Pages

একজন ভাল মেয়ে চেনার উপায় কি?

ভাল মেয়েরা ধৈর্য্যশীল হয়ে থাকে ও ধর্মানুরাগী হয়। এছাড়া ভাল মেয়েদের লজ্জা থাকে। এক কথায় ছেলে বা মেয়ে যাই বলুন না কেন অল্পে খুশী, লজ্জা আছে, ধৈর্য্য আছে, হিংসা নেই ও কর্মঠ এরকম ছেলে ও মেয়ে ভাল।
ধর্মভীরুতা দেখতে গিয়ে আবার গোঁড়াপন্থি মানুষ বাছাই করে বসবেন না। বোরকাও পরে আবার হাতে হাতমোজা, পায়ে পামোজা, চোখ ঢেকে রাখা, আপন ভাইয়ের সাথে কথা বলার সময় অন্য ঘর থেকে বলা প্রভৃতি-এসব গোঁড়ামি। আবার শাক দিয়ে মাছ ঢাকে এরকম মানুষও বর্জনীয় যেমন বোরকা পরে আবার ঝুমুরআলা নূপুর পরে, ফলে পথ চলার সময় নূপুরের শব্দ মানুষের কানে যায়।

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন