RAFIQ SIR |
আপনাকে যদি জিজ্জেস করা হয়.....
"এই পৃথিবীতে কারা বেশি সুন্দর,
নারী না পুরুষ..? "
দাঁড়ান,,,,, বিতর্কে যাওয়ার আগে বলুন...
.
★ মুরগী দেখতে বেশি সুন্দর,
নাকি মোরগ..?
★ ষাড় দেখতে বেশি সুন্দর,
নাকি গাভী ?
★ ময়ূর দেখতে বেশি সুন্দর
নাকি ময়ূরী..?
★ সিংহ দেখতে বেশি সুন্দর,
নাকি সিংহী..?
★ হরিন দেখতে বেশি সুন্দর,
নাকি হরিনী..?
★ গাধা দেখতে বেশি সুন্দর,
নাকি গাধী..?
.
#আপনার_যদি_চোখ_থেকে_থাকে_তাহলে____
অবশ্যই আপনি বললেন..., ময়ূর, সিংহ,
হরিন,
মোরগ,গাধা, ষাড় এরাই
দেখতে বেশি সুন্দর...!
শুধু তাই নয়.., এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র
পিপড়া,
ফড়িং
থেকে শুরু করে হাতি, জিরাফ পর্যন্ত
তাকালেও
আপনি পুরুষ জাতিকেই সুন্দর বলবেন...!!
.
এবং পুরুষ জাতি তার সেই সৌন্দর্য আর
শক্তি দিয়েই তার বিপরীত
স্ত্রী জাতিকে আকর্ষিত করার
চেষ্টা করে থাকে..!
.
মোরগ তার পাখা ঝাপটে, ময়ূর তার
পেখম মেলে..,
সিংহ তার কেশর দিয়ে, বাঘ তার
শক্তি দিয়ে...,
সোনা ব্যাঙ মুখে নীল বেলুন
ফুলিয়ে আর শব্দ করে..,
এমনকি ঝিঁঝিঁ পোকাও তার
পাখা ঝাপটে
তীব্র শব্দ করে তার
প্রিয়জনকে আকর্ষিত
করে..!!
.
কারন একটাই, স্ত্রী জাতি মহামূল্যবান
ও
লোভনীয়..
পুরুষ জাতির কাছে...,, পুরুষরা তাদের
সমস্ত শক্তি
দিয়ে, সৌন্দর্য দিয়ে তাদের জয় করার
চেষ্টা করে..!!
.
★★ কিন্তু সমস্ত প্রাণীজগৎ এ নিয়ম
মেনে চললেও..,, আমরা মনুষ্য
জাতি এতটা নিচে নেমে গেছি যে,
আজকের মডার্ন মেয়েরা,
নিজেদের সমস্ত কিছু দেখিয়ে,
বস্তা বস্তা,
আটা ময়দা মেখে, পুরুষদের লালায়িত
করছে...
আর, পুরুষরা জানে তারা সুন্দর, তাই
তারা কারো
কাছ থেকে প্রশংসা পেতে আগ্রহী নয়,
অপরদিকে,
নারীরা দেখতে যেমনই হোক, তাদের
রূপের প্রশংসা
না করলে সমস্যা..!!
.
তাই, আপুদের উদ্দেশ্যে বলি...
"আপনারা অনেক মুল্যবান,
আমি একটি স্ত্রী ককুরের জন্য বহু ককুরকে
লড়তে দেখেছি, ডিস্কোভারিতে,
একটি স্ত্রী ক্যাঙারুর
জন্য দুই ক্যাঙারুর রক্তাক্ত যুদ্ধ
দেখেছি...,, এমনকি
পৃথিবীর প্রথম খুন, কাবিল তার ভাই
হাবিলকে খুন করেছিল হাবিলের
স্ত্রীর জন্য....!!
যেখানে পুরুষরা আপনাদের জন্য পাগল
হবে সেখানে আপনারা এসব করে কেন
নিজেদের দাম কমাচ্ছেন..?
No comments:
Post a Comment
আপনার মন্তব্য দিন