Pages

*হৃদয় সমর্পণ*



ক্যাম্পাসে ক্লাস শুরু হতে না হতেই একজনকে ভালো লেগে গেল। তারপর মনের কথা জানানোর কত চেষ্টা। এসএমএস, ফেইসবুক কিংবা সহপাঠীর সাহায্য নিতেও পিছপা হন না। অনেকে আবার সাহস করে ভালো লাগার কথাটা বলতে পারে না। মনের পরী মনেই থেকে যায়। এবার থাকছে প্রিয়জনকে ভালোবাসার কথা জানানোর দারুণ কৌশল। সামনে দাঁড়িয়ে : ভালোবাসার কথা জানানোর সবচেয়ে ভালো উপায় সামনে দাঁড়িয়ে তার সঙ্গে সরাসরি কথা বলা। ফুল হাতে সামনাসামনি ভালো লাগার কথা বলার মধ্যে যে অকৃত্রিম আবেগ, তা এসএমএস বা ফেইসবুকে নেই। নিজেই বলুন : কথাটা নিজেই বলুন। বলা তো যায় না, মধ্যস্থতাকারী হিসেবে যার সাহায্য নিয়েছেন, দেখা গেল সাহায্য নিলে আপনাকে সরিয়ে তিনি নিজেই মাঠে নেমে পড়েছেন! বন্ধু হোন : চলতি পথের হঠাৎ দেখায় মনে ধরে গেল, তারপর গানে গানে প্রেম নিবেদন...। এমন ঘটনা কেবল সিনেমায়ই সম্ভব; বাস্তবে নয়। কাউকে ভালো লাগলে কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন। আপনাকে ভালোভাবে জানার সুযোগ দিন। তারপর সুযোগ বুঝে...। মোক্ষম সময় : পছন্দের মানুষ হয়তো পড়াশোনা কিংবা ব্যক্তিগত নানা ঝামেলায় অস্থির। এমন সময় প্রেমের প্রস্তাব দিলে অবশ্যই না শুনতে হবে। ফলে মেজাজ-মর্জি বুঝে বলুন। সবচেয়ে ভালো হয় বিশেষ দিন, যেমন_ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন কিংবা পহেলা বৈশাখের শুভলগ্নে মনের কথা জানানো। কাছের মানুষ : প্রিয় মানুষের বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বন্ধুদের সঙ্গে যদি আপনার সদ্ভাব থাকে, তাহলে ধরে নিন, কাজ অর্ধেক হয়ে গেছে। তারাই আপনার নানা গুণ-কীর্তি জানিয়ে তাকে রাজি করাবেন। দুঃসময়ের সঙ্গী : দুঃসময়ে তাকে সাহস দিন, পাশে থাকুন। নিশ্চিত, মন গলবে। সাগরের কিনারে : মনের মানুষ যদি হয় সহপাঠী, তাহলে তার সঙ্গে যান ডিপার্টমেন্টের স্টাডি ট্যুর কিংবা পিকনিকে। পাহাড়, সাগর আর অরণ্যের সানি্নধ্যে অতি পাষাণেরও মন গলতে বাধ্য। ধৈর্য ধরুন : মনের কথা জানানোর পর অপেক্ষা করুন। তাকে ভাবতে দিন। দিনে হাজার বার ফোন কিংবা এসএসএম করে উত্তর জানতে চাইলে ফল হবে হিতে বিপরীত। উপহারের আড়ালে : বিভিন্ন কারণেই যাঁদের পক্ষে সরাসরি মনের কথা জানানো সম্ভব হচ্ছে না, তাঁরা বেছে নিতে পারেন উপহার দেওয়ার দারুণ কার্যকর রাস্তা। তার পছন্দের বই, সিডি কিংবা ডিভিডি দিন। উপহারের সঙ্গে জুড়ে দিন মনের কথা। প্রিয় শিল্পীর গান শুনে তার মন গলতেই পারে। ইথারে ইথারে : মনের মানুষটি যদি রেডিও শুনতে পছন্দ করে, তাহলে তার পছন্দের এফএমে তাকে উৎসর্গ করে গানের অনুরোধ পাঠান; কাজ হবে। আলাদা হোন : তার কাছে নিজেকে তুলে ধরুন অন্যদের চেয়ে আলাদাভাবে। গতানুগতিক হ্যাংলামো কেউই পছন্দ করে না। তার পছন্দ : তার পছন্দ-অপছন্দ লক্ষ করুন। সে হয়তো রবীন্দ্রসংগীতের ভক্ত, আপনি মেতে আছেন মেটালিকা নিয়ে, তাহলে তো বরফ গলবে না। সবজান্তা হয়ে : ক্যাম্পাসের অনেক প্রেমই শুরু হয় পড়াশোনাঘটিত ব্যাপার থেকে। পর দিন পরীক্ষা নিয়ে প্রিয়জন হিমশিম খাচ্ছে, এমন দুর্দিনে আপনার পরামর্শ অথবা নোটের কপি তাকে ভরসা দেবে। অতঃপর কৃতজ্ঞতা স্বীকার হিসেবে হৃদয় সমর্পণ...। অন্তর্জালে যাত্রা : পছন্দের মানুষকে মনের কথা জানানোর জন্য সরাসরি কথা বলার বিকল্প না থাকলেও এসএমএস ও ফেইসবুক আপনার কাজ অনেকটাই সহজ করে দিতে পারে। সুন্দর এসএমএস কিংবা স্ট্যাটাসও আপনার প্রতি দুর্বলতার জন্ম দিতে পারে।? সাবলীল হোন : প্রিয়জনকে মনের কথা বলার সময় সাবলীল হোন। এ ক্ষেত্রে জড়তা নার্ভাসনেসেরই প্রমাণ দেবে।

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন