Pages

মেয়ে পটানোর সহজ উপায়।

(একটি গবেষণাধর্মি পোস্ট) (১৮- দের প্রবেশ নিষেধ) :
প্রাক কথন।

এই পোস্টটি লিখতে আমাকে রীতিমত গবেষণা করতে হয়েছে। সাক্ষাৎকার নিতে হয়েছে প্রায় ডজন খানেক রমনীর। এজন্য করেছি অনলাইনে গুতাগুতি এবং ব্যাপক হারে ফিল্ডওয়ার্ক। ফিল্ড ওয়ার্ক না বলে ক্যান্টিন ওয়ার্ক বললেই মনে হয় ভালো হয়। ব্যাপারটা একটু ব্যাক্ষা করি। হয়তো ক্যান্টিনে আমাদের ক্লাসের কোন
মেয়ে বসে আছে। আমি হাসি মুখে মেয়েটাকে একটা প্রশ্নপত্র ধরিয়ে দিলাম। মেয়েটা প্রশ্নপত্র পড়ে আমার দিকে বিচিত্র ভংগিতে তাকালো। তাকানোর ভংগিটার সমার্থক বাক্য সম্ভবত এটা, “৬ ফুটি গাধা তো এর আগে কোন দিন দেখিনি”!!”
গাধা ভাবুক আর যাই ভাবুক, আমাকে অবাক করে দিয়ে সবাই আমার প্রশ্নপত্রটির নিচে বেশ সুন্দর করেই উত্তর লিখে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা সহ লাল সালাম।

গবেষনা করতে গিয়ে ফেসবুকেও অনেক খাটাখাটি করতে হয়েছে। এখানে আমাকে রেগুলার ঝাড়ি দিলেও নানান ভাবে সাহায্য করেছেন ব্লগার kamal Hasan । তাদেরকেও ঝাড়িসহ লাল সালাম।


প্রাক কথন শেষ, এবার মূল পোস্টে যাওয়া যাক।

গবেষনা পত্র

আগেই বলেছি যাদের সাক্ষাৎকার নিয়েছি তাদেরকে একটি প্রশ্নপত্র ধরিয়ে দিয়েছিলাম। কি ছিলো সেই প্রশ্নপত্রে? আসুন দেখি,
 ছেলেদের কোন গুন গুলো আপনাকে মুগ্ধ কর। কপটে যাবেন বলে আপনার ধারণা?

এবার আসুন উত্তর গুলো দেখা যাক।
প্রথম প্রশ্ন ছিলো, ছেলেদের কোন গুন গুলো আপনাকে মুগ্ধ করে? উত্তরে পাওয়া গেছে বেশ কিছু ব্যাপার।
  1. ইভ টিজিং-এ বাধা দেওয়া।
  2. পরিমিতবোধএর মাঝে কিছু আজব টাইপের ব্যাপারও পাওয়া গেছে। যেমনঃ
  3. মোটরসাইকেল কিনে দিতে হবে।
  4. নিয়মিত মাইর খাওয়ার অভ্যাস করতে হবে। )
  5. মশারী টাঙ্গানোর ব্যাপারে পারদর্শী হতে হবে।(কথাগুলো যিনি বলেছেন তার বয়ফ্রেন্ডের ভাগ্য নিয়ে আমি শংকিত)
দ্বিতীয় প্রশ্ন ছিলো, ছেলেদের কোন কোন ব্যাপারগুলো আপনাকে বিরক্ত করে? । এর
এর উত্তরেও পাওয়া গেছে বেশ কিছু ব্যাপার। 

  1.  কাটা,নাক খুচানো,একটু পর পর চুলে হাত দেওয়া ।(অনেক ছেলেরে দেখি কোমরে হাত দিয়ে আঁকা-বাঁকা হয়ে স্প্রিং এর মত দাড়িয়ে থাকে)আমার শেষ প্রশ্ন ছিলো কিভাবে অফার করলে আপনি পটে যাবেন বলে আপনার ধারণা???
  2. এর উত্তরে পাওয়া গেছে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার। মোটামোটি যাদেরকেই জিজ্ঞাস করেছি সবাই আলাদা আলাদা উত্তর দিয়েছেন। কেউ কেউ উত্তর দিতে চান নি। যাই হোক, নিচে সেগুলো তাদের জবানীতে দেয়ার চেস্টা করলামঃ
  3. “রেস্টুরেন্টে নিয়ে মধুর মধুর কথার সাথে বেশ ভালো কিছু খাওয়াতে হবে। এর ফাকে আস্তে করে হাতে গোলাপ ধরিয়ে দিতে হবে। তখন আমি যা বোঝার বুঝে নিবো"
  4. “কোন রকম ভনিতা না করে সহজভাবে বলতে হবে "I love you”
  5. "কোন বাংলা সিনেমার পোস্টার-এর লেখা দেখিয়ে বলতে হবে "মন দিয়েছি তোমাকে" কিংবা "প্রেমে পড়েছি"”
  6. "মন গলানোর পর ভদ্রভাবে করুণ সূরে অফার করলে।"
  7. "প্রথমে বন্ধু হতে হবে, আমাকে ভালোভাবে বুঝতে হবে, এরপরে ইন্টারেকশন খুব ভালো পর্যায়ে গেলে আমাকে তার ভালো লাগার কথা বলতে পারে, ঝামেলা করবোনা খুব একটা।"
  8.  “অনেকদিন আমরা একা হেঠেছি, অনেকটা পথ, এসো এবার বাকিটা পথ হাত ধরে হাঠি বললে"
  9. “পটে যাবো মনে হয়খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, নিজেকে বড় প্রমান করতে গিয়ে অন্যকে ছোট না করে, সহজভাবে আমাকে বললে"
  10.  "পটানোর মানসিকতা চাইনা। কিছু বলার ও দরকার নাই ভালো আন্ডারস্ট্যাডিং থাকলে (হয়তো) বুঝতে পারবো কি বলতে চায়।"
  11. “ওরে শয়তান!! এইটা তরে বলব কেনো!!!!”
  12. “ওই ফাজিল!!!! এটা বলা যাবে না"


রসায়নিক ভালোবাসাঃ 

দুইজন ভালোবাসার দুটা সমীকরণ দিয়েছেন, সেগুলো তুলে দেওয়ার লোভ সামলাতে পারছিনা।

  1. শ্রদ্ধা+বিশ্বাস+অনুভূতি=ভালোবাসা।
  2. ঝগড়া+মিটমাট+অনুভূতি=ভালোবাসা।

ফুটনোটঃ 

পোস্ট লেখা শেষ। এমন অবস্তায় হঠাৎ করে মনে হলো পোস্ট দিবো না। আমার ড্রাফট-এই থাকুক। কিন্তু কয়েকজনের অব্যাহত হুমকি ধমকির প্রেক্ষিতে পোস্টটি দিতে বাধ্য হলাম।

পোস্টটিতে আমি কাউকে ছোট করতে চাইনি। তারপরেও সেরকম কিছু আপনার চোখে পড়লে অনুগ্রহ করে জানিয়ে দিলে বাধিত হবো। আমি সাথে সাথে সেটা মুছে দিবো।

ভালো না লাগলে প্লিজ মাইনাস দিয়ে যাবেন। ধারাবাহিক ফাইজলামীর জন্য আমার একটা ওয়ার্নিং পাওয়া দরকার।

রফিক স্যার=+8801944009009

কিছু মজার টিপস +অনেক ভালোবাসা………………….আমার প্রথম টিউন।

NID4ALL
ALLINALL
Main Menu
Skip to content
অন্যান্য ফিচার
গেম
গ্যালারী
টাকা আয়
ধর্মকথা
প্রযুক্তি
বিনোদন
লাইব্রেরী
শিক্ষা
সফটওয়্যার
স্বাস্থ্য

Main Menu
Skip to content
অন্যান্য ফিচার
গেম
গ্যালারী
টাকা আয়
ধর্মকথা
প্রযুক্তি
বিনোদন
লাইব্রেরী
শিক্ষা
সফটওয়্যার
স্বাস্থ্য

কিছু মজার টিপস +অনেক ভালোবাসা………………….আমার প্রথম টিউন।
জুন 20, 2012 · by nid4allbd · in COMPUTER TIPS &. ·

1 উইন্ডোজের মজার টিপস
উইন্ডোজের কিছু লুকানো মজা আছে যা হয়তো অনেকেই জানেন না।সেরকমই কিছু ইপস এখানে দেয়া হলো।

Windows Funny Speaks:
(১) প্রথমে control panel-এ যেতে হবে
(২) “speech” ওপেন করুন
(৩)”preview voice” -এ গিয়ে টাইপ করুন SOY
(৪) “preview voice”-প্রেস করুন

Windows Error Speaks:
(১) প্রথমে control panel-এ যেতে হবে
(২) “speech” ওপেন করুন
(৩)”preview voice” -এ টাইপ করুন Crotch
(৪) “preview voice”-প্রেস করুন
“Crotch”-এর বদলে “Crow’s nest” উচ্চারন করে

Hidden Movie(লুকানো সিনেমা):
Start /Run এ গিয়ে টাইপ করুন telnet towel.blinkenlights.nl
Star Wars মুভি ASCII কোডে দেখা যাব।
[hidden movie দেখার জন্য ইন্টারনেট সংযোগ থাকতে হবে]

Windows Classic Scroll Bars:
(১) MS Paint খুলুন
(২) Image অপশন থেকে Attributes-এ যান
(৩) size ৫০x৫০ ইঞ্চি করুন
(৪)OK ক্লিক করুন
(৫)Text Tool সিলেক্ট করুন
(৬)একটি Textbox তৈরী করুন
(৭)এবার খালি জায়গায় ক্লিক করুন
Scroll Bar পরিবর্তন হয়ে যাবে

2উইন্ডোজ এক্সপিতে কাজ করতে গিয়ে অনেক সময় কম্পিউটারের সব কাজ থেমে যেতে পারে (হ্যাং হওয়া)। এ অবস্থায় Not Responding লেখা বার্তা এলে Close বাটনে ক্লিক করতে হয়।এর ফলে সব কাজ বন্ধ হয়ে যায়। ইচ্ছে করলে এ সমস্যাটি এড়ানো যায়।
এ জন্য Start বা Run-এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop ঠিকানায় যান। এখন ডানপাশের AutoEndTask অপশনে দুই ক্লিক দিন এবং এখানে Value data হিসাবে 0-এর পরিবর্তে 1 লিখে OK করে বের হয়ে আসুন। এখন Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এর ফলে পিসি হ্যাং হবে না।

3 জিমেইলে কোন ফাইল পাঠাতে বা ডাউলোড করতে চাইালে একটু হিসাব করতে হয়। কারন জিমইলে .exe, .dll, .ocx, .com .bat ফরম্যাটের ফাইলগুলো সেন্ড (এট্যাচ করা) বা মেইলে আসা এইসব ফরম্যাটের ফাইল ডাউনলোড করতে দেয় না। কিন্তু জিমেইল অনান্য ফরম্যাট যেমন, zip, .tar, .tgz, .taz, .gz .rar পাঠাতে বা ডাউনলোড করতে দেয়। আর zip এর ভিতরে exe বা উপরোক্ত ফরম্যাটের ফাইল থাকলে সেগুলোও তা সেন্ড বা ডাউনলোড করা যায়না। তবে একটু চালাকি করলে এসব ফাইলও পাঠানো যায়।
আপনি যে ফাইলটি মেইল করতে চান সেটি যদি setup.exe ফাইল হয় তাহলে এক্সটেনশন রিনেম করে setup.exe.remove করে সেন্ড করুন। প্রাপক শুধু .remove মুছে ফেলবে তাহলে মূল ফাইল হয়ে যাবে। আর এ্যাপলিকেশন ফাইল যদি বেশী হয় তাহলে সেগুলো জিপ করে zip এক্সটেনশন রিনেম করে মেইল করতে পারেন। আর যদি .rar ফরম্যাটে জিপ করেন তাহলেতো কোন সমস্যায় নেই

4সাধারনত পেন ড্রাইভ FAT, FAT 32 ফাইল সিস্টেমে চলে,ফলে এখানে ফাইল compression বা সংকোচনের কোন সুবিধা পাওয়া যায় না। কিন্তু NTFS ফাইল সিস্টেমে compression সুবিধা রয়েছে।যেমন,৫০ মেগাবাইটের একটি ফাইল ফরম্যাটের ড্রাইভে মাত্র ৩০ মেগাবাইট জায়গা নেবে।তাই NTFS ফাইল সিস্টেমে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হয়।আপনার পেন ড্রাইভকে NTFS ফরম্যাটে কনভার্ট করতে Start/Run – এ গিয়ে cmd লিখে কমান্ড খুলন এবং convert X: /FS:NTFS লিখে Enter চাপুন (X এর জায়গায় পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তার অর হবে,যেমন L ড্রাইভে হলে হবে L)এখন My computer এ গিয়ে পেন ড্রাইভের আইকনে ডান কীক করে Properties এ যান।এখান থেকে ’ Compress Drive to Save Disk Space ’ অপশনে টিক দিয়ে ঙক করুন,এখন ’ Apply To Sub Folders and Files ’ অপশন (যদি আসে) OK করে বের হয়ে আসুন।ব্যস কাজ শেষ। এখন পেন ড্রাইভে কোন ফাইল কপি করলে সেটা খুব বেশী জায়গা নেবে না,ফলে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হবে

5যারা win+R চেপে regedit এ যেতে ভয় পান তাদের জন্য এ টিউন। কিছু দরকারী কথা শুনুন আর ভয় লাগবে না।
রেজিষ্ট্রি এর গঠনঃ
আপনি যখন উইনডোজের রেজিষ্ট্রি খুলবেন, দেখবেন সেখানে দুটি প্যান রয়েছে। বামের প্যানে পাঁচটি প্রধান ‘কি’ রয়েছে। সেগুলোর আবার বহু সাব-কি, সাব-সাব-কি রয়েছে। পাঁচটি মেইন কি গুলো হলঃ
+HKEY_CLASSES_ROOT
+HKEY_CURRENT_USER
+HKEY_LOCAL_MACHINE
+HKEY_USERS
+HKEY_CURRENT_CONFIG
আপনি এগুলোর যেকোন ধরনের পরিবর্তন করার আগে আপনার প্রধান কাজ ব্যাকআপ তৈরি করে নেয়া।
রেজিষ্ট্রি ব্যাকআপ এর ধরন:
রেজিষ্ট্রি ব্যাকআপ আপনার সবচেয়ে বেশী জরুরী কাজ। একটু অবহেলার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ব্যাকআপের জন্য প্রথমে Start>Run(Win+R) এ গিয়ে Regedit লিখে ok করুন। File > Export এ যান। Save As option এ দেখবেন নিন্মোক্ত পাঁচটি অপশন রয়েছে।
১. Registration Files (*.reg)
২. Registry Hive Files (*.*)
৩. Text Files (*.txt)
৪. Win9x/NT 4 Registration Files (*.reg)
৫. All Files
এখানের প্রতিটি অপশনই অনেক গুরুত্ব বহন করে। ভুল অপশন এর জন্য অপ্রত্যাশিত ফলাফলের মুখোমুখি হতে পারেন। তাই এগুলো সম্পর্কে চলুন এক নজরে জেনে নিই।
১. Registration Files (*.reg)- এটি বহুল ব্যাবহৃত পদ্বতি। এর সুবিধা সবচেয়ে বেশি। কেননা এর মাধ্যমে ব্যাকআপ নিলে ডাবল ক্লিক করেই রিষ্টোর করা যায়। তাছাড়া .reg ফাইল টি notepad এর মাধ্যমে ওপেন করে প্রয়োজনীয় সংশোধন করে। আবার Merge করতে পারবেন।
২. Registry Hive Files (*.*): আমার মতে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন। এটি আপনার উইনডোজের একটি পারফেক্ট ছবি তৈরি করে রাখবে। যা আপনি Notepad তো দূরে থাক অন্য কোন এডিটর দিয়েও এডিট করতে পারবেন না।
৩. Text Files (*.txt): বুঝতেই পারছেন, এটা উইনডোজের রেজিষ্ট্রি এর একটা টেক্সট রুপ ব্যাকআপ রাখবে। তবে আপনি চাইলে এর প্রয়োজনীয় সংস্কার করে এটিও মার্জ করতে পারবেন।
৪. Win9x/NT 4 Registration Files (*.reg):এই অপশনটার কাজ প্রায়ই প্রথম টার মত একটা .reg ফাইল তৈরি করা। এটি উইনডোজের আগের ভার্সনে ব্যবহার করা হয়। বলতে গেলে অনেকটা বর্তমান ভার্সন থেকে আগের ভার্সনে ‘কি’ বহন করাই এর কাজ।
ঊপরের সবগুলো অপশন এ সবচেয়ে দরকারী হল দ্বিতীয়টি। আপনি রেজিষ্ট্রিতে যেকোন ভুল করে ফেললে এর বিকল্প নাই।
তো Backup বানিয়ে ফেলে নিশ্চিন্তে যেকোন ট্রিক্স ফলো করুন। কোন সমস্যা হলেই Backup File টা Restore করে ফেলবেন।
……………………………………………………………………………………………………………………………………………………………………..
………………………………………………………………………………………………………………………………………………………………………
যেকোন সফটওয়্যার ইনষ্টল এর জন্য ডিফল্ট একটা লোকেশন ঠিক করে দিনঃ
———————————————–
আমরা যেকোন সফটওয়্যার ইনষ্টল করার সময় যে জিনিসটা দেখি, সেটা হল সব সফটওয়্যার এর মেইন টার্গেট c:/progrm files. অথচ আমরা জানি যে কম্পিউটারকে রক্ষা করতে সি ড্রাইভ সুরক্ষিত রাখতে হয়। তাই বারবার এই ড্রাইভ চেঞ্জ না করে, একবারেই করে দিলে কেমন হয়। চলুন দেখি কিভাবে করা যায়।
প্রথমে Start > Run এ যান regedit টাইপ করে ওকে করুন।
এরপর HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows > CurrentVersion সিলেক্ট করুন ।
ডান পাশের প্যান থেকে ProgramFilesDir খুজে বের করুন। (এত কিছু করতে না চাইলে রেজিষ্ট্রি ওপেন করে ctrl+F চাপুন এরপর ProgramFilesDir লিখে সার্চ দিন)
দেখবেন বাই ডিফল্ট এর ভ্যালু C:\Program Files দেয়া আছে। আপনার পছন্দের যায়গাটির ঠিকানা দিয়ে দিন এর পরিবর্তে। ব্যাস।
Share this:
Facebook
Email
Twitter

Print
Like this:
★Like
Be the first to like this.


Post navigation
← এক পোস্ট থেকেই জেনে নিন মাইক্রোসফটওয়ার্ডের শর্টকাট
কিছু দরকারি সফ্টওয়্যার(ALL Full Version)!!! →

Leave a Reply
অতিথি আছেন
10,028
সাম্প্রতিক পোস্ট সমূহ
প্রয়োজনীয় সূরা এবং দোয়া
মেয়েদের নামাজ চিত্রসহকারে
পুরুষদের নামজ চিত্রসহকারে
সামাজিক বিধান
নারীদের বিধান
বিষয় সিলেক্ট করুন
যে বিষয় দেখতে ইচ্ছুক
জানা-অজানা
বিবিধ বিষয়ক
CHUTKI BAZAR 18+
COMPUTER TIPS &
FUNNY JOKES
HEALTH INFORMATION
LIFE STYLE
NO OPEN 18-
RELIGION TALK
Women's Issues
পুরোনো সংখ্যা
এই সময়ে শিশুর যত্ন


এই সময়ে শিশুর যত্ন
পরোক্ষ ধূমপান


পরোক্ষ ধূমপান
শিশু যেন পানি খায়


jpg
পুরোনো সংখ্যা
জুন 2012শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
« মে জুল »


সার্স করুন বাংলায়
খোঁজ করুন
প্রয়োজনীয় লিংক
অল-কনভাটর 0
Cricket Live Scores 0
100% free sms 1
all baby name 0
All Sports Live Scores 0
বাংলা গান 0
রাজবাড়ী সংবাদ 0
BIJOY TO অভ্র & others 0
Online dicnionary 0
all baby name 0
কনভার্ট করুন সব ধরনের ফাইল 0
All Results Of Bangladesh 0
Computer Price 0
বিভিন্ন প্রকার কনভার্টার 0
Bd sports 0
সরকারী ওয়েব সাইট 0
অনুবাদক অনলাইন 0
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী 0
PDF TO WORD 0
রান্নার রেসিপি 0
Live Stock Exchange 0
মাদকাসক্তি : এক দানবের বিরুদ্ধে লড়াই


jpg
শিশু বান্ধব বিদ্যালয়- চলো সবাই স্কুলে যাই


jpg
মাদক্ককে না বলুন


jpg
শিশুর বুদ্ধি জাগরণে মা-বাবা


jpg



প্রতিদিন এখানে নতুন সফটওয়্যার, গুরুত্বপূর্ন ফাইল আপলোড হচ্ছে। তাই সাথেই থাকুন। এই ওয়েব থেকে কোন পোস্ট ভাললাগলে দয়া করে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন। http://www.facebook.com/nidfor.allbd

Blog at WordPress.com. | Theme: Oxygen by DevPress.



একটি হলো ভালোবসা বা লাভ যা হৃদয় দিয়ে অনুভব করা যায়, কিন্তু তাকে স্পর্শ বা ছোঁয়া যায়না। আজ পর্যন্ত ভালোবাসার ভালো কোন সংজ্ঞা কোন মনিষী দিতে পারেন নাই। তবে সাধারনত ভালোবসা হলোঃ-

একজোড়া ছেলেমেয়ের একে অপরকে ভালোলাগা, একে কেন্দ্রবিন্দু করে সপ্নীল আকাশে ঘুরে বেড়ানো এবং নিত্য নতুন রঙিন স্বপ্ন দেখাই...

ভালোবাসার রকম সকম



একটি হলো ভালোবসা বা লাভ যা হৃদয় দিয়ে অনুভব করা যায়, কিন্তু তাকে স্পর্শ বা ছোঁয়া যায়না। আজ পর্যন্ত ভালোবাসার ভালো কোন সংজ্ঞা কোন মনিষী দিতে পারেন নাই। তবে সাধারনত ভালোবসা হলোঃ-

একজোড়া ছেলেমেয়ের একে অপরকে ভালোলাগা, একে কেন্দ্রবিন্দু করে সপ্নীল আকাশে ঘুরে বেড়ানো এবং নিত্য নতুন রঙিন স্বপ্ন দেখাই...


প্রেম/ভালোবাসা কেন উপকারী

অনেকেই প্রেম বা ভালোবাসায় পড়তে চায় না এবং প্রেম বা ভালোবাসার জন্য নিজেও চেষ্টা চালায় না। তারা প্রেম বা ভালোবাসাকে ভয় পায়। নো টেনশন, প্রেম বা ভালোবাসা ভয় নয়, বরং উপকারী। কেন উপকারী তা নিম্নে দেয়া হলো।
স প্রেম করেন না বলেই আপনি জানেন না মেয়েদের সম্পর্কে। আর প্রেম বা ভালোবাসা করলেই বুঝবেন পৃথিবীর মহা খাদক হলো মেয়েরা। এই জানাটাই পরবর্তীর জন্য মহা উপকারী।

স প্রেম করলেই ‘দেবদাস’ নামক বিখ্যাত উপন্যাসের তাত্পর্য বুঝতে পারবেন এবং আপনাকে দেবদাসের সঙ্গে তুলনা করতে পারবেন। আর প্রেম করেছেন বলেই তো এই উপন্যাসের তাত্পর্য বুঝতে পেরেছেন। সো, এটা উপকারী?

স প্রেম করলেই শিখতে হয় টাকা চুরির মহান কর্মটি। টাকা চুরি হলে কী হয়েছে, আপনি তো একটা কর্ম সম্পর্কে জ্ঞান করেছেন। তাই আপনি সফল, সো এটা উপকারী।

স প্রেম করলেই বাংলা অভিধানের একটি শব্দ আপনার মুখস্থ হয়ে যাবে। এমনকি এই শব্দ আপনি কোনোদিনই ভুলবেন না। শব্দটি হলো ‘ছ্যাঁকা’। একটা শব্দের অর্থ শিখলেন তো? সো এটা উপকারী।
এইউ সোহান, কুমিল্লা পলিটেকনিক

বন্ধুরা, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিকে ঘিরে বিশ্বব্যাপি রয়েছে নানা আয়োজন। প্রযুক্তির অগ্রযাত্রায় সাথে ভালোবাসা বা ভালোবাসা দিবস সম্পৃক্ত থাকবে না সেটি কি হয়? কবুতর, ডাকপিয়নের স্থানে এখন ভালোবাসার সংবাদ বাহনে কাজ করে ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইস। মুহুর্তেই ভালোবাসার বার্তা পৌছে যায় প্রিয় মানুষটির কাছে। আসুন জেনে নিই ভালোবাসা প্রকাশে প্রযুক্তির নানা সুবিধার কথা….
সেলফোন, কম্পিউটার, ইন্টারনেট। আর ইন্টারনেটে সামাজিক যোগাযোগ সেবা ফেসবুক, গুগল প্লাস, মাইস্পেস, টুইটার ইত্যাদি। ভয়েস এবং ভিডিও কলের পাশাপাশি এসএমএস, এমএমএস, চ্যাটিং। দূরে থাকলেও ডিজিটাল আয়োজনে কাছে থাকে প্রিয়জন। যেন নির্মলেন্দু গুণের কবিতার মতো … হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই…। হাজার মাইল দূর থেকেও প্রিয় মানুষকে ছুঁয়ে দেওয়ার অনুভূতি মেলে ভার্চুয়াল স্পর্শে।
মন বাড়িয়ে ছুঁই : প্রিয় মানুষটি সব সময় চোখের সামনে থাকবে সেটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না! প্রয়োজনে-অপ্রয়োজনে প্রায়ই প্রিয়জন থেকে দূরে থাকার বিরহে পুড়তে হয়। তবে তাতে হা-পিত্যেশ করে মরার কিছু নেই। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে না পারলে মন বাড়িয়ে ছুঁতে রয়েছে নানা রকম ভার্চুয়াল আয়োজন। সেলফোনের বোতাম কিংবা ইন্টারনেট সংযুক্ত মাউস-কিবোর্ডের স্পর্শে সহজেই প্রিয়জনের কাছে পৌছে দেওয়া যাচ্ছে মনের বার্তাটি। দূর থেকেও বিষন্ন, ক্লান্ত সময়গুলো প্রিয় মানুষের স্পর্শে খুঁজে পাচ্ছে আশ্রয়। মুহূর্তগুলো হয়ে উঠছে রঙিন। ভালোবাসা দিবসে বিনিসুতোয় হৃদ্যতার বাঁধন তৈরিতেও ভূমিকা রাখবে ডিজিটাল মাধ্যম। তাৎক্ষণিক বার্তা বিনিময়ে পাশে রয়েছে সামাজিক যোগাযোগ সেবা, ইনস্ট্যান্ট মেসেজিং [আইএম], মাইক্রোব্লগ এবং ছবি শেয়ারিংয়ের মতো সাইটগুলো। ফেসবুক, গুগল প্লাস, মাইস্পেস, টুইটার প্রিয়জনের সঙ্গে যোগাযোগে অসাধারণ মাধ্যম। তবে সবাইকে ছাপিয়ে ফেসবুক এখন শীর্ষ বাহন। যদি মনের কথাটি সত্যিই এতদিন বলা হয়ে না থাকে, তবে এবারই ফেসবুক মেসেজে বলে দেওয়া যেতে পারে আপন বার্তা। প্রায় সবাই জানি, সাইটটির মাধ্যমে প্রিয়জনের কাছে পছন্দের বার্তা পাঠানোর পাশাপাশি যে কোনো ছবি, ভিডিও এবং ওয়েবসাইটের ঠিকানা শেয়ার করা যাচ্ছে। শেয়ার করা ছবিতে ইচ্ছামতো মন্তব্যও করা যায়। ফেসবুকের সবচেয়ে মজার ফিচার হচ্ছে এর চ্যাটিং ও সম্প্রতি চালু হওয়া ভিডিও কলিং সুবিধা।
একদিন দেখা না হলেই যেন হাজার দিনের নিঃসঙ্গতা। তবে এখন আর নিঃসঙ্গ হতে হয় না। তবে এর জন্য প্রয়োজন ডিজিটাল মাধ্যম। হাজার মাইল দূরে থেকেও ভার্চুয়াল মাধ্যমে নিয়মিত দেখাদেখি যেন নির্জলা ঘটনা! ছবি আপলোডে রয়েছে ছবি শেয়ারিং সাইট পিকাসা এবং ফ্লিকার। মনের বার্তা তাৎক্ষণিক পৌছে দিতে ইয়াহু মেসেঞ্জার, মাইক্রোসফটের হটমেইল মেসেঞ্জার কিংবা গুগলের জিটক অতুলনীয়। এতে চ্যাটিংয়ের পাশাপাশি পাঠানো যায় আবেগ প্রকাশক চিহ্ন (ইমোটিকন), অ্যানিমেশন কার্টুন এবং অফলাইন বার্তা। ওয়েবক্যাম যুক্ত করে ভিডিও এবং মাইক্রোফোন যুক্ত করে ভয়েস চ্যাটিং সুবিধাও নেওয়া যায়। আর সেলফোনে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানে জনপ্রিয় মাধ্যম হচ্ছে মিগ৩৩, নিমবাজ, ফ্রিং, এজিল মোবাইল, উইন্ডোজ লিভ ফর মোবাইল, ইনস্ট্যাংগো, ইবাডি ও ইয়ামি মেসেঞ্জার। কম্পিউটারে একসঙ্গে একাধিক চ্যাট ক্লায়েন্টের সঙ্গে চ্যাটিং করার জন্য রয়েছে পিজিন মেসেঞ্জার। এর মাধ্যমে এইম, গুগলটক, মাইস্পেস, ইয়াহু, এমএসএনসহ প্রায় সব চ্যাট ক্লায়েন্টের সঙ্গে নিয়মিত চ্যাটিং করার সুবিধা রয়েছে।
প্রিয়জনের জন্য উপহার : ভালোবাসা দিবসে প্রিয়জনকে শুভেচ্ছা এবং উপহার পাঠানো খুবই জরুরি। এজন্য ইন্টারনেটে রয়েছে অসংখ্য ওয়েবসাইট। ভালোবাসার কার্ড পাঠাতে ২০০০ গ্রিটিংস, রিগার্ডস, ১০০ ফ্রি-ইকার্ডস, ব্লুমাউন্টেইন, ফোর ফ্রেন্ডশিপ, ১২৩ গ্রিটিংস, দেশিলাভ, ভালেন্টাইনস ডে, ভালেন্টাইনস ডে-ইকার্ডস, ভ্যালেন্টাইনগিফট, এভরিথিংসভ্যালেন্টাইনডে, এসটি-ভ্যালেন্টাইসডে, ভ্যালেন্টাইনস ডে স্লাইড, প্যাশনআপসহ অগনিত ওয়েবসাইট থেকে বেছে নেওয়া যায় প্রিয়জনের মনে দাগ কাটে এমন ই-কার্ড। সাইটগুলো থেকে বিনামূল্যে ভালোবাসার ই-কার্ড পাঠানো যায়। এ জন্য উপহারের ক্যাটাগরি থেকে পছন্দের ভার্চুয়াল উপহারটি বেছে ‘সেন্ড দিস ই-কার্ড’ অপশনটিতে ক্লিক করে পাঠাতে হবে প্রিয়জনের ঠিকানায়। অধিকাংশ সাইটেই ই-কার্ড পাঠানোর নিয়ম একই রকম। তবে কিছু সাইটে ভিন্নভাবেও ই-কার্ড নির্বাচন এবং পাঠাতে হতে পারে। এছাড়া সামাজিক যোগাযোগসেবা ফেসবুকের মাধ্যমেও ফেসবুক বন্ধুদেরও যে কোনো ভার্চুয়াল উপহার পাঠানো যাবে। আর যারা ফটোশপ এবং সফটওয়্যারের কাজে দক্ষ তারা নিজেই তৈরি করে নিতে পারেন মনের মতো ই-কার্ড। কার্ড তৈরির কয়েকটি সফটওয়্যার স্মার্টড্র, কার্ভ এবং স্কিলসফট থেকে নামিয়ে নেওয়া যেতে পরে। ভ্যালেন্টাইন্স সম্পর্কিত মোবাইল সাইটও আছে প্রচুর। সাইটগুলো থেকে ভালোবাসা দিবসের ইতিহাস, ই-কার্ড, ভালোবাসার কবিতা, কোটেশন, ই-গিফট নানা বিষয়ে জানতে পারবেন। এছাড়া প্রিয়জনকে পাঠাতে পারবেন আকর্ষণীয় সব ইলেকট্রনিক কার্ড।

ভার্চুয়াল মাধ্যমে বাস্তবতার আমেজ : শুধু ভার্চুয়ালি নয় প্রিয় মানুষটির হাতে পৌঁছে দিতে সত্যিকারের উপহারের ব্যবস্থাও রয়েছে। এজন্য রয়েছে গিফট ভাউচার অথবা গিফট কার্ড। গিফট ভাউচারে টাকার অঙ্ক বসানো থাকবে। লেখা থাকবে ঠিকানা। গিফট কার্ডটি প্রি-পেইড কার্ডের মতো। নির্দিষ্ট মেয়াদ থাকে। এ কার্ড দিয়ে যে কোনো দোকান থেকে ব্যালান্স অনুযায়ী পছন্দের পণ্য কেনা যাবে। কার্ড পাওয়া যায় বিভিন্ন ব্যাংকে। এ ছাড়াও বড় বড় গিফট শপেরও নিজস্ব কিছু ভাউচার রয়েছে। যেমন আড়ং, প্রবর্তনা, বিবি প্রডাকশনস ইত্যাদি। প্রিয়জনের কাছে পছন্দের উপহার পাঠিয়ে দিতে কাজ করছে বেশ কয়েকটি ওয়েবসাইট। এর মধ্যে গিফ্টজহাট, বিডিগিফটজ, গিফটমেলা, দেশি গ্রিটিংস, দেশি মেগাশপ উল্লেখযোগ্য। ক্রেডিট কার্ডে টাকা পরিশোধ করলে সময় মতো উপহার পৌঁছে যাবে প্রিয়জনের ঠিকানায়। এভাবে ভার্চুয়াল আয়োজনে বিশ্ব ভালোবাসার দিনে প্রিয় মানুষটিকে কাছে রাখা যায়। প্রযুক্তির বাহন এখন আড়ম্বরপূর্ণ কোনো পণ্য নয়। ভ্যালেন্টাইন দিবসে প্রিয়জনকে পছন্দের বইও উপহার দিতে পারেন। ইন্টারনেটের মাধ্যমে বই বিক্রির সাইটগুলোতে অর্ডার করলেই তারা ঠিকানামতো পৌছে দেবে বই। এসব সাইটের মধ্যে উল্লেখযোগ্য বইমেলা, রকমারি ডটকম।


প্রযুক্তি আজ প্রাত্যহিক জীবনে প্রিয়জনের মাঝে ভালোবাসায় বেঁচে থাকার হাতিয়ার। এই হাতিয়ারই প্রিয় মানুষটিকে কাছে রাখছে সব সময়। ভালোবাসা দিবসে জয়তু ডিজিটাল ভ্যালেন্টাইন্স।
আশাকরি আপনাদের সবারই ভালোবাসা দিবস কাটুক আনন্দে, উচ্ছাসে আর অফুরন্ত ভালোবাসায়… <3
লেখায় কোনো ভুল বা অন্য কোনো সমস্যা থাকলে জানাবেন..

ভালোবাসার চরম বাণী!!!!!!!!!!!!!!!!!!!!

– ভালোবাসার পর বিয়ে হচ্ছে মুক্তি, কিন্তু তার চেয়ে শত গুণ মুক্তি হচ্ছে ডিভোর্স। -সংগৃহীত

– একটাই প্রশ্ন, যার কোনো উত্তর আজও আমি দিতে পারিনি। সেটা হচ্ছে, একজন নারী কী চায়?
-সিগমুন্ড ফ্রয়েড, মনোবিজ্ঞানী

– বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয়।
-স্যামুয়েল জনসন, লেখক

– ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে পারি না।
-অ্যালবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী

– আমরা কোনোভাবেই ভালোবাসার ওপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের ওপর মূল্য নির্ধারণ করতেই হবে।
-ম্যালানি ক্লার্ক, আইরিশ অভিনেত্রী

– ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না।
-গ্যেটে, কবি

– ভালোবাসা হচ্ছে একধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে।
-লুইস ম্যাকেন, আমেরিকান সাংবাদিক

– একটি হৃদয় কখনো কখনো ভেঙে যেতে পারে কিন্তু তখনো সেটা একই রকম রক্ত সরবরাহ করে।
-ফ্রাইড গ্রিন টমাটোস চলচ্চিত্রের সংলাপ




বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...




শ্রেষ্ট প্রেমের বানী

1. ভালবাসা একটি সাময়িক সমাধি #প্লেটো
2. প্রেমের আনন্দ থাকে শুধু সল্পক্ষন
প্রমের ব্যাদনা থাকে সমস্ত জীবন #রবিন্দ্রনাথ
3. হে বর্ষা, এত বেশী ঝরোনা যে আমার প্রেয়সী আমার কাছে আসতে না পারে । ও এসে যাওয়ার পর এত মুষলধারায় ঝরো যেন ও যেতেই না পারে ।
4. ভালবাসার জন্য যার পতন হয়, বিধাতার কাছে সে আকাশের উজ্জল তারার মত উজ্জল ।#বেন জনসন
5. ভালবাসার অর্থ হলো যাকে তুমি ভালবাসো তার মত জীবন যাপন করা ।#টলস্টয়
6. নারীর প্রেমে মিলনের সুর বাজে , আর পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা ।#রবিন্দ্রনাথ
7 . যৌবনে যার জীবনে প্রেম এলোনা তার জীবন বৃথা । #শংকর
8 . প্রেম হল সিগারেটের মতো , যার আরাম্ভ হল অগ্নি দিয়ে আর শেষ পরিনতি ছাইয়েতে । #বার্নার্ডশ
9 . প্রেম ও হাসি ছাড়া আমাদের জীবনে প্রকৃত কোন আনন্দ নাই । তাই যদি বাচার আনন্দ নিয়ে বাচতে হয় তবে প্রেম ও হাসির মধ্য দিয়ে বাচতে হবে । #হোরেস
10. ভালবাসা আচ্ছাদন নয় বরং চোখের জল । #ইমারসন
11. ভালবাসা কৈশরের বিস্ময় যৌবনের নেশা এবং বার্ধক্যের সুখ স্মৃতি ।
12. ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয় । #টেনিসন
13. ভালবাসা তালাবদ্ধ হ্রদয়ের দরজা মুহূর্তে খুলে দেয় ।#টমাস
14. পুরুষ অনে ঠেকে , অনেক ঘা খেয়ে ভালবাসতে শেখে ।#রবীন্দ্রনাথ
15. সত্যিকারের ভালবাসার তার পাত্র বা পাত্রীকে সুস্থ ও সুখী দেখতে চায় ।#শরত্‍চন্দ্র
16. প্রেম মানুষকে সংযমী , চরিত্রবান , বলবান , সাধনার দৃঢ়বান করে , যুবককে সংগ্রামশীল , মসত্‍ ও গৌরবশীল করে ।#লুত্‍ফর রসমান
17 প্রেম মানুষকে সকল প্রকার হতাশা থেকে রক্ষা করে ।#
18. তুমি না এলে একশ ভাবে মরন কে ডাকতে পারি । মৃত্যু তো তোমার মত কঠিন হৃদয় নয় যে ডাকলেও সে আসবে না ।
19 মেয়ে মানুষের ভালবাসা সবুর করতে পারেনা , বিধাতা তার হাতে সে অবসর দেননি ।#রবীন্দ্রনাথ
20. কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।#কাজী নজরুল
21. তুমি আমায় ভালবাস তাই তো আমি কবি
আমার এ রূপ সে যে তোমার ভালবাসার ছবি । #কাজী নজরুল
22. রঙিন ঠোটের সরুলতা হতে একটি চুমুরে ছিড়ে
বেধে রাখা যায় রূপহীন সেই ভালবাসার কথাটিরে ।#জসীমউদ্দিন
23. চলো যাই প্রেম আর বিশ্বাসের আলো হাতে
নিয়ে এগিয়ে পেরিয়ে যাই ঘৃনার নদীর সাঁকো ।#আহসান হাবিব