Pages

নারীকে আকৃষ্ট করে লাল টি-শার্ট!

লাল রং আকৃষ্ট করে নারীদের। লাল রঙের টি-শার্ট পরা ছেলেদের প্রতি সহজেই আকৃষ্ট হয়, নারী সম্প্রতি পরিচালিত এক জরিপে এমনটি জানা যায়। লেডি কিলারদের জন্যে সুখবরই বটে। মেয়ে পটানোর আরেকটি সহজ কৌশল যে মিললো। জরিপের তথ্যানুযায়ী, লাল রংয়ে নারীরা সহজেই আকৃষ্ট ও মাতোয়ারা হয়। লাল রং সহজেই বিপরীত লিঙ্গের দৃষ্টি আকর্ষন করে। ‘লেডি ইন রেড’গানটি যে অন্যতম একটি রোমান্টিক গান এতে কোনো সন্দেহ নেই। এই গানের কথা অনুযায়ী লাল পোশাক পরিহিত নারীরা আকর্ষনীয় হয়। কিন্তু জরিপে বলা হয়, লাল পোশাক শুধু পুরুষদের নয় নারীদেরও চুম্বকের মতো কাছে টানে। এখানে উল্লেক করতে হয় সুপারম্যানের কথা নিশ্চিয় সবার মনে আছে। সুপারম্যান কিন্তু সর্বদাই লাল আন্ডারগার্মেন্ট ব্যবহার করে। গবেষনা দলের প্রধান রচেস্টার বিশ্ববিদ্যালয়ের দার্শনিক বিভাগের অধ্যাপক অ্যান্ড্রিও ইলিয়ট বলেন, ‘লাল রং শুধুমাত্র নারীদের আকৃষ্ট করে এমনটি নয়। লাল পোশাক পরা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কও করতে চান নারীরা।’ তবে নারীরা কেনো এমনটি করেন এ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। মনের অজান্তেরই এমনটি করে থাকেন তারা। ভারতীয় টিভি অভিনেতা জাসভির কাওর বলেন, ‘এই জরিপের সঙ্গে আমি একমত। লাল

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন