* ভালবাসা একটি সাময়িক সমাধি - প্লেটো * প্রেমের আনন্দ থাকে শুধু সল্পক্ষন
প্রমের ব্যাদনা থাকে সমস্ত জীবন - রবীন্দ্রনাথ * ভালবাসার জন্য যার পতন
হয়, বিধাতার কাছে সে আকাশের উজ্জল তারার মত উজ্জল । - বেন জনসন * ভালবাসার
অর্থ হলো যাকে তুমি ভালবাসো তার মত জীবন যাপন করা । - টলস্টয় * নারীর
প্রেমে মিলনের সুর বাজে , আর পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা । -
রবীন্দ্রনাথ * যৌবনে যার জীবনে প্রেম এলোনা তার জীবন বৃথা । - শংকর * প্রেম
হল সিগারেটের মতো , যার আরাম্ভ হল অগ্নি দিয়ে আর শেষ পরিনতি ছাইয়েতে । -
বার্নার্ডশ * প্রেম ও হাসির মধ্য দিয়ে বাচতে হবে । - হোরেস * ভালবাসা
আচ্ছাদন নয় বরং চোখের জল । - ইমারসন * ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে
নেয় । - টেনিসন * ভালবাসা তালাবদ্ধ হ্রদয়ের দরজা মুহূর্তে খুলে দেয় । -
টমাস * পুরুষ অনে ঠেকে , অনেক ঘা খেয়ে ভালবাসতে শেখে । - রবীন্দ্রনাথ *
সত্যিকারের ভালবাসার তার পাত্র বা পাত্রীকে সুস্থ ও সুখী দেখতে চায় । -
শরত্চন্দ্র * প্রেম মানুষকে সংযমী , চরিত্রবান , বলবান , সাধনার দৃঢ়বান
করে , যুবককে সংগ্রামশীল , মসত্ ও গৌরবশীল করে । - লুত্ফর রসমান * মেয়ে
মানুষের ভালবাসা সবুর করতে পারেনা , বিধাতা তার হাতে সে অবসর দেননি । -
রবীন্দ্রনাথ * কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা আর প্রেম হচ্ছে ধীর
প্রশান্ত ও চিরন্তন । - কাজী নজরুল * তুমি আমায় ভালবাস তাই তো আমি কবি আমার
এ রূপ সে যে তোমার ভালবাসার ছবি । - কাজী নজরুল * রঙিন ঠোটের সরুলতা হতে
একটি চুমুরে ছিড়ে বেধে রাখা যায় রূপহীন সেই ভালবাসার কথাটিরে। -
জসীমউদ্দিন * চলো যাই প্রেম আর বিশ্বাসের আলো হাতে নিয়ে এগিয়ে পেরিয়ে যাই
ঘৃনার নদীর সাঁকো । - আহসান হাবিব – একটাই প্রশ্ন, যার কোনো উত্তর আজও
আমি দিতে পারিনি। সেটা হচ্ছে, একজন নারী কী চায়? - সিগমুন্ড ফ্রয়েড,
মনোবিজ্ঞানী – বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে
অভিজ্ঞতার কাছে আশার জয়। - স্যামুয়েল জনসন, লেখক – ভালোবাসায় পতনের জন্য
কোনোভাবেই আমরা মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে পারি না। - অ্যালবার্ট
আইনস্টাইন, বিজ্ঞানী – আমরা কোনোভাবেই ভালোবাসার ওপর মূল্য নির্ধারণ
করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের ওপর মূল্য
নির্ধারণ করতেই হবে। - ম্যালানি ক্লার্ক, আইরিশ অভিনেত্রী – ভালোবাসা
হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার
দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না। -গ্যেটে, কবি – ভালোবাসা হচ্ছে
একধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর
নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। -লুইস ম্যাকেন, আমেরিকান
সাংবাদিক – একটি হৃদয় কখনো কখনো ভেঙে যেতে পারে কিন্তু তখনো সেটা একই
রকম রক্ত সরবরাহ করে। - ফ্রাইড গ্রিন টমাটোস চলচ্চিত্রের সংলাপ
Subscribe to:
Post Comments (Atom)
হেল,
ReplyDeleteTrue Love এর অভাব বধকছেন? নিজের মন মত সাথী খুঁজে পাছেন না?? True love এর Dating site এ visit করুন পাবেন মনের মত মন। Visit করুন- সত্যিকারের ভালবাসার খুঁজে
ধন্নবাদ
মেহেবুব