Pages

অপেক্ষার নাম ভালবাসা


কেউ শখে বলে কেউ আবার সুখে বলে ভালবাসি ।
কেউ আবেগ দিয়ে বিন্দু বিন্দু করে ব্যাক্তিগত সাগর বানায়
কেউ সৈকতের বাতাসে ভালবাসা ছুড়ে দেখে চিত্রটা যথার্থ হল কিনা ।
কেউ আকাশের শেষ তারার মত নিরব হয়ে বুক পকেটে অন্ধকার জমায় ।
কেউ হাত সামনে বাড়িয়ে দিতে হাতের রেখার দিকে বারবার তাকায়
কেউ হাত বুকের ডানদিকে একটু উপরে তুলে ডানে বামে নাড়াচড়া করে ।
কেউ পাঁচ টাকার গোলাপে গুঁজে দেয় পাঁচশ বিশ্বাস ।
কেউ মুঠোফোনে গোলকধাঁধা একে সেন্ড বাটনে টিপ দেয়
কেউ প্রিয় অক্ষরগুলো খামে বন্দি করে আলতো করে ডাকবাক্সে ঢুকায় ।
কেউ লজ্জার মাথা খেয়ে ঠোঁটের খাঁচা খোলে দেয় ।
কেউ পাঞ্জাবী আর লম্বা চুলে কাব্য খুঁজে উদাস
কেউ সত্যকে মিথ্যের কাফনে মোড়ে কবর দেয় ।
কেউ ইমেইল কে ডাকপিয়ন বানিয়ে নীচে লিখে দেয় ইতি তোমার প্রিয় ।
কেউ জানালার রেলিং ধরে বাহিরে অপলক চেয়ে থাকে
কেউ দরজায় দাঁড়িয়ে কলিং বেল না টিপে ফিরে আসে ।
কেউ পাহাড়ের বিপরীতে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিধ্বনির অপেক্ষা করে
কেউ সূর্যের প্রতিফলিত আলো হাতে নিয়ে চুমু খেয়ে আবার আকাশে উড়ায় ।
কেউ অন্য কথার মাঝখানে হঠাৎ করে বলে উঠে ভালবাসি ।

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন