Pages

*পৃথিবীতে প্রেম বলে কিছু নেই? (ভালোবাসা দিবস স্মরণে)*

মেয়েটার সঙ্গে পরিচয় হলো মিসকল দিতে গিয়ে মোবাইল ফোনে।


পলাশ ব্যাপারটি জানালো তার ঘনিষ্ঠ বন্ধুকে কানে কানে।
মাথায় হাত দিয়ে বন্ধু করল ওয়াদা
জান যাবে তবু এই খবর কাউকে জানাব না- দাদা।

প্রতিশ্রুতির আদান-প্রদানের ঘন্টা খানেক পর
পলাশের ফোন বাজে, রুমমেটরা বলে, ওই ধর ধর...
মোবাইল রিসিভ করে পলাশ, আর করে চিন্তা
আহ-হা, সদ্য পরিচিত মেয়েটার সঙ্গে কেমন হবে
প্রথম দেখার দিনটা।

মেয়েটারই ফোন, আচ্ছা আপনি ভালোবাসেন কোন রং
প্রশ্ন তো নয় যেন বিলাতি কায়দায় করে যাচ্ছে ঢং।
পলাশ কী উত্তর দেবে, ইয়ে ভালোবাসি...ইয়ে মানে আমি
বাকপটু বলে খ্যাত পলাশের শুরু হয় তোতলামি।

প্রতিশ্রুতির আদান-প্রদানের ঘন্টা তিনেক পর
পলাশের ফোন বাজে, বন্ধুরা ঘিরে ধরে, সে বলে ওই তোরা সর...
'কি করছেন আপনি? বলো না একটু বলো না'
মেয়েটার কথা শুনে পলাশের বুক
ভীষণ তরপায়, সবাই শুনে করছে ধুকধুক
বন্ধুরা বলে, যাহ শালা এবারও হলো না।

প্রতিশ্রুতির আদান-প্রদানের ঘন্টা দশেক পর
পলাশের ফোন বাজে, কথা বলতে গিয়ে কণ্ঠ করে ঘড়ঘড়...
ও প্রান্তে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি প্রেম করেন?
কিংবা ঘরে বউ-টউ আছে নাকি?
উত্তর দিবে কি, প্রশ্ন শুনে পলাশের অজ্ঞান হওয়া বাকি।

প্রতিশ্রুতির আদান-প্রদানের ঘন্টা চব্বিশেক পর
পলাশের ফোন বাজে, দরজা বন্ধ করে, আবহময় করে ফেলে ঘর...
'আমি কি কাল আপনার সঙ্গে, পিজা হাটে দেখা করতে পারি?'
একি শোনালে তুমি, হায় মরি মরি...

উত্তর কি দেবে, ভেবে ভেবে অস্থিরতায় জীবন্ত লাশ হয়ে যায় পলাশ
তাই...
প্রিয় পাঠক, পলাশ এখন কি করবে আপনাদের কাছে জানতে চাই।

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন