রায়ই উকি দিয়ে থাকে। কিন্তু সুন্দর কিংবা অসুন্দর মানেই ভালো একজন মানুষ নয়। মানুষ সুন্দর হয় তার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে, তার সুন্দর ব্যবহার দিয়ে। জানতে চান আপনাকে কোন বিষয়গুলো অতুলনীয় সুন্দর করে তুলতে পারে? চলুন তবে জেনে নেয়া যাক।
আপনার ভালো ব্যবহার
মানুষ হিসেবে আমরা সবাই সবার কাছ থেকে ভালো ব্যবহার আশা করে থাকি। আপনি নিজে একবার ভেবে দেখুনতো কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না এবং সেই মানুষটি যতই সুন্দর হোক না কেন তার কোন সৌন্দর্যই আপনার চোখে ধরা পরবে না। তাই প্রতিটি মানুষকেই আমরা বিচার করে থাকি তার সুন্দর ব্যবহার দিয়ে। যেই মানুষটির ব্যবহার যত ভালো মানুষ হিসেবে সে ততো বেশি সুন্দর ও আলোকিত।
আত্মবিশ্বাস এমন একটি জিনিস যা একটি নারীকে আরও বেশি সুন্দর করে তোলে। নিজের উপর নিজে ভরসা করা থেকে মহৎ অন্য কিছু হতেই পারেনা। আপনি আপনার জীবনে যেই ধরণের অবস্থায় থাকুন না কেন আপনার এই আত্মবিশ্বাস আপনাকে কখনোই কোন কিছুতে হেরে যেতে দেবে না। আর হেরে গেলেও তা আপনাকে সামনের পথে এগিয়ে যেতে সহায়তা করবে। তাই নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠুন দেখবেন আপনার মনে হবে আপনি যথেষ্ট সুন্দর।
আপনার ভালোবাসা
নিজেকে ভালোবাসা ও পাশের মানুষগুলোকে ভালোবাসার মত আনন্দের এই পৃথিবীতে অন্য কিছু নেই। আপনি যখন আপনার পরিবারের মানুষগুলোকে নিঃস্বার্থ ভাবে ভালবাসবেন তখন দেখবেন আপনার মনে অন্য রকম এক আনন্দ বিরাজ করবে। ভালোবাসা যে শুধু মানুষের জন্যই প্রযোজ্য তা কিন্তু নয় আপনি ভালবাসতে পারেন আপনার বাড়ির ছোট্ট সবুজ গাছগুলোকেও কিংবা পোষা প্রাণীটিকেও। আপনার এই আদরে মাখা ভালবাসাময় ব্যক্তিত্ব সবাইকে আকর্ষণ করবে, সবাই আপনাকে নিয়ে কথা বলবে। আর তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা সুন্দর।
আপনার চোখ
কথায় আছে, “চোখ মনের কথা বলে” এই কথাটি আসলেই সত্যি। কারন আমরা একটি মানুষের চোখ দেখলেই বুঝতে পারি সে কেমন। কারণ প্রতিটি মানুষের চেহারায় তার ব্যক্তিত্ব ফুটে উঠে। সুন্দর চোখের অধিকারী অনেকেই কিন্তু সুন্দর চোখ থাকলেই কিন্তু সুন্দর হওয়া যায়না। তাই আপনার মনে যা থাকবে ঠিক তাই আপনার চোখেও ভেসে উঠবে।
আপনার হাসি
আপনি কি জানেন আপনার সুন্দর একটি হাসি সবার মনে জাদুর মত কাজ করে। আপনার সুন্দর হাসিতেই প্রকাশ পায় আপনি কতটা সুন্দর ও বিনয়ী। তাই মন খুলে হাসুন। যখন নিজের হাসিকে আড়াল করে রাখবেন তখন নিজেই নিজের কাছে অস্পষ্ট হয়ে যাবেন। আপনি কি তা আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই সুন্দর হাসি দিয়ে সবসময় সুন্দর থাকুন।
No comments:
Post a Comment
আপনার মন্তব্য দিন