Pages

ভ্যালেন্টাইন ডে’তে একটু অন্যরকম ভালবাসা

আজ বিশ্ব ভালবাসা দিবস। আর এ ভালবাসা যে শুধু প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর জন্য বরাদ্দ তা তো নয়। এটা সার্বজনীন। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার জন্যই আজকের এ বিশেষ দিন। এ দিবসটির বার্তা মূলত সারা বিশ্বে ভালবাসা, শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দেয়া। তবে যুক্তরাষ্ট্রে বহু মানুষ বিশেষ এ দিনটিতে তাদের পোষা প্রাণীটিকেও ভালবাসায় সিক্ত করতে চান। পোষা বিড়াল কিংবা কুকুরটির জন্য তারা নানা আয়োজন করেছেন। ন্যাশনাল রিটেইল ফেডারেশনের এক জরিপে দেখা গেছে, ভ্যালেন্টাইন্স ডে’তে প্রতি ৫ জনের মধ্যে ১ জন মার্কিনি তার পোষা প্রাণীটির জন্য গিফট বা খাবার কিনবেন। আর এ দিনে পোষা প্রাণীদের জন্য সম্মিলিত ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৮১ কোটি ৫০ লাখ ডলার। আরেকটি জরিপ চালিয়েছে অ্যামেরিকান পেট প্রোডাক্টস অ্যাসোসিয়েশন। তাতে দেখা গেছে, শুধু পোষা বিড়াল বা কুকুর নয়, অ্যাকুরিয়ামের মাছ, পাখি, ঘোড়া ও ছোটখাট অনেক প্রাণীই তাদের মানব বন্ধুটির কাছ থেকে নানা ধরনের খাবার ও উপহারসামগ্রী পাবে। এ খবর দিয়েছে অনলাইন ইউএসএ টুডে। অনেকের কাছে এটা একটু অদ্ভুত ঠেকতে পারে। কিন্তু ঘটছে আদতে সেটাই। এর কারণ তো আছেই। কম্পিউটারের এ যুগে প্রায় সবই যেন ভার্চুয়াল। এমনকি প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ভালবাসার আদান-প্রদানটাও অনেক সময় সীমাবদ্ধ থাকছে কম্পিউটার স্ক্রিনের মধ্যেই। কিন্তু পোষা প্রাণীটি সার্বক্ষণিক সঙ্গী হিসেবেই সুখে-দুখে মনিবের সঙ্গেই কাটায়। তাই তাদেরও তো ভালবাসা প্রাপ্র্য। তারা তো আর ভার্চুয়াল জগতের বাসিন্দা নয়। যুক্তিটা সেরকমই।

No comments:

Post a Comment

আপনার মন্তব্য দিন