Pages

*ভালোবাসা এবং ভালো বাসার মধ্যে পার্থক্য *

ভাষাগত সমস্যার কারণে ইদানীং ভালোবাসা এবং ভালো বাসার মধ্যে যে সমস্যা পরিলক্ষিত হচ্ছে, তারই পার্থক্যমূলক একটি ছক নিচে উল্লেখ করেছি। বর্তমানে যাদের মধ্যে নব ভালোবাসার উদ্ভব হয়েছে এবং পুরনো ভালোবাসা অন্তরে নিহিত আছে, তাদের জন্য এই ছক কতটা কার্যকর ভেবে দেখুন। যারা নতুন বাড়ি বা বাসা বানাচ্ছেন অথবা পুরনো মালিক, তাদের জন্য কতটুকু প্রযোজ্য, সময় নিয়ে ভাবুন। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ ভালোবাসা দিবস। ভালোবাসার এই মাসে কিঞ্চিৎ যাচাই-বাছাই করে নিই কোনটা সত্যি! মনের ভালোবাসা, নাকি থাকার ভালো বাসা! ভালোবাসা ভালো বাসা মনে মনে মিল হলে দ্রুত ভালোবাসা হয়ে যায়। অনেক খুঁজেও মনমতো ভালো বাসা পাওয়া যায় না। যদিওবা পাওয়া যায় ভাড়া বেশি। ভালোবাসা করতে সুন্দর চেহারা এবং ভালো মনের মানুষ লাগে। ভালো বাসা বানাতে অনেক টাকা লাগে। ভালোবাসা হলে প্রেয়সীকে নিয়ে ঘুরতে হয় এবং মাঝেমধ্যে চাইনিজও খাওয়াতে হয়। ভালো বাসার মালিক হলে সরকারকে ট্যাক্স দিতে হয়। ভালোবাসা হলে ভালোবাসার মানুষের কথামতো চলতে হয়। না চললে সম্পর্কের অবনতি হয়। ভালো বাসা ভাড়া দিলে ভাড়াটিয়া এবং মালিকের মধ্যে নানা বিষয়ে ঝগড়া-বিবাদ হয়। ভালোবাসা ভালো লাগে যদি ভালোবাসার মানুষের ব্যবহার, আচার-আচরণ ভালো হয়। ভালো বাসা সুন্দর লাগে যদি নির্মাণে মোজাইক, টাইলস এবং আধুনিক ফিটিংস ব্যবহার করা হয়। ভালোবাসা করতে বিভিন্ন উপাদান লাগে। যেমন_ মানুষ, সৌন্দর্য, মন এবং অর্থ। ভালো বাসা বানাতে বিভিন্ন উপাদান লাগে। যেমন_ উন্নতমানের ইট, বালু, সিমেন্ট এবং রড। ভালোবাসায় অর্থ খরচ, মিথ্যে বলা এবং সময়ের অপচয় হয়। ভালো বাসায় দরজা, জানালা এবং ছাদ থাকে। ভালোবাসা শান্তি দূর করে। অশান্তি বিরাজ করে। ভালো বাসায় শান্তিতে এবং নিশ্চিন্তে ঘুমানো যায়। ভালোবাসা মনের ব্যাপার। ভালো বাসা আবাসনের সু-ব্যবস্থা করে।

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন