Pages

ভালোবাসা দিবসের ভালো কিছু ওয়েবসাইট




ভালোবাসার সংজ্ঞা যুগে যুগে অনেকে অনেকভাবে দিয়েছে। তবে ভালোবাসার জয়ের কথা গেয়েছে সবাই। আমাদের দেশে বছরে অনান্য অসংখ্য দিবসের মত বিশ্ব ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে পালন হচ্ছে বিগত কয়েক বছর ধরে। এর ইতিহাস সবারই জানা তার পরেও নতুন করে জেনে নিতে পারেন http://en.wikipedia.org/wiki/Valentine’s_Day, www.historychannel.com/exhibits/valentine বা www.history.com/minisites/valentine সাইট থেকে। ইন্টারনেটের এই যুগে পোষ্ট কার্ডের পরিবর্তে ই-কার্ডের ব্যবহার আর এসএমএস/এমএসএস অথবা ইমেইল। আর ভালোবাসা দিবসের কথা মাথায় রেখে বিভিন্ন ওয়েব সাইট ভালবেসে ভালোভাবে সাজানো হয়। এসব সাইট থেকে যেমন ই-কার্ড পাঠানো যায় তমেনই ভালোবাসার এসএমএস, কবিতা ইত্যাদি সংগ্রহ করা যায়। এমনই কিছূ ওয়েব সাইটের ঠিকানা দেওয়া হলো। www.mydearvalentine.com www.thelovemovie.com www.valentine1.com www.123greetings.com/events/valentines_day www.flickr.com/photos/tags/valentine http://valentinemovie.warnerbros.com www.theholidayspot.com/valentine www.celebrating-valentinesday.com www.marlo.com/holiday/v/vale.htm www.poemsforfree.com/valpo.html www.romanceforeveryone.com www.everythingvalentine.com

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন